Digha: দিঘা যাওয়ার পথে শুধুই রক্তের স্রোত, সব আনন্দ শেষ হয়ে গেল পরপর মৃত্যুতে!
- Published by:Suman Biswas
- news18 bangla
- Reported by:SAIKAT SHEE
Last Updated:
Digha: একটি ছোট গাড়িতে করে দিঘা থেকে বাড়ির পথে ফিরছিল চারজন পর্যটক।
কাঁথি: আবারও বড় পথ দুর্ঘটনা সাক্ষী থাকল পূর্ব মেদিনীপুর জেলার দিঘা নন্দকুমার জাতীয় সড়ক। এই দুর্ঘটনায় তিন জনের মৃত্যু হয়েছে। আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি একজন। জানা যায় ১ নভেম্বর বুধবার দুপুরের পর দুর্ঘটনাটি ঘটে। ঘটনায় মৃত্যু হয়েছে দিঘা থেকে বাড়ির পথে ফেরার সময় তিন পর্যটকের। দ্রুতগতিতে থাকা একটি প্রাইভেট কার নিয়ন নিয়ন্ত্রণ হারিয়ে উল্টো দিক থেকে আসা যাত্রীবাহী বাসে সজরে ধাক্কা মারে। প্রাইভেটকারটি দিঘা থেকে ফিরছিল।
একটি ছোট গাড়িতে করে দিঘা থেকে বাড়ির পথে ফিরছিল চারজন পর্যটক। কাঁথির মেছাদা বাইপাস এর কাছে দুর্ঘটনার কবলে পড়ে তাদের গাড়ি।স্থানীয় দোকানদার ও প্রত্যক্ষদর্শীদের কথায় ওই ছোট গাড়িটি দ্রুতগতিতে একটি গাড়িকে ওভারটেক করার পর নিয়ন্ত্রণ হারিয়ে উল্টো দিক থেকে আসা যাত্রীবাহী বাসে সজোরে ধাক্কা মারে। ছোট গাড়িটি বাসের সামনে ঢুকে যায়।
advertisement
ঘটনাটি ঘটে এদিন দুপুরের পর। স্থানীয় দোকানদার ও পথ চলতি মানুষেরা ছোট গাড়ির পেছনে থাকা দুজনকে আশংকাজনক অবস্থায় উদ্ধার করে এবং হাসপাতালে পাঠায়। হাসপাতালে যাওয়ার পথেই একজনের মৃত্যু হয়। অন্যদিকে গাড়িটি বাসের সামনে ঢুকে যাওয়ায় ছোট গাড়ির চালক ও সামনের সিটে বসে থাকা এক ব্যক্তির ঘটনাস্থলেই মৃত্যু হয়।
advertisement
advertisement
ছোট গাড়িটিকে ক্রেনের সাহায্যে বাসের সামনে থেকে বের করা হয়। পুলিশ ওই দুটি মৃতদেহ উদ্ধার করে। এর ফলে দীর্ঘক্ষণ অবরুদ্ধ হয় দিঘা যাওয়ার ১১৬ বি জাতীয় সড়ক। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ মেছোদা বাইপাস জুড়ে। বাইপাসের ফুটপাত দখল করে চলছে ইট বালির ব্যবসা যার ফলে এই সমস্ত মালপত্র পড়ে থাকার ফলে জাতীয় সড়ক অবরুদ্ধ হচ্ছে। আর প্রায়শই দুর্ঘটনা ঘটছে।
advertisement
এই দুর্ঘটনায় মৃতদের এখন নাম ও পরিচয় উদ্ধার করতে পারেনি কাঁথি থানার পুলিশ। প্রসঙ্গত পূর্ব মেদিনীপুর জেলা পুলিশের ট্রাফিক বিভাগ জেলার বিভিন্ন রাজ্য সড়ক ও জাতীয় সড়ক গুলিতে দুর্ঘটনা এড়াতে একাধিক পদক্ষেপ গ্রহণ করেছে। তারপরও নানান সময় পথ দুর্ঘটনা ঘটছে এবং দুর্ঘটনায় প্রাণও বলি হচ্ছে। এদিন এ রকমই একটি পথ দুর্ঘটনায় প্রাণ হারাল তিনজন।
advertisement
—– Saikat Shee
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
November 01, 2023 5:18 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Digha: দিঘা যাওয়ার পথে শুধুই রক্তের স্রোত, সব আনন্দ শেষ হয়ে গেল পরপর মৃত্যুতে!