Didi K Bolo: দু'পা অকেজো, প্রতিবন্ধকতাকে পিছনে রেখে অনুপ্রেরণা বেলা, সাহায্যের হাত বাড়াল দিদিকে বলো
- Published by:Debalina Datta
- hyperlocal
- Reported by:Ranjan Chanda
Last Updated:
Didi K Bolo: সেই ছোটবেলা থেকেই দুটি পায়ে জোর না থাকলেও মনের জোর নিয়ে উচ্চমাধ্যমিক এবং তারপরে স্নাতক পাস করেছে সে। সম্প্রতি মুখ্যমন্ত্রীর "দিদিকে বলো"তে ফোন করে পেয়েছে চাকরিও।
পশ্চিম মেদিনীপুর: শারীরিক কোনও অঙ্গের অক্ষমতা শুধুই দৈনন্দিন জীবনের প্রতিবন্ধকতা মাত্র। মনের জোর এবং সাহস নিয়ে আজ জীবন যুদ্ধে শামিল এক বিশেষভাবে সক্ষম যুবতী। সেই ছোটবেলা থেকেই দুটি পায়ে জোর না থাকলেও মনের জোর নিয়ে উচ্চমাধ্যমিক এবং তারপরে স্নাতক পাস করেছে সে। সম্প্রতি মুখ্যমন্ত্রীর “দিদিকে বলো”তে ফোন করে পেয়েছে চাকরিও।
স্বাভাবিকভাবে প্রত্যন্ত গ্রামীণ এলাকায় দিন আনা দিন খাওয়া পরিবারে এখন আসার আলো দেখাচ্ছে স্নাতক পাস বেলা। ছোট থেকেই বাবার স্নেহ পায়নি, দাদু ঠাকুমা এবং মায়ের সঙ্গে বড় হয়ে ওঠা। আজ সমাজে প্রতিষ্ঠিত, করছে চাকরিও। শারীরিক প্রতিবন্ধকতাকে পিছনে ফেলে সবাইকে দেখাচ্ছে আশার আলো।
advertisement
advertisement
ছোটবেলায় পোলিও রোগে আক্রান্ত হয়ে পাঁচ বছর বয়স থেকে হারিয়েছে চলার ক্ষমতা। তবে সেই থেকেই মনের অদম্য জেদ নিয়ে এগিয়ে চলেছে সে। ট্রাই সাইকেলে চেপে বিদ্যালয়ে গিয়ে উচ্চমাধ্যমিক পাশ করা এমনকি কলেজে গিয়ে স্নাতক পাস করেছে সে। পশ্চিম মেদিনীপুরের পিংলার মলিগ্রাম অঞ্চলের পাঁচথুবি এলাকার বাসিন্দা বেলা খাতুন। ছোট থেকেই বাবা নেই। দাদু ঠাকুমা এবং মায়ের কাছে মানুষ। পাঁচ বছর বয়স থেকেই জীবন যুদ্ধে প্রতিদিন লড়াই চালিয়ে যেতে হয়েছে তাকে। কখনও হামাগুড়ি দিয়ে আবার কখনও ট্রাই সাইকেলে করে যাতায়াত করতে হয়েছে এদিক-ওদিক।
advertisement
এখনও শারীরিক প্রতিবন্ধকতাকে মাথায় না নিয়ে নির্দিষ্ট সময়ে যান অফিস। কাজ করেন বাংলা সহায়তা কেন্দ্রে। মুখ্যমন্ত্রীর “দিদিকে বলো”তে ফোন করে নিজের প্রতিবন্ধকতা এবং পারিবারিক আর্থিক স্থিতিলতার কথা জানিয়ে পেয়েছে চাকরি।
শারীরিক প্রতিবন্ধকতা যে এগিয়ে চলার পথে কোনও বাধা হতে পারে না তাপ্রমাণ করেছে প্রত্যন্ত গ্রামের এই মেয়ে। বই, খাতা না কিনতে পারলেও কখনও লাইব্রেরি আবার কখনও বন্ধুদের থেকে চেয়েস্নাতক পাস করেছে সে। দুটো পায়ে জোর না থাকলেও মনের জোরে সমাজে প্রতিষ্ঠিত বেলা।
advertisement
Ranjan Chanda
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
December 10, 2024 10:52 AM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Didi K Bolo: দু'পা অকেজো, প্রতিবন্ধকতাকে পিছনে রেখে অনুপ্রেরণা বেলা, সাহায্যের হাত বাড়াল দিদিকে বলো