Digha News: শীতের দিঘায় বাড়তি রোমাঞ্চ! সমুদ্রস্নান নয়, মোহনায় ছিপ হাতে মাছ ধরছেন পর্যটকরা!

Last Updated:

Digha News: শীতের দিঘা ভ্রমণে সমুদ্রস্নানের পাশাপাশি মোহনায় ছিপ হাতে মাছ ধরা এখন পর্যটকদের নতুন আকর্ষণ। এই সময় ভেটকি, টেংরা-সহ বড় সামুদ্রিক মাছ ওঠার সম্ভাবনা থাকায় অনেকেই ঘণ্টার পর ঘণ্টা মাছ ধরার রোমাঞ্চ উপভোগ করছেন।

+
দিঘা

দিঘা মোহনায় ছিপ হাতে পর্যটকরা

দিঘা, মদন মাইতি: শীত পড়তেই দিঘায় পর্যটকদের ভিড় বাড়তে শুরু করেছে। সমুদ্রস্নান ও বিচে সময় কাটানোর পাশাপাশি এবার দিঘা মোহনায় দেখা যাচ্ছে এক নতুন ছবি। সকাল-বিকেল দেখা যাচ্ছে বহু পর্যটককে ছিপ হাতে দাঁড়িয়ে মাছ ধরতে। সমুদ্রের নোনাজলের হাওয়া আর ঢেউয়ের শব্দের মাঝে মাছ ধরার প্রতীক্ষায় অনেকেই ঘণ্টার পর ঘণ্টা মোহনাতেই কাটাচ্ছেন। স্থানীয়দের দাবি, শীতকালে দিঘা সফরে আসা পর্যটকদের জন্য মাছ ধরা এখন আর শখ নয়, এক ধরনের বিশেষ রোমাঞ্চে পরিণত হয়েছে।
দিঘা মোহনায় বিভিন্ন প্রজাতির সামুদ্রিক মাছ ওঠার সম্ভাবনাই পর্যটকদের আকর্ষণ বাড়াচ্ছে। এখানে ভেটকি, সামুদ্রিক টেংরা, চাঁদা সহ নানান প্রজাতির সামুদ্রিক মাছ মাঝেমধ্যেই ধরা পড়ছে। শীতকালে ভেটকি মাছ কিছুটা উপকূলের দিকে সরে আসে, ফলে এই সময় ছিপে বড় মাছ ওঠার সম্ভাবনাও বেশি। অনেক পর্যটকই স্থানীয় দোকান থেকে ছিপ, সুতো-টোপ কিনে নিয়ে সকাল থেকে বিকেল পর্যন্ত মাছ ধরার অভিজ্ঞতা উপভোগ করছেন। মোহনায় কখনও কখনও আবার ৮ থেকে ১০ কেজির ওপর ভেটকি ধরা পড়েছে ছিপে, যা পর্যটকদের উৎসাহ আরও বাড়াচ্ছে।
advertisement
আরও পড়ুন: চালে থাকা হালকা দানাগুলো ‘প্লাস্টিকের চাল’ ভেবে ভুল করবেন না, এই চালের পুষ্টিগুণ জানলে অবাক হবেন, যা বলছেন বিশেষজ্ঞ
এক পর্যটক শিবম শী বলেন, “দিঘায় প্রায় প্রতি বছরই আসি। কিন্তু এ বার ছিপ হাতে মাছ ধরার অভিজ্ঞতা একটু অন্য রকম। মাছ উঠুক বা না উঠুক, সমুদ্রের হাওয়া আর অপেক্ষার সেই মুহূর্তটাই আলাদা আনন্দ দেয়। তবে আজ ভাগ্য ভালো, দু’টো ভেটকি উঠেছে। নিজের হাতে ধরা মাছের অনুভূতি সত্যিই অন্যরকম।”
advertisement
advertisement
আরও পড়ুন: শীতের শুরুতেই দিঘায় জমজমাট ক্রিকেট ফেস্টিভ্যাল, পর্যটকরাও থমকে দেখছেন টানটান খেলা
স্থানীয়দের দাবি, দিঘা মোহনায় মৎস্য শিকার এখন নতুন পর্যটন আকর্ষণ হিসেবে উঠে আসছে। এতে পর্যটকের সংখ্যা যেমন বাড়ছে, তেমনই ব্যবসার ক্ষেত্রেও বাড়তি জোয়ার এসেছে। দোকানগুলিতে এখন সহজেই ছিপ থেকে টোপ—সব ধরনের সরঞ্জাম ভাড়া পাওয়া যাচ্ছে। তবে প্রশাসনও সতর্ক, মাছ ধরার সময় জোয়ার-ভাটার দিকে নজর রাখা জরুরি। কোন অপ্রীতিকর ঘটনা ঘটাতে প্রশাসনে যথেষ্ট সতর্ক। সব মিলিয়ে শীতের দিঘা ভ্রমণে মোহনায় মাছ ধরা পর্যটকদের এক নতুন আকর্ষণ হয়ে উঠেছে।
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Digha News: শীতের দিঘায় বাড়তি রোমাঞ্চ! সমুদ্রস্নান নয়, মোহনায় ছিপ হাতে মাছ ধরছেন পর্যটকরা!
Next Article
advertisement
Amartya Sen Hearing Notice: মায়ের সঙ্গে বয়সের ব্যবধান ১৫ বছরের কম! অমর্ত্য সেনের শান্তিনিকেতনের বাড়িতে গেল কমিশনের নোটিস
মায়ের সঙ্গে বয়সের ব্যবধান ১৫ বছরের কম! অমর্ত্য সেনের বাড়িতে নোটিস দিয়ে এল কমিশন
  • অমর্ত্য সেনের বাড়িতে নির্বাচন কমিশনের দল৷

  • এসআইআর শুনানিতে হাজিরা দিতে নোটিস৷

  • অমর্ত্য সেনকে শুনানিতে ডাক, গতকালই দাবি করেন অভিষেক বন্দ্যোপাধ্যায়৷

VIEW MORE
advertisement
advertisement