Digha News: হোটেলে কী হচ্ছে দিঘায়! ধু ধু করছে সমুদ্র সৈকত, জোড়া নিম্নচাপের ফলায় বিদ্ধ
- Published by:Arjun Neogi
- news18 bangla
- Reported by:Madan Maity
Last Updated:
Digha News: প্রবল বৃষ্টিতে ফাঁকা দিঘার সৈকত, হোটেল বন্দি পর্যটকরা, বৃষ্টিপাত ও ঝড়ো হাওয়ার মধ্যে কিছু পর্যটক সৈকতের পাশ দিয়ে বৃষ্টির দৃশ্য উপভোগ করলেও, প্রশাসন তাদের সতর্ক করছেন যাতে কেউ সমুদ্রের বিপজ্জনক ঢেউয়ের কাছে না যায়
দিঘা: বঙ্গোপসাগরে জোড়া নিম্নচাপের প্রভাবে দিঘায় মঙ্গলবার সকাল থেকেই প্রবল বৃষ্টি শুরু হয়েছে। আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, উত্তর-পূর্ব বঙ্গোপসাগরের বাংলাদেশ-মায়ানমার উপকূলে ঘূর্ণাবর্ত রূপান্তরিত হয়েছে নিম্নচাপে। একই সঙ্গে পূর্ব-মধ্য ও উত্তর বঙ্গোপসাগর এলাকায় নতুন নিম্নচাপ তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে। এর প্রভাব মঙ্গলবার সকালে থেকেই দিঘা ও তার আশেপাশের এলাকায় ঝড়ো হাওয়া ও ভারী বৃষ্টির আকারে দেখা দিয়েছে। দিঘায় সৈকত কার্যত জনশূন্য। পর্যটকরা হোটেল বন্দি।
সকাল থেকেই দিঘার সৈকত কার্যত ফাঁকা। সাধারণত এই সময়ে পর্যটক এবং স্থানীয়রা সৈকতে ভিড় জমায়, সমুদ্রস্নান এবং বিভিন্ন জলক্রীড়ার মাধ্যমে মেতে উঠে ।কিন্তু মঙ্গলবার সমুদ্র উত্তাল এবং ঝড়ো হাওয়ার কারণে সৈকতে জনমানব শূন্য। মাঝে মাঝে সমুদ্রের ঢেউ জলোচ্ছ্বাসের আকার নিচ্ছে।
প্রশাসনও যথেষ্ট সতর্ক। সৈকতে বারবার মাইকিং করা হচ্ছে যাতে পর্যটকরা উত্তাল সমুদ্রে পা ভিজাতে না নেমে পড়ে। ঝড়ো হাওয়া এবং প্রবল বৃষ্টিতে কোনও ধরনের দুর্ঘটনা এড়াতে প্রশাসনের পক্ষ থেকে পর্যটকদের হুঁশিয়ারি জারি করা হয়েছে।
advertisement
advertisement
আরও পড়ুন: নবান্নে চালু হল কন্ট্রোল রুম, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃতদের পরিবারের পাশে থাকার আশ্বাস মুখ্যমন্ত্রীর
দিঘা-শংকরপুর হোটেলিয়ার্স অ্যাসোসিয়েশনের সভাপতি সুশান্ত পাত্র বলেন, “পর্যটকদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য আমরা হোটেলে সবরকম প্রস্তুতি নিয়েছি। সমুদ্রের পরিস্থিতি অনিয়মিত, তাই পর্যটকরা হোটেল থেকে বের হতে পারছেন না। তবে বৃষ্টির দৃশ্য অনেক পর্যটকের জন্য ভিন্ন অভিজ্ঞতা তৈরি করছে। সমুদ্রের ঝুঁকি এড়াতে আমরা পর্যটকদের হোটেলে থাকার পরামর্শ দিচ্ছি।”
advertisement
আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, আগামী কয়েক দিনে জোড়া নিম্নচাপের প্রভাবে দিঘা ও তার আশেপাশের এলাকায় বৃষ্টি এবং ঝড়ো হাওয়া বজায় থাকবে । এই পরিস্থিতিতে পর্যটক এবং স্থানীয়দের সমুদ্রসংলগ্ন এলাকায় সাবধান থাকার পরামর্শ দেওয়া হয়েছে।
আরও পড়ুন: Surya Nakshtra Parivartan: মহাপঞ্চমীতে সূর্যের বিশাল পালাবদল! ৪ রাশি আগুন ঝরাবে, পুজোর বাজারে টাকার ফোয়ারা
পর্যটন ব্যবসায়ীদের কথায়, পুজোর আগে সাধারণত দিঘায় পর্যটক ভিড় বৃদ্ধি পায়। তবে এই মুহূর্তে বৃষ্টির কারণে হোটেলগুলোতে পর্যটকরা বন্দি থাকায় সাময়িকভাবে পর্যটন কার্যক্রমে ধীরগতি দেখা দিচ্ছে। হোটেল কর্তৃপক্ষ ও প্রশাসন যৌথভাবে পর্যটকদের নিরাপত্তা নিশ্চিত করতে সর্বাত্মক চেষ্টা চালাচ্ছে।
advertisement
বৃষ্টিপাত ও ঝড়ো হাওয়ার মধ্যে কিছু পর্যটক সৈকতের পাশ দিয়ে বৃষ্টির দৃশ্য উপভোগ করলেও, প্রশাসন তাদের সতর্ক করছেন যাতে কেউ সমুদ্রের বিপজ্জনক ঢেউয়ের কাছে না যায়। সবমিলিয়ে মঙ্গলবার দিঘার সৈকত ভয়ংকর রূপ নিয়েছে।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
September 23, 2025 2:18 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Digha News: হোটেলে কী হচ্ছে দিঘায়! ধু ধু করছে সমুদ্র সৈকত, জোড়া নিম্নচাপের ফলায় বিদ্ধ