আড়াই বছর বয়সে চুরি গিয়েছিল শিশু! ছ' বছর পর হাওড়া থেকে উদ্ধার করল পুলিশ
- Published by:Debamoy Ghosh
- news18 bangla
Last Updated:
পুলিশ সূত্রে জানা যায়, ওই শিশুটির পরিবার বিভিন্ন সূত্রে জানতে পারে হাসপাতাল থেকে চুরি হওয়ার পর তাদের শিশু সন্তান একাধিক হাত বদল হয়ে চড়া দামে বিক্রি হয়েছে।
#আনিস উদ্দিন মোল্লা, ডায়মন্ড হারবার: মাত্র আড়াই বছর বয়সে হাসপাতাল চত্বর থেকে চুরি গিয়েছিল শিশু৷ দিনের পর দিন অপেক্ষায় থেকেও শিশুটিকে ফিরে পায়নি পরিবার৷ হারানো ছেলেকে ফিরে পাওয়ার আশা এক রকম ছেড়েই দিয়েছিলেন দক্ষিণ চব্বিশ পরগণার রামনগর থানা এলাকার বাসিন্দা এক মহিলা৷ শেষ পর্যন্ত ঘটনার প্রায় ছ' বছর পর মায়ের কোলে ফিরল হারানো সেই ছেলে৷
পুলিশ সূত্রে জানা যায়, দক্ষিণ ২৪ পরগণার রামনগর থানা এলাকার শিমলা গ্রামের বাসিন্দা ওই মহিলা ২০১৬ সালের ২৬ অক্টোবর তাঁর আড়াই বছরের ছেলেকে নিয়ে ডায়মন্ড হারবার জেলা হাসপাতালে ডাক্তার দেখাতে যান।
advertisement
সেখানে লাইনে দাঁড়িয়ে থাকার সময় এক মহিলার কাছে নিজের ছেলেকে রাখতে দেন তিনি৷ অভিযোগ, সেই মহিলাই ওই শিশুটিকে নিয়ে চম্পট দেয়৷ শিশু সন্তানের খোঁজে বিভিন্ন জায়গায় খোঁজ শুরু করেন আসমুদা বেগমের পরিবারের লোকজন। পরে ডায়মন্ড হারবার থানায় লিখিত অভিযোগ দায়ের করেন তারা। এর পর কেটে যায় ছ' বছর৷
advertisement
পুলিশ সূত্রে জানা যায়, ওই শিশুটির পরিবার বিভিন্ন সূত্রে জানতে পারে হাসপাতাল থেকে চুরি হওয়ার পর তাদের শিশু সন্তান একাধিক হাত বদল হয়ে চড়া দামে বিক্রি হয়েছে। এমন কি, তাদের সন্তান হাওড়ার সাঁকরাইলে রয়েছে জানতে পারেন পরিবারের সদস্যরা। এই খবর পরিবারের পক্ষ থেকে পুলিশকে জানালে সোমবার রাতে ডায়মন্ড হারবার পুলিশ জেলার অতিরিক্ত পুলিশ সুপার জোনাল পলাশ চন্দ্র ঢালির নেতৃত্বে হাওড়ায় অভিযান চালিয়ে চুরি হওয়া নাবালককে উদ্ধার করার পাশাপাশি শিশু পাচার চক্রের সঙ্গে জড়িত কুতুবউদ্দিন নামের ১ ব্যক্তিকে আটক করা হয়।
advertisement
তবে নাবালককে এখনও পরিবারের হাতে তুলে দেওয়া হয়নি। পরিবারের হাতে ওই নাবালককে তুলে দেওয়ার আগে পুলিশের বেশ কিছু প্রক্রিয়া সম্পন্ন করা হবে৷ তবে দীর্ঘ ৬ বছর পর পাচার হওয়া শিশু সন্তানকে ফিরে পেয়ে আনন্দিত ওই নাবালকের পরিবার।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
November 01, 2022 2:29 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
আড়াই বছর বয়সে চুরি গিয়েছিল শিশু! ছ' বছর পর হাওড়া থেকে উদ্ধার করল পুলিশ