কলকাতা: হিরণ ইস্যুতে এবার মুখ খুললেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এদিন তিনি একাধিক ইস্যুতে নিশানা করেন কেন্দ্রের শাসক দল বিজেপিকে।
এদিন অভিষেক বলেন, "আমি হিরণের জায়গায় হলে, আমার ছবি বিকৃত হলে, আমি আগে আইনি সাহায্য নিতাম। আমি হিরণকে অনুরোধ করব এটা করার জন্য। আমরা কোনও অনৈতিক কাজ করিনা। আমাদের এবং বিজেপির মধ্যে একটা পার্থক্য রয়েছে। এক মিনিটে দাবি নস্যাৎ করে দিতে পারি। আমি ওর জায়গায় হলে হাইকোর্টে মানহানির মামলা করতাম। আর দ্বিতীয় আমি পুলিশে কাছে গিয়েও অভিযোগ করতাম। এগুলো তো আর করছে না।"
অভিষেক আরও বলেন, "মিড ডে মিলের টাকা না কোথাকার টাকা, সেটা প্রশাসন দেখবে। যেখান থেকেই টাকা যাক, সেটা সরকারের টাকা। উনি কী চাইছেন, সরকার কাউকে সাহায্য করবে না। রাজ্য সরকার বা মমতা বন্দ্যোপাধ্যায় যে আর্থিক সহযোগিতা করছে সেটা দেওয়া ভুল হয়েছে? সেটা শুভেন্দু অধিকারী জানান। আমি তো টাকা দিয়ে পাবলিসিটি করিনি। ওনারা টাকা অপচয় করেন পাবলিসিটির জন্য। সেটা কি অর্থনৈতিক অপরাধ নয়?"
বিজেপিকে নিশানা করে অভিষেক বলেন, "ডিমনিটাইজেশনের থেকে বড় অর্থনৈতিক অপরাধ কি? ৮ হাজার কোটি টাকা দিয়ে বিমান কিনছেন। লকডাউনের সময়ে সেন্ট্রাল ভিস্তা বানাচ্ছেন। আগে কেন্দ্র নিজে আত্মনির্ভর হোক। বাংলা থেকে টাকা তোলা বন্ধ করুক।"
আরও পড়ুন, তিনটি নয়, দু'টি যুদ্ধ বিমান ভেঙে পড়ে মধ্যপ্রদেশ ও রাজস্থানে! এক পাইলটের মৃত্য়ু
আরও পড়ুন, ত্রিপুরা রাখতে মরিয়া বিজেপি, প্রার্থী কেন্দ্রীয় মন্ত্রীও! রয়েছে সংখ্যালঘু মুখ
শুভেন্দুকে নিশানা করে তিনি বলেন, "এসএসসি নিয়ে ওনার যা বক্তব্য, ১০ পয়সার লেনদেনে সম্পর্ক পেলে আমার পিছনে এজেন্সি লাগাতে হবে না। আমি মৃত্যুবরণ করব। ওনার দম থাকলে বলুন, বিনয় মিশ্রের সাথে কথা বলে থাকলে, তার প্রমাণ কেউ দিলে আমি মৃত্যুবরণ করব। আবার বলছি, উনি দু'বার কথা বলেছেন বিনয় মিশ্রের সঙ্গে। দুটো ক্লিপ বেরোবে।"
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।