Digha: ঘনিয়েছে নিম্নচাপ! তাণ্ডব চলছে সমুদ্রে! দিঘায় সতর্ক প্রশাসন, ভয়ঙ্কর ভিডিও দেখুন...

Last Updated:

Digha: সকাল সকাল দিঘায় উত্তাল সমুদ্র বড় বড় ঢেউ এসে আছড়ে পড়ছে গার্ড ওয়ালে। শনিবার সকালে দিঘার এই ভয়ঙ্কর সুন্দর রূপ দেখে আনন্দে মাতোয়ারা দিঘায় আশা পর্যটকেরা। 

+
দিঘায়

দিঘায় উত্তাল সমুদ্র

কলকাতাঃ সকাল সকাল দিঘায় উত্তাল সমুদ্র বড় বড় ঢেউ এসে আছড়ে পড়ছে গার্ড ওয়ালে। শনিবার সকালে দিঘার এই ভয়ঙ্কর সুন্দর রূপ দেখে আনন্দে মাতোয়ারা দিঘায় আসা পর্যটকেরা। বাঙালির সপ্তাহান্তে বিনোদন দিঘা সমুদ্র সৈকত। দিঘায় সারা দেশের মানুষ বেড়াতে আসেন। ভ্রমণ প্রিয় বাঙালি পর্যটকদের কাছে দিঘা সব ঋতুতে সমান জনপ্রিয়।
বর্ষাকালে উত্তাল সমুদ্রের ভয়ঙ্কর সৌন্দর্য উপভোগ করতে বহু মানুষ আসেন দিঘায়। তাই বর্ষার শনি রবিবার ছুটির দিনগুলিতে দীঘা সমুদ্র সৈকত পর্যটকদের ভিড় লক্ষ্য করা যায়। ২২ জুলাই শনিবার সকাল থেকেই দিঘা সমুদ্র সৈকত উত্তাল হয়ে উঠেছে। একদিকে বর্ষাকালের বৃষ্টি পূবালী হাওয়া অন্য দিকে বঙ্গোপসাগরে ঘনীভূত হওয়া ঘূর্ণবাতের কারণে উত্তাল সমুদ্র। বড় বড় ঢেউ এসে ঝাপটা মারছে সৈকত সরণিতে।
advertisement
আরও পড়ুনঃ দুপুরেই নামছে অন্ধকার, নিম্নচাপের জেরে কোন কোন জেলায় কাঁপিয়ে বৃষ্টি? রইল পূর্বাভাস
এ দিন সকাল সকাল ওল্ড দিঘা থেকে নিউ দিঘা, সৈকত সরণিতে এসে পর্যটকেরা অনাবিল আনন্দ উপভোগ করল উত্তাল সমুদ্রের। সৈকত সরণীতে দাঁড়িয়ে পর্যটকেরা ঢেউয়ের ঝাপটায় সমুদ্র স্নানের মজা নিল। শ্রাবণের বৃষ্টি এবং হওয়া ঘূর্ণবাতের প্রভাবে চলতি সপ্তাহে উত্তাল হয়ে উঠেছে সমুদ্র। আর বর্ষার সময় সমুদ্রের এই সর্বগ্রাসী ভয়ঙ্কর রূপ পর্যটকদের আরও বেশি করে আকৃষ্ট করছে।
advertisement
advertisement
একদিকে মেঘলা আকাশ, অন্যদিকে উত্তাল সমুদ্র দুইই মিলিয়ে পর্যটকদের মাতাল করে তুলেছে। তবে দিঘায় আবহাওয়া দফতরের রিপোর্ট অনুযায়ী আগামী কয়েকদিন দিঘার আবহাওয়া প্রায় একই রকম থাকবে। এ দিন উত্তাল হবে সমুদ্র। জোয়ারের সময় ঢেউ এর উচ্চতা বাড়বে। এ দিনও উঁচু উঁচু ঢেউ এসে ঝাপটা মারছে সৈকত সরণিতে।
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Digha: ঘনিয়েছে নিম্নচাপ! তাণ্ডব চলছে সমুদ্রে! দিঘায় সতর্ক প্রশাসন, ভয়ঙ্কর ভিডিও দেখুন...
Next Article
advertisement
জাপানের প্রথম মহিলা প্রধানমন্ত্রী ইনিই, চিন-বিরোধী, হেভি মেটাল ড্রামার! ইতিহাস গড়লেন ‘জাপানের থ্যাচার’
জাপানের প্রথম মহিলা প্রধানমন্ত্রী ইনিই, চিন-বিরোধী, ইতিহাস গড়লেন ‘জাপানের থ্যাচার’
  • সানায়ে তাকাইচি জাপানের প্রথম মহিলা প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত হলেন, ইতিহাস গড়লেন.

  • তাকাইচি থ্যাচারের অনুপ্রেরণায় এলডিপি সভাপতি ও সংসদে সংখ্যাগরিষ্ঠতা পেয়ে প্রধানমন্ত্রী হলেন.

  • তাকাইচি একজন হেভি মেটাল ড্রামার, কলেজ জীবনে ব্যান্ডে ড্রাম বাজাতেন, প্রিয় ব্যান্ড Iron Maiden.

VIEW MORE
advertisement
advertisement