Krishnanagar Ishita Mullick Murder: স্কুল থেকে বহিষ্কার, দূরে সরে গিয়েছিল ঈশিতাও! খুনের পর কাঁচরাপাড়ার বন্ধুদের ফোন করে দেশরাজ

Last Updated:
কাঁচরাপাড়ার স্কুলে সহপাঠী ছিল ঈশিতা ও দেশরাজ৷
কাঁচরাপাড়ার স্কুলে সহপাঠী ছিল ঈশিতা ও দেশরাজ৷
সমীর রুদ্র, কৃষ্ণনগর: স্কুল থেকে বহিষ্কার৷ ছোটখাটো অপরাধে হাত পাকানো৷ তার পর প্রেমিকার সঙ্গে বিচ্ছেদ মানতে না পেরেই কি কৃষ্ণনগরের বাড়িতে ঢুকে কলেজ ছাত্রী ঈশিতা মল্লিককে গুলি করে খুন করল কাঁচরাপাড়ার বাসিন্দা দেশরাজ সিং?
গতকাল দুপুর দুটো নাগাদ কৃষ্ণনগর শহরের মানিকপাড়া এলাকায় বাড়ির দোতলায় উঠে ঈশিতা মল্লিক নামে ওই কলেজ ছাত্রীকে গুলি করে খুন করে দেশরাজ সিং নামে ওই যুবক৷ তার পর প্রায় চব্বিশ ঘণ্টা কাটতে চললেও এখনও খোঁজ নেই দেশরাজের৷
কাঁচরাপাড়ার জেটিয়া থানা এলাকার ধর্মপুরে ভাড়া বাড়িতে থাকত দেশরাজ৷ পুলিশ সূত্রে খবর, গতকাল ঈশিতাকে খুনের পর ধর্মপুরের বেশ কয়েকজন বন্ধুকে ফোন করে আশ্রয় চেয়েছিল দেশরাজ৷ যদিও গোটা ঘটনা শুনে কেউই তাঁকে আশ্রয় দিতে রাজি হয়নি৷ এর পর থেকে অভিযুক্ত দেশরাজের আর কোনও খোঁজ পায়নি পুলিশ৷ কয়েকজন প্রত্যক্ষদর্শী জানিয়েছেন, খুনের পর বাড়ি থেকে হেঁটেই বেরিয়ে যেতে দেখা গিয়েছে দেশরাজকে৷
advertisement
advertisement
বয়সে প্রায় পাঁচ বছরের ফারাক থাকলেও একই কাঁচরাপাড়ার কেন্দ্রীয় বিদ্যালয়ে একই ক্লাসে পড়ত ঈশিতা এবং দেশরাজ৷ সেই সূত্রেই দু জনের ঘনিষ্ঠতা গড়ে ওঠে৷ ২০২৩ সালে দ্বাদশ শ্রেণির বোর্ড পরীক্ষায় পাশ করে ঈশিতা৷ কিন্তু ২০২২-২৩ সালে স্কুল থেকে বহিষ্কার করা হয়েছিল দেশরাজকে৷ এর পর থেকে ছোটখাটো কাজ করত সে৷
advertisement
পুলিশ জানতে পেরেছে, স্কুলেও সহপাঠী এবং অন্যান্য পড়ুয়াদের মারধোরের মতো অভিযোগ ছিল দেশরাজের বিরুদ্ধে৷ স্কুল থেকে বহিষ্কারের পর দেশরাজ ছোটখাটো অপরাধের সঙ্গেও জড়িয়ে পড়ে বলে জানতে পেরেছেন তদন্তকারীরা৷ সেই সূত্রেই তার হাতে আগ্নেয়াস্ত্র এল কি না, তাও খতিয়ে দেখছে পুলিশ৷
দেবরাজের সঙ্গে দূরত্ব তৈরি করতেই ঈশিতাকে তাঁর পরিবার স্কুলের পড়াশোনার শেষ হওয়ার পর কৃষ্ণনগর থেকে কাঁচরাপাড়ায় নিয়ে চলে আসে বলে খবর৷ ওই ছাত্রীকে মোবাইল ফোন ব্যবহার করতেও দিত না তাঁর পরিবার৷ ভুবনেশ্বরের আইন কলেজে ভর্তিও হয়েছিলেন ছাত্রী৷ আজই তাঁর ভুবনেশ্বর রওনা হওয়ার কথা ছিল৷ তার আগেই এই ভয়ঙ্কর কাণ্ড ঘটে গেল৷
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Krishnanagar Ishita Mullick Murder: স্কুল থেকে বহিষ্কার, দূরে সরে গিয়েছিল ঈশিতাও! খুনের পর কাঁচরাপাড়ার বন্ধুদের ফোন করে দেশরাজ
Next Article
advertisement
West Bengal Weather Update: ঝড়বৃষ্টির পূর্বাভাস কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, উত্তরেও দুর্যোগ ! উইকেন্ডে আবহাওয়া কেমন থাকবে?
ঝড়বৃষ্টির পূর্বাভাস কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, উত্তরেও দুর্যোগ! উইকেন্ডে আবহাওয়া কেমন থাকবে?
  • ঝড়বৃষ্টির পূর্বাভাস কলকাতা-সহ দক্ষিণবঙ্গে

  • দুর্যোগ চলবে উত্তরবঙ্গেও

  • উইকেন্ডে গিয়ে আবহাওয়ার উন্নতি

VIEW MORE
advertisement
advertisement