Digha Hotels: দিঘার হোটেলে সরকারি দফতরের 'রেইড'! পুজোর আগে বিরাট কাণ্ড সৈকত শহরে, যা ঘটল...
- Published by:Suman Biswas
- news18 bangla
Last Updated:
Digha Hotels: পুজোর মরশুমে সৈকত শহর দিঘায় প্রচুর পর্যটকের সমাগম ঘটে। পর্যটকদের স্বাস্থ্য বৃদ্ধি মেনে খাবার যাতে পরিবেশন হয়, সেই সমস্ত দিক খতিয়ে দেখলেন খাদ্য আধিকারিকেরা।
পঙ্কজ দাশ রথী, দিঘা: দিঘার হোটেল গুলোতে আচমকা খাদ্য দফতরের হানা। পূর্ব মেদিনীপুর জেলার সৈকত শহর দিঘার হোটেলগুলিতে আচমকাই হানা দিলেন নন্দীগ্রাম স্বাস্থ্য জেলার খাদ্য আধিকারিকরা। মূলত খাবারের গুণগত মান খতিয়ে দেখতেই হানা।
পুজোর মরশুমে সৈকত শহর দিঘায় প্রচুর পর্যটকের সমাগম ঘটে। পর্যটকদের স্বাস্থ্য বৃদ্ধি মেনে খাবার যাতে পরিবেশন হয়, সেই সমস্ত দিক খতিয়ে দেখলেন খাদ্য আধিকারিকেরা। ওল্ড দিঘা ও নিউ দিঘার হোটেল গুলোতে বৃহস্পতিবার বেলার দিকে এই অভিযান চলে।
advertisement
আরও পড়ুন: খাদ্যমন্ত্রী রথীনের বাড়ি থেকে কী এমন পেল ইডি, তড়িঘড়ি ছুটলেন ইডি অফিসাররা! আরও বাহিনী মোতায়েন
advertisement
নন্দীগ্রাম স্বাস্থ্য জেলার খাদ্য আধিকারিক রনিতা সরকার বলেন, এই অভিযান আচমকা নয়, প্রায়শই সৈকত শহরে অভিযান চালানো হয় খাবারের গুণগতমান পরীক্ষা করার জন্য। সারা বছরই প্রচুর সংখ্যক মানুষ দিঘায় বেড়াতে আসেন। সেই কারণেই পর্যটকদের স্বাস্থ্যবিধি মেনে খাবার যাতে দেওয়া হয়, সেই সমস্ত দিকে নজরদারি চালানো হয় খাদ্য দফতরের তরফে।
advertisement
বেশকিছু দোকানের অনিয়ম ধরা পড়ে, তাদের সতর্ক করা হয়। জিনিসপত্র বিক্রয়ের ক্ষেত্রে প্রিন্ট রেট থেকে যাতে বেশি না নেওয়া হয়, সেই সম্পর্কে সচেতন করা হয় ব্যবসায়ীদের।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
October 05, 2023 6:43 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Digha Hotels: দিঘার হোটেলে সরকারি দফতরের 'রেইড'! পুজোর আগে বিরাট কাণ্ড সৈকত শহরে, যা ঘটল...