West Bengal News: পরপর ৩ জন, মালদহের যুবকদের বীভৎস পরিণতি মিজোরামে! বাড়িতে এল নিথর দেহ

Last Updated:

West Bengal News: মিজোরামে কাজ করতে গিয়েছিলেন, কফিনবন্দি হয়ে ফিরলেন মালদহের তিন পরিযায়ী শ্রমিক।

কী মর্মান্তিক ঘটনা!
কী মর্মান্তিক ঘটনা!
সেবক দেবশর্মা, মালদহ: কথা ছিল ওঁরা ফিরবেন আগামী ৩১ জানুয়ারি। অপেক্ষায় দিন গুণছিলেন পরিবার। বাড়ি ফিরলেন দুদিন আগেই। কিন্তু কফিনবন্দী হয়ে। মিজোরামে কাজে গিয়ে দুর্ঘটনায় মৃত্যু মালদহের তিন পরিযায়ী শ্রমিকের। মৃত ৩ যুবকই হবিবপর থানার শ্রীরামপুর গ্রাম পঞ্চায়েতের তালুকদার পাড়ার বাসিন্দা। রাতে তিনজনেরই কফিনবন্দী দেহ ফিরল গ্রামের বাড়িতে। ঘটনায় শোকের ছায়া পরিবারে। শোকস্তব্ধ গোটা গ্রাম।
জানাগিয়েছে, গত নভেম্বর মাসে মিজোরামের আইজল জেলায় কাজ করতে যান হবিবপুরের ওই যুবকেরা। গত ২৬ জানুয়ারি মিজোরামে গার্ড ওয়ালের কাজ করার সময় ধ্বস নেমেে মৃত্যু হয়। মৃতদের মধ্যে রয়েছে প্রেমকুমার মন্ডল (২৮) রতন মন্ডল (২৬) এবং অলোক মন্ডল (৩১)। পরিবার সূত্রে জানাগিয়েছে, আগামী ৩১ জানুয়ারি তিনজনেরই বাড়ি ফেরার কথা ছিল। ফেরার জন্য ট্রেনের টিকিটও কাটা হয়ে গিয়েছিল। এরইমধ্যে দুর্ঘটনায় মর্মান্তিক মৃত্যু।
advertisement
advertisement
এভাবে পরিবারের ছেলেরা বাড়ি ফিরবে না তা যেন কল্পনাই করতে পারছে না মৃতদের পরিবার। শনিবার রাতে গ্রামে কফিনবন্দি দেহ পৌঁছতেই কান্নার রোল পড়ে এলাকায়। মৃতদের মধ্যে প্রেমকুমার ও রতন সম্পর্কে খুড়তোত ভাই। মৃত তিনজনই বিবাহিত । এদের মধ্যে অলোকের ৮ মাসের এক ছেলেও রয়েছে। ফলে পরিবারের উপার্জনশীল ছেলেদের মৃত্যুতে ভবিষ্যৎ অনিশ্চয়়তা তৈরি হয়েছে পরিবার গুলিতে।
advertisement
জানা গিয়েছে, গত ২৬ জানুয়ারি সন্ধ্যা নাগাদ মিজোরামে গার্ডওয়ালের এর কাজ করছিলেন তাঁরা। আচমকা ধস নেমে আসায় গুরুতর আহত হয় তিনজনেই। তাঁদের হাসপাতালেে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করেন। এদিন রাতে বিশেষ অ্যাম্বুলেন্সে দেহ আনা হয় গ্রামে।
advertisement
এরআগেও একাধিকবার ভিন রাজ্যে কাজে গিয়ে মালদহের পরিযায়ী শ্রমিকদের মৃত্যু হয়েছে। এনিয়ে বিতর্কও কিছু কম হয়নি। এদিনও পরিযায়ী শ্রমিকদের  মৃত্যুতে শুরু হয়েছে রাজনৈতিক চাপানউতোর। মালদা উত্তরের বিজেপি সংসদ খগেন মুর্মুুুু বলেন, রাজ্যে কাজ নেই। তাই, বাধ্য হয়ে় বাইরে গিয়ে জেলার ছেলেদের অকালে প্রাণ যাচ্ছে। যদিও জেলা তৃণমূল নেতৃত্বের পাল্টা অভিযোগ, কেন্দ্রীয় সরকার ১০০ দিনের প্রকল্প বন্ধ করে দিয়েছে। টাকা দেওয়া হচ্ছেনা। তাই বাধ্য হয়ে ভিন রাজ্যে যাচ্ছে যুবকেরা। এজন্য দায়ী কেন্দ্রীয় সরকার। প্রশাসন অবশ্য জানিয়েছে, মৃতদের পরিবারের পাশে থেকে সম্ভাব্য সবধরনের সাহায্য ও সহযোগিতা করা হবে।
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
West Bengal News: পরপর ৩ জন, মালদহের যুবকদের বীভৎস পরিণতি মিজোরামে! বাড়িতে এল নিথর দেহ
Next Article
advertisement
Himachal Pradesh Bus Accident: ৩০০ মিটার গভীর খাদে বাস, হিমাচল প্রদেশে ভয়াবহ দুর্ঘটনায় মৃত অন্তত ৭! আহত বহু
৩০০ মিটার গভীর খাদে বাস, হিমাচল প্রদেশে ভয়াবহ দুর্ঘটনায় মৃত অন্তত ৭! আহত বহু
  • হিমাচল প্রদেশে ভয়াবহ বাস দুর্ঘটনা৷

  • ৩০০ মিটার খাদে বাস, মৃত অন্তত ৭ জন৷

  • আরও বাড়তে পারে হতাহতের সংখ্যা৷

VIEW MORE
advertisement
advertisement