Digha Coffee House: কফি হাউসের সেই আড্ডাটা এবার জমবে দিঘার সমুদ্রের ধারে! দিঘায় খুলছে কফি হাউস!
- Reported by:SAIKAT SHEE
- hyperlocal
- Published by:Piya Banerjee
Last Updated:
Digha Coffee House: এবার দিঘা আরও মজাদার! কলকাতার কফি হাউস এবার দিঘায়! জানুন
দিঘা: কফি হাউসের আড্ডা এবার দিঘার সমুদ্র পাড়ে। কালজয়ী বাংলা গান ‘কফি হাউসের সেই আড্ডাটা আজ আর নেই।’ মান্না দের কণ্ঠে এই গান শোনেনি এমন বাঙালি খুঁজে পাওয়া দুঃষ্কর। এই গানে চিত্রায়িত হয়েছে যৌবনের উচ্ছ্বাস ধীরে ধীরে কিভাবে হারিয়ে গিয়েছে। কফি হাউস তারুণ্যের উচ্ছ্বাস। সময়ের সঙ্গে সঙ্গে অনেক কিছুর বদল ঘটলেও কফি হাউস যেন চিরন্তন। এবার সেই কফি হাউস দিঘায় শুরু হতে চলেছে। ইন্ডিয়ান কফি হাউসের একটি শাখা খুলছে দিঘায়।
কলকাতার কফি হাউস বাংলা ও বাঙালির নস্টালজিয়া। কবি সাহিত্যিক থেকে চিত্রশিল্পী আবার অফিস ফেরত কর্মচারীরাও কফির পেয়ালায় বন্ধু বা কলিগদের সঙ্গে আড্ডায় ডুব দেয়। দিঘায় বেড়াতে এসেও বহু পর্যটক ঘোরাঘুরির পাশাপাশি আড্ডা দিতে ভালবাসেন। সেইসব পর্যটকদের কাছে সেদিন আর খুব দূরে নয়। সমুদ্র পাড়ে এবার জমে উঠবে বন্ধু বা পরিবারের সঙ্গে কফির বা চায়ের আড্ডা। দিঘা শঙ্করপুর উন্নয়ন পর্ষদের জাহাজ বাড়িতেই শুরু হতে চলেছে কলকাতা কলেজ স্ট্রিটের কফি হাউসের একটি শাখা।
advertisement
আরও পড়ুন: চোখে পেরেক ঢুকিয়ে অন্ধ করে দেওয়া হয়! সেই সবিতার গলাই শোনা যায় হাওড়া স্টেশনে! পথ বলে দেন যাত্রীদের!
advertisement
প্রসঙ্গত শেষবার দিঘা এসে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দিঘায় কফি হাউস তৈরির কথা বলেছিলেন। কফি হাউস গড়া যায় কিনা সেই মত নির্দেশও দিয়েছিলেন আধিকারিকদের। দুর্গাপুজোর ষষ্ঠীর দিন দিঘায় কফি হাউসের উদ্বোধন হবে। বাঙালির চায়ের থেকে আড্ডা ছাড়া দিন শুরু হয় না। বেড়াতে গেলেও ঘোরার পাশাপাশি আড্ডা দিতে ভালবাসে। এবার থেকে দিঘায় এলে আর আড্ডা না দেওয়ার জন্য হতাশা নয়, কফি হাউসে এসে বন্ধুবান্ধব আর পরিবারের সদস্যদের নিয়ে জমিয়ে আড্ডা ডুব দেওয়া যাবে সহজেই। কফি হাউস দিঘায় পর্যটকদের আরও বেশি আকর্ষিত করবে।
advertisement
আরও পড়ুন: কী কাণ্ড! সাইকেল চালাতে হলেও লাগবে লাইসেন্স! না হলেই কড়া শাস্তি! কোথায় চালু এই নিয়ম? জানুন
দিঘায় জগন্নাথ মন্দির থেকে মেরিন ড্রাইভ। অন্যদিকে সমুদ্র বিলাসের জন্য প্রমোদ তরী, মিলিয়ে দিঘা এখন আন্তর্জাতিক মানের পর্যটনকেন্দ্র। সেই দিঘায় এবার সমুদ্রস্নানের পাশাপাশি সমুদ্র পাড়ে গরম কফি বা চায়ের আড্ডা জমে উঠবে পরিবার বা বন্ধুদের নিয়ে। এমনিতেই আড্ডাবাজ হিসেবে বাঙালির খ্যাতি আছে। দিঘা বেড়াতে এসে আড্ডা মিস আর না। কফি হাউসের সেই আড্ডা বসবে এবার দিঘায়।
advertisement
Saikat Shee
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
Oct 19, 2023 7:37 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Digha Coffee House: কফি হাউসের সেই আড্ডাটা এবার জমবে দিঘার সমুদ্রের ধারে! দিঘায় খুলছে কফি হাউস!







