Dialysis Treatment in Murshidabad: আর ছুটটে হবে না সিউড়ি, বহরমপুর! এবার কান্দিতেই বিনামূল্যে ডায়ালাইসিস, দেখে নিন কোন কোন দিন মিলবে পরিষেবা
- Reported by:Koushik Adhikary
- hyperlocal
- Published by:Madhab Das
Last Updated:
Dialysis Treatment in Murshidabad: সম্পূর্ণ বিনামূল্যে ডায়ালাইসিস বিভাগ শুরু হল মুর্শিদাবাদে। কিডনির সমস্যা জনিত কারণে শরীরের ডায়ালাইসিস চিকিৎসার প্রয়োজন হয়।
মুর্শিদাবাদ: সম্পূর্ণ বিনামূল্যে ডায়ালাইসিস বিভাগ শুরু হল মুর্শিদাবাদে। কিডনির সমস্যা জনিত কারণে শরীরের ডায়ালাইসিস চিকিৎসার প্রয়োজন হয়। কিডনি নষ্ট হলে কিডনির পরিবর্তে কৃত্রিম ছাঁকনি ব্যবহার করে তার মধ্যে দিয়ে শরীরে প্রবাহিত সমস্ত রক্ত ছেঁকে বর্জ্য বের করে দেওয়ার প্রক্রিয়াকে চিকিৎসা শাস্ত্রে বলা হয় ডায়ালাইসিস। এই চিকিৎসায় যে কৃত্রিম ছাঁকনি দিয়ে ছাঁকন প্রক্রিয়া করা হয় তাকে বলা হয় ডায়ালাইজার। এবার এই চিকিৎসা বিনা খরচে মুর্শিদাবাদের কান্দি মহকুমা হাসপাতালে।
দীর্ঘ প্রতিক্ষার অবসান ঘটল। অবশেষে মুর্শিদাবাদ জেলার কান্দি মহকুমা হাসপাতালে পাঁচ সজ্জা বিশিষ্ট ডায়ালাইসিস ইউনিট চালু করা হল। আগেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সুতির ছাপঘাটি ময়দান থেকে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন। এবার রোগীদের কথা মাথায় রেখেই ডায়ালাইসিস ইউনিট চালু করা হল। উপস্থিত ছিলেন মুর্শিদাবাদ জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক ডাঃ সন্দীপ সান্যাল। এছাড়াও উপস্থিত ছিলেন কান্দি বিধায়ক অপূর্ব সরকার, কান্দি মহকুমা শাসক উৎকর্ষ সিং। কান্দি মহকুমার বাসিন্দারা দীর্ঘদিন ধরেই দাবি ছিল একটি ডায়লিসিস ইউনিটের। কিডনি সংক্রান্ত রোগীদের ডায়ালাইসিস করানোর জন্য ছুটে যেতে হত সিউড়ি অথবা বহরমপুরে। ফলে আর ছুটে যেতে হবে না দূরে কোথাও, কান্দিতেই এই ডায়ালাইসিস পরিষেবা মিলবে সম্পূর্ণ বিনামূল্যে। দিনে পাঁচটি সিফটে এই ডায়ালাইসিস পরিষেবা মিলবে রোগীদের বলেই জানা গিয়েছে।
advertisement
আরও পড়ুন: বর্ষার আগে বিরাট কাজ সেরে ফেলল বহরমপুর পৌরসভা! এবার তুমুল বৃষ্টিতে শান্তিতে ঘুমাতে পারবেন বাসিন্দারা
advertisement
ডায়াইলাসিস একটি ব্যয়বহুল চিকিৎসা, নির্দিষ্ট কয়েকদিন অন্তর ডায়ালাইসিস প্রয়োজন হয় রোগীর। সাধারণ মধ্যবিত্ত পরিবারে এই চিকিৎসা খরচ যোগাতে হিমশিম খেতে হয়। এই চড়া মূল্যের বাজারে বেসরকারি হাসপাতালে চিকিৎসা পরিষেবা গ্রহণ করা বহু মানুষের কাছে অসাধ্য প্রায়। সেই দিক থেকে সরকারি চিকিৎসা ব্যবস্থার দিকেই তাকিয়ে থাকতে হয় বহু পরিবারকে। এবার মুর্শিদাবাদ জেলার মানুষের কাছে চিকিৎসায় আরও সুবিধাজনক পরিষেবা।
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
মুর্শিদাবাদ জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক ডাঃ সন্দীপ সান্যাল জানিয়েছেন, “আজ থেকে ডায়ালাইসিস ইউনিটে ২৪ ঘণ্টা পরিষেবা পাবেন সাধারণ মানুষ। কিডনির অসুখে যে সমস্ত রোগীরা ভুগছেন তাঁদেরকে আর ডায়ালাইসিস পরিষেবা নেওয়ার জন্য বহরমপুরে মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজে বা কলকাতার সরকারি হাসপাতালগুলিতে যেতে হবে না। সরকারি খরচে কান্দি হাসপাতালেই তাঁরা ডায়ালিসিস পরিষেবা পাবেন।”
advertisement
কৌশিক অধিকারী
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
First Published :
Jul 02, 2025 2:19 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Dialysis Treatment in Murshidabad: আর ছুটটে হবে না সিউড়ি, বহরমপুর! এবার কান্দিতেই বিনামূল্যে ডায়ালাইসিস, দেখে নিন কোন কোন দিন মিলবে পরিষেবা









