নবান্নে চালু হল কন্ট্রোল রুম, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃতদের পরিবারের পাশে থাকার আশ্বাস মুখ্যমন্ত্রীর
- Published by:Siddhartha Sarkar
- news18 bangla
- Reported by:SOMRAJ BANDOPADHYAY
Last Updated:
মুখ্যমন্ত্রী জানিয়েছেন, তিনি মৃতদের পরিবারের পাশে থাকবেন। সিইএসসি-র কাছে মৃতদের পরিবারের এক জনকে চাকরি দেওয়ার দাবিও জানিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়।
সোমরাজ বন্দ্যোপাধ্যায় ও আবীর ঘোষাল, কলকাতা: নবান্নে চালু করা হল কন্ট্রোল রুম। বিদ্যুৎ নিয়ে কোনও সমস্যা হলে কন্ট্রোলরুমে সরাসরি ফোন করতে পারেন যে কেউ। পাশাপাশি জলমগ্ন পরিস্থিতি নিয়েও কন্ট্রোল রুমে জানাতে পারেন। ১০৭০, ৮৬৯৭৯৮১০৭০, ২২১৪৩৫২৬, ২২৫৩৫১৮৫, কন্ট্রোল রুমের এই নম্বর গুলিতে যে কেউ ফোন করতে পারবেন। কোনও ইলেকট্রিক পোস্টে তার ঝুলে থাকলে এই নম্বরে ফোন করে জানালে তৎক্ষণাৎ পদক্ষেপ নেওয়া হবে বলে জানানো হয়েছে।
মুখ্যমন্ত্রীর নির্দেশ মাফিক বিদ্যুৎ দফতরকে নির্দেশ দেওয়া হয়েছে সিইএসসির সঙ্গে অবিলম্বে কথা বলতে। বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যারা মারা গিয়েছেন তাঁদের পরিবারের সদস্যদের একজনের চাকরির ব্যবস্থা যাতে করা হয় সেজন্য সিইএসসির সঙ্গে কথা বলতে হবে বিদ্যুৎ দফতরকে। মুখ্যমন্ত্রী নির্দেশ মতো ইতিমধ্যেই সেই পদক্ষেপ করার নির্দেশ দেওয়া হয়েছে বিদ্যুৎ দফতরকে। অন্যদিকে যারা মারা গিয়েছেন তাদের বাড়িতে প্রশাসনের আধিকারিকরা পৌঁছেছেন মুখ্যমন্ত্রীর নির্দেশমতো ।
advertisement
advertisement
উত্তর কলকাতায় ইতিমধ্যেই জল নামতে শুরু করেছে। দক্ষিণ কলকাতার বেশিরভাগ অংশই জলমগ্ন হয়ে রয়েছে। নবান্নের কন্ট্রোল রুম থেকে মুখ্যমন্ত্রীর নির্দেশ মাফিক মুখ্য সচিব নজরদারি চালাচ্ছেন। হাওড়া পুরসভা ও কলকাতা পুর সভা সমন্বয়ে রেখেই কাজ করছে।
advertisement
মুখ্যমন্ত্রী এদিন বলেন, “আমি মেয়র, মুখ্য সচিব এবং পুলিশ কর্তাদের সঙ্গে একটানা যোগাযোগ রাখছি। ফরাক্কায় সঠিকভাবে ড্রেজিং করা হয় না, তাই বৃষ্টি হলেই বিহার, উত্তর প্রদেশ, উত্তরাখণ্ড, মুম্বই বা দিল্লিতে জল জমে। এবারের বৃষ্টিটা একেবারেই অস্বাভাবিক, অনেকদিন আগে থেকেই শুরু হয়েছে। আমি ২-৩দিন ধরেই সতর্ক করছি। এরকম বৃষ্টি আমরা কখনও দেখিনি। মেঘভাঙা বৃষ্টিতে যাঁরা প্রাণ হারিয়েছেন তাদের জন্য আমি ভীষণ দুঃখিত। আজ স্কুলে ছুটি ঘোষণা করেছি, অফিসযাত্রীদেরও কাজে না যাওয়ার জন্য বলেছি। কালও অফিসে না যাওয়াই ভাল।’’
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
September 23, 2025 1:47 PM IST