Digha: চেনা দিঘাকে আর চিনতে পারবেন না! যা নিয়ম হল, এবার থেকে যেন একদম নতুন রূপ
- Published by:Suman Biswas
- news18 bangla
- Reported by:SAIKAT SHEE
Last Updated:
Digha: কঠোর হাতে নিয়ন্ত্রিত হবে, দিঘার যানজট নিয়ন্ত্রণে উদ্যোগী প্রশাসন।
দিঘা: শীতকালীন পর্যটন মরশুমে দিঘায় যানজট এড়াতে বিশেষ পদক্ষেপ প্রশাসনের। পূর্ব মেদিনীপুর তথা রাজ্যের অন্যতম জনপ্রিয় সমুদ্র সৈকত পর্যটন কেন্দ্র দিঘা। উইকেন্ড কিংবা ছুটির দিনগুলিতে দীঘায় উপচে পড়া পর্যটকদের ভিড়। পর্যটকদের ভিড়ের সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে টোটো অটো সহ নানান ধরনের যানবাহনের সংখ্যা। ফলে দিঘার রাস্তায় যানজটের সমস্যা। আর এই সমস্যায় নাজেহাল দিঘায় আসা পর্যটক স্থানীয় বাসিন্দা থেকে পুলিশ প্রশাসন। পর্যটন মরশুমে কঠোর হাতে নিয়ন্ত্রিত হবে দিঘার যানজট।
একদিকে জগন্নাথ মন্দির অন্যদিকে মেরিন ড্রাইভ নানান উন্নয়নমূলক কর্মকাণ্ডের ছোঁয়ায় দিঘার ব্র্যান্ড ভ্যালু এখন আন্তর্জাতিক মানের। ইয়াস পরবর্তী সময়ে দিঘার পর্যটন কেন্দ্রে পর্যটকের আনাগোনা বহুল পরিমাণ বেড়েছে। প্রতি শনি রবিবার সমুদ্র সৈকতে উপচে পড়া পর্যটক এর ভিড়। ছুটির দিনগুলিতে তিল ধরনের স্থান থাকে না দিঘা সমুদ্র সৈকতে। পর্যটকের আনাগোনায় দিঘায় বেড়েছে গাড়ির সংখ্যা। একদিকে পর্যটকদের গাড়ি অন্যদিকে দিঘায় টোটো অটো ছোট গাড়ির দৌরাত্ম্য! এবার সৈকত শহরে নিয়ন্ত্রণ ও পার্কিং নিয়ে কড়া পদক্ষেপ নিতে চলেছে দিঘা-শঙ্করপুর উন্নয়ন সংস্থা।
advertisement
advertisement
উল্লেখ্য, দিঘার রাস্তায় পর্যটকদের প্রচুর প্রাইভেট গাড়ি যেমন চলাচল করে, তেমনি রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে আসা অসংখ্য সরকারি- বেসরকারি বাসও চলে। তার সঙ্গে অগুনতি টোটো আর অটো – রাস্তায় নামে। এর ফলে ওল্ড দিঘা ও নিউ দিঘার রাস্তায় যানজট সমস্যা একটি রোজকার ঘটনা হয়ে দাঁড়িয়েছে। সঙ্গে যন্ত্রণা বাড়ায় যত্রতত্র বাইক, অটো, টোটো, প্রাইভেট গাড়ির পার্কিং। যানজট কাটতেই সময় লেগে যায়। এর ফলে সমস্যায় পড়তে হয় দিঘায় আসার পর্যটকদের পাশাপাশি স্থানীয় সাধারণ মানুষদের। যানজট এড়াতে কয়েক বছর আগে দিঘায় বাইপাস রাস্তা তৈরি হয়েছে। দিঘা হেলিপ্যাড ময়দানের কাছে পার্কিং জোন গড়ে তোলা হয়েছে। কিন্তু তা সত্ত্বেও যানজট নিয়ন্ত্রণে আসছে না তাই এবার কঠোর ব্যবস্থা নিতে চলেছে প্রশাসন।
advertisement
আরও খবর পড়তে ফলো করুন
এবার থেকে রাস্তার উপর বাইক, টোটো, অটো কিংবা অন্যান্য গাড়ি পার্কিং করা যাবে না। একইসঙ্গে রাস্তার উপর কোনও ইমারতি সামগ্রী ফেলে রাখা যাবে না। নিষেধাজ্ঞা জারি করেছে দিঘা শংকরপুর উন্নয়ন পর্ষদ। নিষেধাজ্ঞা না মানলে নির্মাণ সামগ্রী বাজেয়াপ্ত করা হবে। এমনকি জরিমানা করা হবে বলেও জানানো হয়েছে। সম্প্রতি উন্নয়ন সংস্থার পক্ষ থেকে মাইকিং করে এবিষয়েও নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। এ বিষয়ে দিঘা শংকরপুর উন্নয়ন পর্ষদের আধিকারিক জানান, “যানজটমুক্ত এবং পরিচ্ছন্ন দিঘা গড়ে তুলতে বদ্ধপরিকর। সকলকে সচেতন করতে প্রাথমিকভাবে মাইকিং করা হয়েছে। নিষেধাজ্ঞা না মানলে কড়া পদক্ষেপ করা হবে।”
advertisement
Saikat Shee
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
November 26, 2023 8:19 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Digha: চেনা দিঘাকে আর চিনতে পারবেন না! যা নিয়ম হল, এবার থেকে যেন একদম নতুন রূপ