Digha News: দিঘায় ঝড়বৃষ্টির তাণ্ডব! মেরিন ড্রাইভে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল গাছ, যান চলাচল বন্ধ, দুর্ভোগে পর্যটকরা
- Published by:Ananya Chakraborty
- hyperlocal
- Reported by:Madan Maity
Last Updated:
Digha News: দিঘায় প্রবল বৃষ্টি আর ঝড়ো হাওয়ার তাণ্ডবে রাস্তার ওপর ভেঙ্গে পড়ল গাছ। মেরিন ড্রাইভে ভেঙ্গে গাছ, দীর্ঘক্ষণ যান চলাচল বন্ধ হয়ে যায়
দিঘা, মদন মাইতি: দিঘায় প্রবল বৃষ্টি আর ঝড়ো হাওয়ার তাণ্ডবে রাস্তার ওপর ভেঙ্গে পড়ল গাছ। মুখ্যমন্ত্রীর স্বপ্নের মেরিন ড্রাইভে ভেঙ্গে গাছ, দীর্ঘক্ষণ যান চলাচল বন্ধ হয়ে যায়। দিঘা গেট থেকে মেরিন ড্রাইভ ধরে শংকরপুর ও তাজপুর পর্যন্ত প্রতিদিন প্রচুর সংখ্যক পর্যটক যাতায়াত করেন। কিন্তু রাস্তার ওপরে গাছ ভেঙে পড়ায় বহু গাড়ি ও পর্যটক আটকে পড়েন। ভোগান্তির শিকার হন স্থানীয়দের পাশাপাশি পর্যটকরাও। রাস্তা অবরুদ্ধ হওয়ায় দীর্ঘক্ষণ রাস্তায় আটকে থাকতে হয় তাদের।
এক স্থানীয় যাত্রী বলেন রঞ্জিত মণ্ডল বলেন, “রাস্তার উপরে গাছ পড়ে থাকায় আমরা অনেকক্ষণ ধরে রাস্তার উপর আটকে ছিলাম। ঝড়ো হাওয়ার তান্ডবে রাস্তার উপর বড় বড় গাছ ভেঙে পড়েছিল। তারপর প্রশাসনে খবর দেওয়ার পর স্থানীয় প্রশাসনের তরফে জেসিবি এবং কাটার নিয়ে এসে গাছগুলো সরানো হল। এখন যান চলাচল ঠিক আছে।”
advertisement
আরও পড়ুন: ধনদেবীর পুজো করতে গিয়ে পকেট ‘গড়ের মাঠ’! মা লক্ষ্মীর প্রিয় নারকেলে হাত দিলেই ছ্যাঁকা
পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে স্থানীয় প্রশাসন দ্রুত তৎপর হয়। পদিমা ২ গ্রাম পঞ্চায়েত যুদ্ধকালীন তৎপরতায় গাছগুলোকে রাস্তা থেকে সরানোর কাজ শুরু করে। জেসিবি ও কাটারের সাহায্যে দ্রুত গাছ সরানো হয়। অবরুদ্ধ রাস্তায় যান চলাচল পুনরায় শুরু হয়। প্রশাসনের এই দ্রুত পদক্ষেপে মেরিন ড্রাইভে আটকে থাকা পর্যটকদের মধ্যে স্বস্তি ফিরে আসে। দীর্ঘক্ষণ বন্ধ থাকা রাস্তায় আবার যান চলাচল শুরু হয়। স্থানীয়দের পাশাপাশি পর্যটকরাও প্রশাসনের দ্রুত তৎপরতাকে প্রশংসা করেন পর্যটকরা।
advertisement
advertisement
পদিমা ২ গ্রাম পঞ্চায়েতের প্রধান সুশান্ত পাত্র বলেন, “ঘটনা জানার সঙ্গে সঙ্গে আমরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করেছি। ঝোড়ো হাওয়ার কারণে দিঘা গেট থেকে শংকরপুর যাওয়ার মেরিন ড্রাইভের উপর গাছ ভেঙে পড়েছিল। দ্রুত পদক্ষেপ নিয়ে গাছ সরানোর উদ্যোগ নেওয়া হয়েছে। এখন পরিস্থিতি সম্পূর্ণ স্বাভাবিক এবং যান চলাচলও স্বাভাবিক রয়েছে,”
advertisement
আরও পড়ুন: লক্ষ্মীপুজোর সকালে প্রতিমা কেনার ভিড়! ছোট, মাঝারি থেকে বড়, কোন মূর্তির কত দাম? এক ক্লিকে জানুন
দিঘার মেরিন ড্রাইভে ঝড়ো হাওয়া ও বৃষ্টির তাণ্ডবে গাছ ভেঙে পড়ার সাময়িকভাবে যান চলাচল ব্যাহত হলেও, স্থানীয় প্রশাসনের দ্রুত দক্ষ তৎপরতা পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। এই উদ্যোগে স্থানীয়দের পাশাপাশি পর্যটকরাও স্বস্তি অনুভব করেন।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Purba Medinipur,West Bengal
First Published :
October 06, 2025 4:25 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Digha News: দিঘায় ঝড়বৃষ্টির তাণ্ডব! মেরিন ড্রাইভে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল গাছ, যান চলাচল বন্ধ, দুর্ভোগে পর্যটকরা