Jadavpur University: অনামিকার বাবার অভিযোগই কি সত্যি হচ্ছে? কলকাতা পুলিশের বড় পদক্ষেপ, যাদবপুর এখন রহস্যপুর
- Reported by:Amit Sarkar
- news18 bangla
- Published by:Salmali Das
Last Updated:
Jadavpur University: জিজ্ঞাসাবাদের জন্য ছ’জনকে আজ লালবাজারে ডাকা হয়েছে। লালবাজার সূত্রে খবর, উদ্ধারকারী ও যারা দেখেছিলেন তাদের ডাকা হয়েছে। গতকালই ঘটনাস্থলে গিয়ে গোয়েন্দা বিভাগের হোমিসাইড শাখার তদন্তকারীরা এক্সজামিন করেছেন।
কলকাতাঃ জিজ্ঞাসাবাদের জন্য ছ’জনকে আজ লালবাজারে ডাকা হয়েছে। লালবাজার সূত্রে খবর, উদ্ধারকারী ও যারা দেখেছিলেন তাদের ডাকা হয়েছে। গতকালই ঘটনাস্থলে গিয়ে গোয়েন্দা বিভাগের হোমিসাইড শাখার তদন্তকারীরা এক্সজামিন করেছেন।
আরও পড়ুনঃ “আর কিছু নাম উঠে এলে তাদেরও…!” যাদবপুরের ছাত্রীর মৃত্যুর তদন্তভার নিয়েই যা জানালেন হোমিসাইড শাখা
কলকাতা পুলিশের সায়েনটিফিক উইং এবং ফটোগ্রাফি টিম ঘটনাস্থলের স্কেচ তৈরি করেছে, থ্রি-ডি ম্যাপিং করেছে। আজ ছ’জনকে জিজ্ঞাসাবাদ করা হবে। মঙ্গলবার থেকে যাদবপুরের ছাত্রীর অস্বাভাবিক মৃত্যুর তদন্ত ভার নিল হোমিসাইড শাখা। আজ সকালে অ্যাডিশনাল সিপি টু, জয়েন্ট সিপি ক্রাইম-সহ হোমিসাইড শাখার অফিসাররা ঘটনাস্থল পরিদর্শন করেছে।
advertisement
advertisement
থানা পক্ষ থেকে তদন্তে এখনও পর্যন্ত ৬ জনের বয়ান রেকর্ড করা হয়েছে। তাদের প্রয়োজনে লালবাজার জেরে জিজ্ঞাসাবাদ করা হবে । আর কিছু নাম উঠে এলে তাদের ডাকা হবে। ঘটনার আগে কাদের সঙ্গে ছিলেন তরুণী, কখন অনুষ্ঠানের সামনে থেকে উঠে বেরোলেন। অনুষ্ঠান চলাকালীন কী কী করেছিলেন তাঁরা- এগুলো তদন্ত করে দেখা হচ্ছে।
view commentsLocation :
Kolkata,West Bengal
First Published :
Sep 17, 2025 1:48 PM IST







