Hiran Chatterjee: দেবকে কটাক্ষ, টেনে আনলেন এবার মিঠুনেরও নাম! 'বিস্ফোরক' বিজেপির হিরণ
- Published by:Suvam Mukherjee
- Written by:ARUP DUTTA
Last Updated:
Hiran Chatterjee: এবার মিঠুন চক্রবর্তীকে নিয়েও মুখ খুললেন বিজেপি বিধায়ক হিরণ চট্টোপাধ্যায়।
কলকাতা: তৃণমূল সাংসদ দেবের পরে এবার মিঠুন চক্রবর্তীকে নিয়েও মুখ খুললেন বিজেপি বিধায়ক হিরণ চট্টোপাধ্যায়। খড়গপুরের বিজেপি বিধায়ক হিরণ চট্টোপাধ্যায় এদিন বলেন, "দেবের ছবিতে গরু পাচার কাণ্ডে অভিযুক্ত এনামূলের টাকা বিনিয়োগ করা হয়েছে বলে সংবাদ মাধ্যমে যে খবর প্রচারিত হয়েছে। তা সত্য প্রমান হলে, সেই টাকার ভাগীদার হিসাবে মিঠুনকেও আবার টাকা ফেরত দেবার মত অস্বস্তি পড়তে হতে পারে।"
দেবের ছবিতে গরু পাচার কাণ্ডে অভিযুক্ত এনামূলের টাকা বিনিয়োগ হয়ে থাকতে পারে বলে কটাক্ষ করেছিলেন হিরণ। ১৫ ফেব্রুয়ারি ২০২২ সালে গরু পাচার কাণ্ডের তদন্তে ইডির হাতে গ্রেফতার হওয়া এনামূলের দাবির ভিত্তিতে দেব ও তার প্রযোযক সংস্থার সহকারি প্রযোজককে তলব করে সিবিআই। সেই জিজ্ঞাসাবাদের পরে আর দেবকে তলব করেনি সিবিআই
advertisement
advertisement
অন্যদিকে, সম্প্রতি একটি ছবি ঘিরে বিজেপির তারকা বিধায়ক হিরণের রাজনৈতিক অবস্থান নিয়ে বিতর্ক তৈরি হয়েছিল। যদি হিরণের দাবি সেই ছবিটি বিকৃত করা হয়েছে। এদিন এই প্রসঙ্গে হিরণকে কটাক্ষ করেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়।
advertisement
অভিষেক বলেন, "আমি হিরণের জায়গায় হলে, আমার ছবি বিকৃত হলে, আমি আগে আইনি সাহায্য নিতাম। আমি হিরণকে অনুরোধ করব এটা করার জন্য। আমরা কোনও অনৈতিক কাজ করিনা। আমাদের এবং বিজেপির মধ্যে একটা পার্থক্য রয়েছে। এক মিনিটে দাবি নস্যাৎ করে দিতে পারি। আমি ওর জায়গায় হলে হাইকোর্টে মানহানির মামলা করতাম। আর দ্বিতীয় আমি পুলিশে কাছে গিয়েও অভিযোগ করতাম। এগুলো তো আর করছে না।"
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
January 28, 2023 11:55 PM IST