Didike Bolo: 'দিদিকে বলো'-র পর এবার এক ফোনে মিলবে বিধায়ককে, হবে সব সমস্যার সমাধান! কোথায়?
- Reported by:Saradindu Ghosh
- Published by:Salmali Das
Last Updated:
Didike Bolo: 'দিদিকে বলো'র ধাঁচে এক ফোনে সমস্যা সমাধানে উদ্যোগী হলেন বর্ধমান দক্ষিণের বিধায়ক খোকন দাস। ইতিমধ্যেই শহরে হোর্ডিং টাঙানো হয়েছে, 'এক ফোনে খোকন'।
বর্ধমান: ফোন করলেই মিলবে সব সমস্যার সমাধান। আপনার যাবতীয় সমস্যা, অভিযোগ পৌঁছে যাবে বিধায়কের কাছে। সেসব সমস্যা দ্রুত সমাধানে উদ্যোগী হবেন বিধায়ক। ‘দিদিকে বলো’র ধাঁচে এক ফোনে সমস্যা সমাধানে উদ্যোগী হলেন বর্ধমান দক্ষিণের বিধায়ক খোকন দাস। ইতিমধ্যেই শহরে হোর্ডিং টাঙানো হয়েছে, ‘এক ফোনে খোকন’। 8170999159 এই নম্বরে ফোন করলেই মিলবে বিধায়ককে।
দেশজুড়ে সাড়া ফেলে দিয়েছিল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ‘দিদিকে বলো’ কর্মসূচি। নিয়মিত বহু পুরুষ মহিলা সেই নম্বরে ফোন করে তাঁদের অভিযোগ, সমস্যার কথা জানান। সেই সব সমস্যা দ্রুততার সঙ্গে মেটানোর উদ্যোগ নেওয়া হয়। এবার সেই ধাঁচে বর্ধমান দক্ষিণ বিধানসভা এলাকার জন্য উদ্যোগ নিলেন স্হানীয় বিধায়ক খোকন দাস। বর্ধমান পৌরসভার 35টি ওয়ার্ড নিয়ে এই বিধানসভা এলাকা।
advertisement
advertisement
বিধায়ক খোকন দাস বলেন, অতিবৃষ্টির জন্য শহরের রাস্তা বেহাল হয়েছে। নিকাশির সমস্যা তৈরি হয়েছে। এছাড়াও অনেকের নানা সমস্যা থাকতে পারে। সেসব সমস্যা সমাধানের জন্যই এই ‘এক ফোনে খোকন’ কর্মসূচি। একটি বিশেষ নম্বর দেওয়া থাকছে। এই নম্বরে ফোন করে শহরের বাসিন্দারা তাঁদের অভাব, অভিযোগ সমস্যার কথা জানাতে পারবেন। ফোন ধরার জন্য সর্বক্ষণের কর্মী নিযুক্ত করা হয়েছে। অগ্রাধিকারের ভিত্তিতে প্রতিটি সমস্যা দ্রুততার সঙ্গে মেটানোর উদ্যোগ নেওয়া হবে।
advertisement
তিনি বলেন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় আমার এই উদ্যোগ। মিটিং-সহ নানান কর্মসূচির কারণে অনেক সময় আমার পক্ষে সব ফোন ধরা সম্ভব হয় না। এই নির্দিষ্ট নম্বর শুধু মানুষের সমস্যা শোনা ও তা সমাধানের জন্যই থাকবে। আমি নিজে ফোন ধরবো। আমি ব্যস্ত থাকলে আমার কর্মীরা ফোন ধরে সব কথা নথিভুক্ত করবে। আমি পরে তাঁদের সঙ্গে কথা বলে নেব। যতটা সম্ভব সমস্যার সমাধান করাই এই ‘এক ফোনে খোকন’ কর্মসূচি।
advertisement
এই নম্বরে ফোন এলেই আমরা বুঝে যাব মানুষ কোনও সমস্যার জন্যই ফোন করছে। তাই আমরা সর্বাধিক গুরুত্ব দিয়ে সেই ফোন ধরবো ও সমস্যা সমাধানে উদ্যোগী হব।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
Sep 17, 2025 2:35 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Didike Bolo: 'দিদিকে বলো'-র পর এবার এক ফোনে মিলবে বিধায়ককে, হবে সব সমস্যার সমাধান! কোথায়?







