আড়াই বছর বয়সে চুরি গিয়েছিল শিশু! ছ' বছর পর হাওড়া থেকে উদ্ধার করল পুলিশ

Last Updated:

পুলিশ সূত্রে জানা যায়, ওই শিশুটির পরিবার বিভিন্ন সূত্রে জানতে পারে হাসপাতাল থেকে চুরি হওয়ার পর তাদের শিশু সন্তান একাধিক হাত বদল হয়ে চড়া দামে বিক্রি হয়েছে।

প্রতীকী ছবি৷
প্রতীকী ছবি৷
#আনিস উদ্দিন মোল্লা, ডায়মন্ড হারবার: মাত্র আড়াই বছর বয়সে হাসপাতাল চত্বর থেকে চুরি গিয়েছিল শিশু৷ দিনের পর দিন অপেক্ষায় থেকেও শিশুটিকে ফিরে পায়নি পরিবার৷ হারানো ছেলেকে ফিরে পাওয়ার আশা এক রকম ছেড়েই দিয়েছিলেন দক্ষিণ চব্বিশ পরগণার রামনগর থানা এলাকার বাসিন্দা এক মহিলা৷ শেষ পর্যন্ত ঘটনার প্রায় ছ' বছর পর মায়ের কোলে ফিরল হারানো সেই ছেলে৷
পুলিশ সূত্রে জানা যায়, দক্ষিণ ২৪ পরগণার রামনগর থানা এলাকার শিমলা গ্রামের বাসিন্দা ওই মহিলা ২০১৬ সালের ২৬ অক্টোবর তাঁর আড়াই বছরের ছেলেকে নিয়ে ডায়মন্ড হারবার জেলা হাসপাতালে ডাক্তার দেখাতে যান।
advertisement
সেখানে লাইনে দাঁড়িয়ে থাকার সময় এক মহিলার কাছে নিজের ছেলেকে রাখতে দেন তিনি৷ অভিযোগ, সেই মহিলাই ওই শিশুটিকে নিয়ে চম্পট দেয়৷ শিশু সন্তানের খোঁজে বিভিন্ন জায়গায় খোঁজ শুরু করেন আসমুদা বেগমের পরিবারের লোকজন। পরে ডায়মন্ড হারবার থানায় লিখিত অভিযোগ দায়ের করেন তারা। এর পর কেটে যায় ছ' বছর৷
advertisement
পুলিশ সূত্রে জানা যায়, ওই শিশুটির পরিবার বিভিন্ন সূত্রে জানতে পারে হাসপাতাল থেকে চুরি হওয়ার পর তাদের শিশু সন্তান একাধিক হাত বদল হয়ে চড়া দামে বিক্রি হয়েছে। এমন কি, তাদের সন্তান হাওড়ার সাঁকরাইলে রয়েছে জানতে পারেন পরিবারের সদস্যরা। এই খবর পরিবারের পক্ষ থেকে পুলিশকে জানালে সোমবার রাতে ডায়মন্ড হারবার পুলিশ জেলার অতিরিক্ত পুলিশ সুপার জোনাল পলাশ চন্দ্র ঢালির নেতৃত্বে হাওড়ায় অভিযান চালিয়ে চুরি হওয়া নাবালককে উদ্ধার করার পাশাপাশি শিশু পাচার চক্রের সঙ্গে জড়িত কুতুবউদ্দিন নামের ১ ব্যক্তিকে আটক করা হয়।
advertisement
তবে নাবালককে এখনও পরিবারের হাতে তুলে দেওয়া হয়নি। পরিবারের হাতে ওই নাবালককে তুলে দেওয়ার আগে পুলিশের বেশ কিছু প্রক্রিয়া সম্পন্ন করা হবে৷ তবে দীর্ঘ ৬ বছর পর পাচার হওয়া শিশু সন্তানকে ফিরে পেয়ে আনন্দিত ওই নাবালকের পরিবার।
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
আড়াই বছর বয়সে চুরি গিয়েছিল শিশু! ছ' বছর পর হাওড়া থেকে উদ্ধার করল পুলিশ
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement