Digha Bus Train: বীরভূম থেকে দিঘা যেতে আর চিন্তা নেই, ট্রেন-বাসে দুরন্ত সুযোগ! আর নয় ভোগান্তি
- Published by:Suman Biswas
- news18 bangla
Last Updated:
Digha Bus Train: বীরভূম থেকে যারা দিঘা যেতে চান তাদের জন্য সুখবর দিল দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন নিগম।
সিউড়ি: দুদিন ছুটি পেলেই দিঘা যাওয়া বাঙালির যেন কর্তব্যের মধ্যেই পড়ে। সেই সূত্রেই বীরভূমের সিউড়ি অথবা অন্যান্য এলাকা থেকে ট্রেনে চড়ে দিঘা যাওয়ার জন্য পর্যটকদের সচরাচর প্রথমে হাওড়া যেতে হত এবং সেখান থেকে ট্রেন ধরে দিঘা পৌঁছতে হত। কিন্তু এবার আর এইভাবে সিউড়ি থেকে দিঘা যাওয়ার প্রয়োজন নেই। কারণ এক ট্রেনেই দ্রুত এবার পৌঁছে যাওয়া যাবে দিঘা। নেপথ্যে ভারতীয় রেল।
সম্প্রতি রেলের তরফ থেকে রাজ্যের বিভিন্ন স্টেশনে দূরপাল্লার ট্রেনের স্টপেজ বৃদ্ধি করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আর সেই সিদ্ধান্ত অনুযায়ী এবার ১৩৪১৭/১৩৪১৮ দিঘা মালদা টাউন এক্সপ্রেস স্টপেজ দেবে সিউড়ি রেল স্টেশনে। রেলের তরফ থেকে ২৫ সেপ্টেম্বর এই বিষয়ে বিজ্ঞপ্তি জারি করা হয়েছিল। সিউড়ি স্টেশনে দিঘা মালদা এক্সপ্রেস ট্রেনটি ছাড়াও স্টপেজ দেবে ১৩৪০৩/১৩৪০৪ রাঁচি ভাগলপুর বনাঞ্চল এক্সপ্রেস।
advertisement
advertisement
কোন সময় ট্রেনটি আসবে সিউড়িতে? ১৩৪১৭ দিঘা মালদা টাউন এক্সপ্রেস ট্রেনটি প্রতি সপ্তাহের বৃহস্পতিবার রাত ১১:৫৫ মিনিটে দিঘা স্টেশন থেকে ছাড়ে এবং পরদিন অর্থাৎ শুক্রবার দুপুর ২:৩০ মিনিটে মালদা টাউন স্টেশন পৌঁছায়। ১৩৪১৮ মালদা টাউন দিঘা এক্সপ্রেস ট্রেনটি প্রতি সপ্তাহের বৃহস্পতিবার সকাল ৭:৪৫ মিনিটে মালদা স্টেশন থেকে ছাড়ে এবং দিঘা পৌঁছায় বৃহস্পতিবার রাত ১০:৩০ মিনিটে।
advertisement
এদিকে, এবার বীরভূম থেকে যারা দিঘা যেতে চান তাদের জন্য সুখবর দিল দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন নিগম (SBSTC)। আজ, ২ অক্টোবর থেকেই বোলপুর থেকে সোজা দিঘা বাস পরিষেবা শুরু হচ্ছে। স্থানীয় বাসিন্দাদের দীর্ঘদিনের দাবি মেনে জামবুনি বাসস্ট্যান্ড থেকে এই পরিষেবা রোজ পর্যটকদের দেওয়া হবে বলে জানা গিয়েছে।
advertisement
নতুন এই বাস পরিষেবায় আপাতত ৫৪ সিটের একটি নন এসি সরকারি বাস চালানোর সিদ্ধান্ত নিয়েছে এসবিএসটিসি। আগামী দিনে একটি এসি বাস চালানোর পরিকল্পনা রয়েছে সংস্থার। যেহেতু এই রুটে কোন সরকারি বাস ছিল না, তাই এমন সরকারি বাসের ঘোষণা হওয়ায় স্বাভাবিকভাবেই খুশির হাওয়া বইছে এলাকার স্থানীয় বাসিন্দাদের মধ্যে।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
October 02, 2023 2:05 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Digha Bus Train: বীরভূম থেকে দিঘা যেতে আর চিন্তা নেই, ট্রেন-বাসে দুরন্ত সুযোগ! আর নয় ভোগান্তি