Hiran Chatterjee: দেবকে কটাক্ষ, টেনে আনলেন এবার মিঠুনেরও নাম! 'বিস্ফোরক' বিজেপির হিরণ

Last Updated:

Hiran Chatterjee: এবার মিঠুন চক্রবর্তীকে নিয়েও মুখ খুললেন বিজেপি বিধায়ক হিরণ চট্টোপাধ্যায়।

হিরণ চট্টোপাধ্যায় এবং মিঠুন চক্রবর্তী
হিরণ চট্টোপাধ্যায় এবং মিঠুন চক্রবর্তী
কলকাতা: তৃণমূল সাংসদ দেবের পরে এবার মিঠুন চক্রবর্তীকে নিয়েও মুখ খুললেন বিজেপি বিধায়ক হিরণ চট্টোপাধ্যায়। খড়গপুরের বিজেপি বিধায়ক হিরণ চট্টোপাধ্যায় এদিন বলেন, "দেবের ছবিতে গরু পাচার কাণ্ডে অভিযুক্ত এনামূলের টাকা বিনিয়োগ করা হয়েছে বলে সংবাদ মাধ্যমে যে খবর প্রচারিত হয়েছে। তা সত্য প্রমান হলে, সেই টাকার ভাগীদার হিসাবে মিঠুনকেও আবার টাকা ফেরত দেবার মত অস্বস্তি পড়তে হতে পারে।"
দেবের ছবিতে গরু পাচার কাণ্ডে অভিযুক্ত এনামূলের টাকা বিনিয়োগ হয়ে থাকতে পারে বলে কটাক্ষ করেছিলেন হিরণ। ১৫ ফেব্রুয়ারি ২০২২ সালে গরু পাচার কাণ্ডের তদন্তে ইডির হাতে গ্রেফতার হওয়া এনামূলের দাবির ভিত্তিতে দেব ও  তার প্রযোযক সংস্থার সহকারি প্রযোজককে তলব করে সিবিআই। সেই জিজ্ঞাসাবাদের পরে আর দেবকে তলব করেনি সিবিআই
advertisement
advertisement
অন্যদিকে, সম্প্রতি একটি ছবি ঘিরে বিজেপির তারকা বিধায়ক হিরণের রাজনৈতিক অবস্থান নিয়ে বিতর্ক তৈরি হয়েছিল। যদি হিরণের দাবি সেই ছবিটি বিকৃত করা হয়েছে। এদিন এই প্রসঙ্গে হিরণকে কটাক্ষ করেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়।
advertisement
অভিষেক বলেন, "আমি হিরণের জায়গায় হলে, আমার ছবি বিকৃত হলে, আমি আগে আইনি সাহায্য নিতাম। আমি হিরণকে অনুরোধ করব এটা করার জন্য। আমরা কোনও অনৈতিক কাজ করিনা। আমাদের এবং বিজেপির মধ্যে একটা পার্থক্য রয়েছে। এক মিনিটে দাবি নস্যাৎ করে দিতে পারি। আমি ওর জায়গায় হলে হাইকোর্টে মানহানির মামলা করতাম। আর দ্বিতীয় আমি পুলিশে কাছে গিয়েও অভিযোগ করতাম। এগুলো তো আর করছে না।"
বাংলা খবর/ খবর/কলকাতা/
Hiran Chatterjee: দেবকে কটাক্ষ, টেনে আনলেন এবার মিঠুনেরও নাম! 'বিস্ফোরক' বিজেপির হিরণ
Next Article
advertisement
'আমি শিবভক্ত, সব বিষ গিলে নিই...', অসমের জনসভায় বললেন মোদি, তাঁর 'রিমোট কন্ট্রোল' কে? চিনিয়ে দিলেন প্রধানমন্ত্রী!
'আমি শিবভক্ত, সব বিষ গিলে নিই...', 'রিমোট কন্ট্রোল' কে? অসমের জনসভায় চিনিয়ে দিলেন মোদি
  • অসমের জনসভায় কংগ্রেসকে তীব্র ভাষায় আক্রমণ করলেন প্রধানমন্ত্রী

  • মোদি বলেন, জনগণই তাঁর আসল প্রভু এবং তাঁর ও ‘রিমোট কন্ট্রোল বা নিয়ন্ত্রক’

  • অসমের দরং ও গোলাঘাটে ১৮,৫৩০ কোটি টাকার প্রকল্পের উদ্বোধন

VIEW MORE
advertisement
advertisement