Didike Bolo: 'দিদিকে বলো'-র পর এবার এক ফোনে মিলবে বিধায়ককে, হবে সব সমস্যার সমাধান! কোথায়?

Last Updated:

Didike Bolo: 'দিদিকে বলো'র ধাঁচে এক ফোনে সমস্যা সমাধানে উদ্যোগী হলেন বর্ধমান দক্ষিণের বিধায়ক খোকন দাস। ইতিমধ্যেই শহরে হোর্ডিং টাঙানো হয়েছে, 'এক ফোনে খোকন'।

'দিদিকে বলো'র পর এবার এক ফোনে মিলবে বিধায়ককে, হবে সব সমস্যার সমাধান, কোথায়?
'দিদিকে বলো'র পর এবার এক ফোনে মিলবে বিধায়ককে, হবে সব সমস্যার সমাধান, কোথায়?
বর্ধমান: ফোন করলেই মিলবে সব সমস্যার সমাধান। আপনার যাবতীয় সমস্যা, অভিযোগ পৌঁছে যাবে বিধায়কের কাছে। সেসব সমস্যা দ্রুত সমাধানে উদ্যোগী হবেন বিধায়ক। ‘দিদিকে বলো’র ধাঁচে এক ফোনে সমস্যা সমাধানে উদ্যোগী হলেন বর্ধমান দক্ষিণের বিধায়ক খোকন দাস। ইতিমধ্যেই শহরে হোর্ডিং টাঙানো হয়েছে, ‘এক ফোনে খোকন’। 8170999159 এই নম্বরে ফোন করলেই মিলবে বিধায়ককে।
দেশজুড়ে সাড়া ফেলে দিয়েছিল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ‘দিদিকে বলো’ কর্মসূচি। নিয়মিত বহু পুরুষ মহিলা সেই নম্বরে ফোন করে তাঁদের অভিযোগ, সমস্যার কথা জানান। সেই সব সমস্যা দ্রুততার সঙ্গে মেটানোর উদ্যোগ নেওয়া হয়। এবার সেই ধাঁচে বর্ধমান দক্ষিণ বিধানসভা এলাকার জন্য উদ্যোগ নিলেন স্হানীয় বিধায়ক খোকন দাস। বর্ধমান পৌরসভার 35টি ওয়ার্ড  নিয়ে এই বিধানসভা এলাকা।
advertisement
advertisement
বিধায়ক খোকন দাস বলেন, অতিবৃষ্টির জন্য শহরের রাস্তা বেহাল হয়েছে। নিকাশির সমস্যা তৈরি হয়েছে। এছাড়াও অনেকের নানা সমস্যা থাকতে পারে। সেসব সমস্যা সমাধানের জন্যই এই ‘এক ফোনে খোকন’ কর্মসূচি। একটি বিশেষ নম্বর দেওয়া থাকছে। এই নম্বরে ফোন করে শহরের বাসিন্দারা তাঁদের অভাব, অভিযোগ সমস্যার কথা জানাতে পারবেন। ফোন ধরার জন্য সর্বক্ষণের কর্মী নিযুক্ত করা হয়েছে। অগ্রাধিকারের ভিত্তিতে প্রতিটি সমস্যা দ্রুততার সঙ্গে মেটানোর উদ্যোগ নেওয়া হবে।
advertisement
তিনি বলেন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় আমার এই উদ্যোগ। মিটিং-সহ নানান কর্মসূচির কারণে অনেক সময় আমার পক্ষে সব ফোন ধরা সম্ভব হয় না। এই নির্দিষ্ট নম্বর শুধু মানুষের সমস্যা শোনা ও তা সমাধানের জন্যই থাকবে। আমি নিজে ফোন ধরবো। আমি ব্যস্ত থাকলে আমার কর্মীরা ফোন ধরে সব কথা নথিভুক্ত করবে। আমি পরে তাঁদের সঙ্গে কথা বলে নেব। যতটা সম্ভব সমস্যার সমাধান করাই এই ‘এক ফোনে খোকন’ কর্মসূচি।
advertisement
এই নম্বরে ফোন এলেই আমরা বুঝে যাব মানুষ কোনও সমস্যার জন্যই ফোন করছে। তাই আমরা সর্বাধিক গুরুত্ব দিয়ে সেই ফোন ধরবো ও সমস্যা সমাধানে উদ্যোগী হব।
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Didike Bolo: 'দিদিকে বলো'-র পর এবার এক ফোনে মিলবে বিধায়ককে, হবে সব সমস্যার সমাধান! কোথায়?
Next Article
advertisement
West Bengal Weather Update: ভাইফোঁটার পরই আবহাওয়ায় বিরাট বদল, দক্ষিণবঙ্গের সঙ্গে দুর্যোগ উত্তরেও? বড় আপডেট দিল হাওয়া অফিস
ভাইফোঁটার পরই আবহাওয়ায় বিরাট বদল, দক্ষিণবঙ্গের সঙ্গে দুর্যোগ উত্তরেও? রইল বড় আপডেট
  • ভাইফোঁটার পরই আবহাওয়ায় বদলের সম্ভাবনা৷

  • বৃষ্টি হতে পারে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে৷

  • আগামী সপ্তাহে উত্তরবঙ্গেও বৃষ্টি৷

VIEW MORE
advertisement
advertisement