West Medinipur: জনমগ্ন ঘাটালে চিকিৎসা ব্যবস্থা চলছে কীভাবে? জানলে শিউরে উঠবেন

Last Updated:

চিকিৎসা ব্যবস্থা কিন্তু থেমে নেই। কীভাবে ঘাটাল সংলগ্ন গ্রামবাসীরা পাচ্ছেন এই পরিষেবা?

+
ঘাটালের

ঘাটালের আশাকর্মী

ঘাটাল,পশ্চিম মেদিনীপুর: বন্যার জলে ডুবে ঘাটাল। তিতিবিরক্ত এলাকাবাসী জল কমার অপেক্ষায়। আটকে আছে কত মানুষের কত প্রয়োজনীয় কাজ, চরম ক্ষতি হচ্ছে শিক্ষার্থীদেরও। কবে আবার চেনা ছন্দে ফিরবে ঘাটাল? তবে বন্যা কবলিত এলাকার মানুষজন একাধিক সমস্যায় থাকলেও সবচেয়ে বড় সমস্যা চিকিৎসা ব্যবস্থা। তবে সেই চিকিৎসা ব্যবস্থা কিন্তু থেমে নেই। কীভাবে ঘাটাল সংলগ্ন গ্রামবাসীরা পাচ্ছেন এই পরিষেবা?
এত বাধা বিপত্তির পরেও চিকিৎসা পরিষেবা পেতে অসুবিধায় পড়তে হয়নি বন্যা কবলিত এলাকার মানুষজনকে। বন্যা কবলিত এলাকায় কোথাও ভাঙা সাঁকো দিয়ে পারাপার করতে হচ্ছে, কোথাও আবার ডিঙ্গি নৌকায় করে চিকিৎসা পরিষেবা পৌঁছে দিচ্ছেন আশা কর্মীরা। শত কষ্ট-বাধা পেরিয়েও গর্ভবতী মহিলা থেকে অসুস্থদের কাছে পৌঁছে যাচ্ছেন দেবদূতের মত। অসুস্থদের বা গর্ভবতী মহিলা কিংবা শিশুদের অবস্থার অবনতির খবর কানে এলেই সঙ্গে সঙ্গে পৌঁছে যাচ্ছে স্পিডবোট। আর তাতে করেই আনা হচ্ছে বন্যা কবলিত এলাকার মানুষজনকে।
advertisement
advertisement
পশ্চিম মেদিনীপুরের স্বাস্থ্য আধিকারিক সৌম্য শঙ্কর সারেঙ্গী বলেন, “আমরা সবসময়ই সজাগ রয়েছি। একাধিক জায়গায় চলছে মেডিকেল ক্যাম্প। এছাড়াও আশা কর্মীরা বাড়ি বাড়ি গিয়ে প্রত্যেকের খোঁজখবর নিচ্ছেন। যাদেরকে হাসপাতালে আনার প্রয়োজন, তাদেরকে স্পিডবোট অথবা ডিঙি নৌকার মাধ্যমে আনা হচ্ছে।” তাই স্বাস্থ্য পরিষেবার ক্ষেত্রে কোনও রকম অসুবিধা হচ্ছে না বন্যা কবলিত এলাকায়।
advertisement
ঘাটালে রয়েছে একাধিক সরকারি সুবিধাপ্রাপ্ত হাসপাতাল। রয়েছে ঘাটাল মহকুমা হাসপাতাল, ঘাটাল সুপার স্পেশালিটি হাসপাতাল, এছাড়াও রয়েছে একাধিক গ্রামীণ স্বাস্থ্যকেন্দ্র। সেখানেই পৌঁছে তাদের চিকিৎসার ব্যবস্থা করা হচ্ছে। তবে জলকে উপেক্ষা করে ভাঙা সাঁকো পেরিয়েও আশা কর্মীদের প্রাথমিক চিকিৎসা ব্যবস্থা পৌঁছে দেওয়ার এই যে মানবিক প্রয়াস, তাদের এমন উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন সর্বস্তরের মানুষজন।
advertisement
মিজানুর রহমান
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
West Medinipur: জনমগ্ন ঘাটালে চিকিৎসা ব্যবস্থা চলছে কীভাবে? জানলে শিউরে উঠবেন
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement