ছোট্ট সমাপ্তির বড় জয়! যোগাসনে সোনা জিতে উজ্জ্বল দিঘার নাম
- Published by:Nayan Ghosh
- hyperlocal
- Reported by:Madan Maity
Last Updated:
কেরালার কোচির মঞ্চে দিঘার এই ক্ষুদে কন্যার সোনা জয়। একই প্রতিযোগিতায় ব্রোঞ্জ জিতেছে দিঘার রিয়া মাইতি।
দিঘা, মদন মাইতি: সমুদ্রের শহর দিঘা এবার উচ্ছ্বাসে মেতে উঠেছে এক ছোট্ট কন্যার সাফল্যে। দিঘার ভগীব্রহ্মপুর প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণীর ছাত্রী সমাপ্তি জানা। যোগাসনে জাতীয় প্রতিযোগিতায় সোনা জিতে লিখে ফেলেছে গর্বের ইতিহাস। সম্প্রতি কেরালার কোচির মঞ্চে দিঘার এই ক্ষুদে কন্যা যখন ভারতের পতাকা উঁচিয়ে ধরল, তখন উজ্জ্বল হয়ে উঠল গোটা পূর্ব মেদিনীপুর।
একই প্রতিযোগিতায় ব্রোঞ্জ জিতেছে দিঘার রিয়া মাইতি। এখন সমাপ্তির চোখে একটাই স্বপ্ন, আগামী অক্টোবরে মালয়েশিয়ায় বিশ্বজয় করে সোনা জিতে ভারতকে গর্বিত করা। পূর্ব মেদিনীপুর জেলার দিঘার ভগীব্রহ্মপুর প্রাথমিক বিদ্যালয়ের ছাত্রী সমাপ্তি জানা। ছোটবেলা থেকেই যোগাসনের প্রতি তার অদম্য আগ্রহ। শুরুর দিকে সে উৎসাহ পেয়েছে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকাদের কাছ থেকে ।
আরও পড়ুন : সংসারে অভাব, পেটে ভাত ছিল না! বান্ধবীর এক কথাতেই বদলে গেল সরস্বতীর জীবন
সেই উৎসাহকে সম্বল করে কঠোর অনুশীলনের মধ্য দিয়ে সে নিজেকে ধীরে ধীরে তৈরি করে। তার এই পরিশ্রম অবশেষে সাফল্য এনে দিয়েছে গোটা রাজ্যকে। সম্প্রতি কেরালার কোচিতে আয়োজিত জাতীয় পর্যায়ের যোগাসন প্রতিযোগিতায় অংশ নিয়ে সমাপ্তি সবাইকে ছাপিয়ে প্রথম স্থান অধিকার করে। তার সঙ্গে একই প্রতিযোগিতায় ব্রোঞ্জ পদক পেয়েছে দিঘার অন্য প্রতিযোগী রিয়া মাইতি। দুই মেয়ের এই সাফল্যে গর্বিত তাদের পরিবার, বিদ্যালয় এবং গোটা এলাকার মানুষ।
advertisement
advertisement
আরও পড়ুন : হেতমপুরের রাজার সভাকবি ছিলেন, ছিল বিশাল সম্পত্তি! সাধক কবির বাড়ি আজ মিউজিয়াম, টুক করে ঘুরে আসুন
সমাপ্তির এই সাফল্যে তার পরিবার, সহপাঠী সহ এলাকার মানুষজন দিঘা জগন্নাথ মন্দিরের সামনে তাকে সংবর্ধনা জানায়। মিষ্টি মুখ করিয়ে তাকে আরও উৎসাহিত করে। সবার প্রত্যাশা, ভারতের হয়ে এবার সে বিশ্ব মঞ্চেও নিজের শ্রেষ্ঠত্ব প্রমাণ করবে। আগামী অক্টোবর মাসে মালয়েশিয়ায় অনুষ্ঠিত হতে চলা আন্তর্জাতিক যোগাসন প্রতিযোগিতায় সমাপ্তি ভারতের প্রতিনিধিত্ব করবে। তার লক্ষ্য এবার বিশ্ব দরবারে ভারতকে জয়ী করা।
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
ছোট্ট বয়সে সমাপ্তির এই সাফল্য শুধু তার একার নয়, এটি তার শিক্ষক, পরিবার এবং দিঘার সাফল্য। সমাপ্তি প্রমাণ করে দিয়েছে, প্রতিভা কোনও ভৌগোলিক সীমানার মধ্যে আবদ্ধ নয়। এখন তার লক্ষ্য বিশ্বসেরা হওয়া। আর এই স্বপ্ন পূরণে সে তার সবটুকু দিয়ে লড়াই করছে। স্থানীয়দের আশা, এই যাত্রায় সে সফল হবে এবং দেশের জন্য আরও বড় সম্মান নিয়ে আসবে। তার এই বিজয়যাত্রা প্রমাণ করে, সঠিক উৎসাহ আর কঠোর পরিশ্রম থাকলে যেকোনও স্বপ্নকে বাস্তবে পরিণত করা সম্ভব।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
First Published :
August 20, 2025 6:28 PM IST