ক্যাব-চালক ড্রপ অফ লোকেশনের বাইরে যেতে নারাজ, মহিলা যা কাণ্ড করলেন, যা কথা শোনালেন ! ভিডিও দেখে ভড়কে গেল নেটদুনিয়া
- Published by:Siddhartha Sarkar
Last Updated:
গাড়ির ড্যাশক্যামে উঠেআসা এই তর্কাতর্কির দৃশ্য পরে অনলাইনে শেয়ার করা হয়েছে, দেখতে দেখতে ভিডিওটি দ্রুত ভাইরালও হয়েছে এবং কে দোষী তা নিয়ে সোশ্যাল মিডিয়া ইউজাররা নিজেদের মধ্যে বিতর্কে জড়িয়ে পড়েছেন।
এই অভিজ্ঞতা আছে অল্পবিস্তর সবারই ! অ্যাপ মারফত ক্যাব বুক করলে ড্রপ-অফ লোকেশনের বাইরে অনেক চালকই যেতে চান না। কিন্তু, যে ভিডিওটি ভাইরাল হয়েছে যাত্রীর তর্জা এবং ব্যবহারের কারণে, তেমনটা বড় একটা হয় না।
ভিডিওতে দেখা যাচ্ছে যে একজন ক্যাব-চালক এবং একজন মহিলা যাত্রীর মধ্যে ড্রপ-অফ পয়েন্ট নিয়ে তীব্র তর্ক শুরু হয়ে গিয়েছে। মহিলা টাকা না দিয়ে চলে যাওয়ার হুমকি দিচ্ছেন, কিন্তু চালক নিজের সিদ্ধান্তে অনড়, তিনি জোর দিয়ে বলছেন যে অ্যাপ-নির্দিষ্ট অবস্থানের বাইরে যাবেন না।
advertisement
advertisement
গাড়ির ড্যাশক্যামে উঠেআসা এই তর্কাতর্কির দৃশ্য পরে অনলাইনে শেয়ার করা হয়েছে, দেখতে দেখতে ভিডিওটি দ্রুত ভাইরালও হয়েছে এবং কে দোষী তা নিয়ে সোশ্যাল মিডিয়া ইউজাররা নিজেদের মধ্যে বিতর্কে জড়িয়ে পড়েছেন।
ড্রপ-অফ পয়েন্ট নিয়ে বিরোধের X সোশ্যাল মিডিয়াতে শেয়ার করা এই ভিডিওটিতে দেখা যাচ্ছে যে চালক অ্যাপ-নির্দিষ্ট ড্রপ-অফের বাইরে যেতে অস্বীকৃতি জানাচ্ছেন। মহিলা যাত্রী তখন বলছেন, ‘‘তাহলে আমিও টাকা না দিয়ে বেরিয়ে যাব।’’
advertisement
চালক উত্তর দিচ্ছেন, ‘‘আপনি টাকা না দিয়ে চলে যাবেন? ঠিক আছে, যান।’’
Not all women, but always women. pic.twitter.com/jf2GINptp0
— ShoneeKapoor (@ShoneeKapoor) September 21, 2025
তার পর মহিলা জিজ্ঞাসা করছেন যে চালক কেন তাঁকে ভিতরে নামিয়ে দিতে পারছেন না! এর উত্তরে ওই চালক বলছেন, “যখন এটাই ড্রপ-অফ লোকেশন, আমি কেন আপনাকে ভিতরে নামিয়ে দেব?” চালক এটাও বলছেন যে মহিলা চাইলে অভিযোগও করতে পারেন, কিন্তু নির্ধারিত পয়েন্ট অতিক্রম তিনি করবেন না।
advertisement
চালক কটাক্ষও করেছেন ভাড়া না দেওয়া নিয়ে! ‘‘আপনি টাকা না দিলেও আমার কোনও সমস্যা নেই। ১৩২ টাকা আমাকে ধনী করবে না এবং তা বাঁচানো আপনাকেও ধনী করবে না। এটি নিয়ে চিন্তা করবেন না।’’
advertisement
মহিলা এই জায়গায় এসে জোর দিয়ে বলেন যে অন্যান্য চালকরা সাধারণত যাত্রীদের ভিতরে নামিয়ে দেন। তিনি এমনকি এও বলেন, “কোন কুক্ষণে আমি তোর ক্যাব বুক করেছি কে জানে”! এই কথা শোনার পরেই বেশ ক্ষুব্ধ হয়ে ওঠেন ওই চালক।
সপাট জবাব তাঁর, “আমি আপনার টাকায় খাই না, দয়া করে নম্রভাবে কথা বলুন… আমি কি আপনার সঙ্গে তুইতোকারি করে কথা বলেছি? তাহলে আপনি কেন আমার সঙ্গে এরকম ভাবে কথা বলছেন? আপনি আমাকে অর্থ দিতে অস্বীকার করছেন। আমি আপনাকে এখানে নিয়ে এসেছি, তাই আপনি টাকা দেবেন। যদি টাকা দিতে না চান, তবে আপনি নেমে যেতে পারেন।”
advertisement
এই উত্তপ্ত কথোপকথনের রেশ সোশ্যাল মিডিয়া ইউজারদের মধ্যেও ছড়িয়েছে! কেউ দোষ দিচ্ছেন চালককে, বলছেন ম্যাপে সব সময়ে সঠিক লোকেশন দেখায় না, ড্রপ অফ পয়েন্ট খুব দূরে না হলে না যাওয়ার কোনও কারণ নেই! অনেকে আবার দোষ দিচ্ছেন যাত্রীর ঔদ্ধত্য এবং তুইতোকারি করে কথা বলাকে!
view commentsLocation :
Kolkata,West Bengal
First Published :
September 23, 2025 11:56 AM IST
বাংলা খবর/ খবর/পাঁচমিশালি/
ক্যাব-চালক ড্রপ অফ লোকেশনের বাইরে যেতে নারাজ, মহিলা যা কাণ্ড করলেন, যা কথা শোনালেন ! ভিডিও দেখে ভড়কে গেল নেটদুনিয়া