Digha Jagannatha Rath yatra: আজ নেত্র উৎসব...খুলে গেল মন্দিরের গর্ভগৃহের দরজা, সকাল থেকেই ভিড় দিঘায়!
- Published by:Satabdi Adhikary
- Reported by:ABIR GHOSHAL
Last Updated:
সাধারণত, দেবস্নান যাত্রার পর ১৫ দিনের জন্য জগন্নাথ, বলভদ্র এবং শুভদ্রাকে একটি নির্দিষ্ট স্থানে রাখা হয়, যাকে অনসরা বলা হয়। এই সময়ের মধ্যে, তাঁদের নতুন চোখ আঁকা হয় এবং নবযৌবনের রূপে সাজানো হয়। এই উৎসবের পরেই রথযাত্রা শুরু হয়।
দিঘা: বৃহস্পতিবার সকাল ছ’টায় খুলে দেওয়া হল জগন্নাথ মন্দিরের দরজা। স্নান যাত্রার পরে উপাচার অনুযায়ী বন্ধ রাখা হয় মন্দিরের গর্ভগৃহ। সেই গর্ভগৃহের দরজা বৃহস্পতিবার সকালে খুলে দেওয়া হল। ইসকনের ভাইস প্রেসিডেন্ট রাধারমণ দাস জানিয়েছেন, ১৫ দিন পরে খুলে দেওয়া হয়েছে গর্ভগৃহ। আজ থেকে সকলে দেবের পুনরায় দর্শন পাবেন। সকাল থেকেই বিশেষ পুজোর মাধ্যমে শুরু হয়ে গেছে দর্শন। এদিন মন্দিরে নেত্র উৎসব পালন করা হবে বলে জানা গিয়েছে।
কী হবে এই নেত্র উৎসবে? জগন্নাথ দেবের নেত্র উৎসব, যা নবযৌবন দর্শন নামেও পরিচিত, রথযাত্রার আগে অনুষ্ঠিত হয়। এই উৎসবে, জগন্নাথ, বলভদ্র এবং শুভদ্রার নতুন চোখ আঁকা হয় এবং তাদের নবযৌবনের রূপে সাজানো হয়। এই দিনে ভক্তরা বিশেষভাবে জগন্নাথ দেবের দর্শন লাভ করেন।
সাধারণত, দেবস্নান যাত্রার পর ১৫ দিনের জন্য জগন্নাথ, বলভদ্র এবং শুভদ্রাকে একটি নির্দিষ্ট স্থানে রাখা হয়, যাকে অনসরা বলা হয়। এই সময়ের মধ্যে, তাঁদের নতুন চোখ আঁকা হয় এবং নবযৌবনের রূপে সাজানো হয়। এই উৎসবের পরেই রথযাত্রা শুরু হয়।
advertisement
advertisement
জগন্নাথ দেবের নবযৌবন: এই উৎসবে, দেবতারা তাঁদের পুরনো রূপ ত্যাগ করে নতুন রূপে আসেন, যা তাঁদের যৌবনের প্রতীক। ভক্তদের জন্য বিশেষ দর্শন: এই সময় ভক্তরা বিশেষভাবে জগন্নাথ দেবের দর্শন লাভ করেন এবং তাঁদের আশীর্বাদ প্রার্থনা করেন। রথযাত্রার প্রস্তুতি: নেত্র উৎসব রথযাত্রার একটি গুরুত্বপূর্ণ অংশ, যা দেবতাকে রথযাত্রার জন্য প্রস্তুত করে তোলে।রথযাত্রার আগের দিনটি নেত্রোৎসব হয়।
advertisement
আরও পড়ুন: তৈরি হল ইতিহাস..৪০ বছর পর! মহাকাশে ভারতীয়…শুভাংশ শুক্লার হাত ধরে উড়ান Axiom-4 Mission-এর
এই আচারের সময়, দেবতাদের চোখ নতুন করে আঁকা হয়, যা তাদের নতুন জীবন এবং যাত্রার জন্য প্রস্তুতির প্রতীক। এই অনুষ্ঠানটি দেবতাদের জাগরণকে নির্দেশ করে এবং ভক্তদের আত্মাকে পুনরুজ্জীবিত করে।
ইসকনের ভাইস প্রেসিডেন্ট রাধারমণ দাস জানিয়েছেন, আজ রাতেই তিন রথকে মন্দিরের সামনে এনে রাখা হবে। আগামিকাল সেখানেই নিয়ে আসা হবে বিগ্রহকে। তারপর শুরু হবে রথের রশিতে টান।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
West Bengal
First Published :
June 26, 2025 9:38 AM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Digha Jagannatha Rath yatra: আজ নেত্র উৎসব...খুলে গেল মন্দিরের গর্ভগৃহের দরজা, সকাল থেকেই ভিড় দিঘায়!