Didir Doot: পড়ুয়াদের রিডিং পড়তে বলেছিলেন 'দিদির দূত', মন্ত্রীর কথা শুনেই হুড়োহুড়ি! তারপর যা হল...
- Written by:Saradindu Ghosh
- Published by:Suman Biswas
Last Updated:
Didir Doot: দিদির দূত হিসেবে কাটোয়ার চূড়পুনি উচ্চমাধ্যমিক বিদ্যালয়ে গিয়েছিলেন রাজ্যের গ্রন্থাগার মন্ত্রী সিদ্দিকুল্লা চৌধুরী। সেখানে ঘটল এক অন্য রকম ঘটনা।
বর্ধমান: দিদির দূত হয়ে এলাকায় গিয়ে মন্দিরে পুজো দেওয়ার পাশাপাশি এলাকার বাসিন্দাদের অভাব অভিযোগ শুনলেন নেতামন্ত্রীরা। তেমনই জন সংযোগের পাশাপাশি এলাকার স্কুলগুলিতে পড়াশোনার মান খতিয়ে দেখছেন, পড়ুয়াদের সঙ্গে গল্প করছেন রাজ্যের গ্রন্থাগার মন্ত্রী সিদ্দিকুল্লা চৌধুরী। তাদের চকোলেট উপহার দিচ্ছেন।
তেমনই দিদির দূত হিসেবে কাটোয়ার চূড়পুনি উচ্চমাধ্যমিক বিদ্যালয়ে গিয়েছিলেন রাজ্যের গ্রন্থাগার মন্ত্রী সিদ্দিকুল্লা চৌধুরী। সেখানে ঘটলো এক অন্য রকম ঘটনা। রাজ্য সরকার শিক্ষা খাতে প্রচুর টাকা ব্যয় করছে। কিন্তু তাতে কাজের কাজ কতটা হচ্ছে? মনের মধ্যে ঘুরতে থাকা সেই কৌতূহল কিছুটা মেটানোও ছিল স্কুলে যাওয়ার অন্যতম উদ্দেশ্য।
পড়ুয়ারা রিডিং পড়তে পারে তো? প্রধান শিক্ষকের কাছে এই প্রশ্নটা করেই ফেললেন গ্রন্থাগার মন্ত্রী সিদ্দিকুল্লা চৌধুরি। প্রধান শিক্ষক কৌতূহল মেটাতে মন্ত্রীকে নিয়ে যান পড়ুয়াদের মাঝে। পড়ুয়ারা মন্ত্রীর জিজ্ঞাসা জানার পরেই পাঠ্যবই থেকে মন্ত্রীকে রিডিং পড়ে শোনায়। বলা ভালো রিডিং পড়ার ধুম পড়ে যায়। খুশি হয় মন্ত্রী। পড়ুয়াদের চকোলেট খাওয়াতে বলেন তিনি।
advertisement
advertisement
স্কুলে ড্রপ আউট রুখতে প্রধান শিক্ষককে পরামর্শ দেন মন্ত্রী। তিনি বলেন, স্কুলে কেউ না এলে সরাসরি অভিভাবকেই ফোন করবেন। স্কুল থেকে অভিভাবকরা ফোন পেলে তাঁরাও বিষয়টি ভাববেন। তাতে ড্রপ আউট কমবে। মন্ত্রী আরও বলেন, গত বাজেটে রাজ্য সরকার শিক্ষা খাতে কোটি কোটি টাকা খরচ করেছে। তাই স্কুলে পড়ুয়াদের ভালোভাবে পড়াতে হবে। বেসরকারি স্কুল থাকলেও সরকারি স্কুলে পড়াশুনা ভালো ভাবে করাতে হবে। তিন ছাত্রীর কাছ থেকে রিডিং শুনে মন্ত্রী বলেন, আমি দিদির বার্তাবাহক হিসাবে এসেছি। তোমাদের যদি কোনও অসুবিধা থাকে আমাকে বলতে পার। মন্ত্রীর এমন কথায় খুশি স্কুলের পড়ুয়া শিক্ষক সকলেই।
advertisement
কাটোয়া ১ ব্লকের কোশিগ্রাম পঞ্চায়েতের চুড়পুনি গ্রামে দিদির দূত হয়ে যান মন্ত্রী সিদ্দিকুল্লা চৌধুরী, কেতুগ্রামের বিধায়ক শেখ শাহনেওয়াজ। ওই অঞ্চলটি কেতুগ্রাম বিধানসভার মধ্যে পড়ে। স্কুলে কিছুক্ষন কাটানোর পাশাপাশি এলাকায় ঘুরে ঘুরে মানুষের অভাব অভিযোগ শোনেন।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
Jan 29, 2023 7:59 AM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Didir Doot: পড়ুয়াদের রিডিং পড়তে বলেছিলেন 'দিদির দূত', মন্ত্রীর কথা শুনেই হুড়োহুড়ি! তারপর যা হল...









