Dengue Infected: বর্ষার শুরুতেই গত বছরকে ছাপিয়ে গেল ডেঙ্গি আক্রান্তের সংখ্যা! পূর্ব মেদিনীপুর নিয়ে চিন্তা
- Published by:kaustav bhowmick
- hyperlocal
- Reported by:Saikat Shee
Last Updated:
Dengue Infected: পূর্ব মেদিনীপুরে এ পর্যন্ত ৬১ জনের ডেঙ্গি ধরা পড়েছে। গতবার ডেঙ্গি আক্রান্ত হয়েছিলেন ৪০ জন। অর্থাৎ বর্ষা শুরুতেই গতবারের থেকে প্রায় দেড় গুণ বেড়েছে ডেঙ্গি আক্রান্তের সংখ্যা
পূর্ব মেদিনীপুর: জেলায় বাড়ছে ডেঙ্গির প্রকোপ। পরিস্থিতি মোকাবিলায় বিশেষ উদ্যোগ স্বাস্থ্য দফতরের। প্রতিবছর বর্ষাকাল এলেই রাজ্যে ডেঙ্গির প্রকোপ বাড়ে। এই বছরও বর্ষায় তার অন্যথা হয়নি।
রাজ্যে জুড়ে ডেঙ্গির নিয়ে বাড়বাড়ন্ত নিয়ে চিন্তায় রাজ্য স্বাস্থ্য দফতর। ডেঙ্গি নিয়ন্ত্রণে আনতে জেলা প্রশাসনগুলিকে নির্দেশ দিয়েছে রাজ্য। সেইমত পুর এলাকার পাশাপাশি গ্রামীণ এলাকাকে ডেঙ্গি মুক্ত করতে উদ্যোগ গ্রহণ করেছে জেলা প্রশাসন। পূর্ব মেদিনীপুর জেলার বিভিন্ন পুর এলাকায় ইতিমধ্যেই ডেঙ্গির প্রকোপ দেখা দিয়েছে। শুধু পুর এলাকায় নয়, এবার বর্ষার শুরু থেকেই গ্রাম পঞ্চায়েত এলাকাতেও ডেঙ্গির প্রকোপ লক্ষ্য করা গিয়েছে। জেলার সবচেয়ে বেশি ডেঙ্গির প্রকোপ লক্ষ্য করা গিয়েছে কোলাঘাট, তমলুক ও শহিদ মাতঙ্গিনী ব্লকে।
advertisement
advertisement
বর্ষাকাল মানেই ডেঙ্গির আবির্ভাব। পূর্ব মেদিনীপুর জেলায় সব থেকে বেশি ডেঙ্গির প্রকোপ পড়েছে কোলাঘাট, তমলুক, শহিদ মাতঙ্গিনী ও হলদিয়া শিল্পাঞ্চলে। পূর্ব মেদিনীপুরে এ পর্যন্ত ৬১ জনের ডেঙ্গি ধরা পড়েছে। গতবার ডেঙ্গি আক্রান্ত হয়েছিলেন ৪০ জন। অর্থাৎ বর্ষা শুরুতেই গতবারের থেকে প্রায় দেড় গুন বেড়েছে ডেঙ্গি আক্রান্তের সংখ্যা। বর্ষার শুরুতেই ডেঙ্গি নিয়ে মানুষের মধ্যে সচেতনতা বাড়াতে প্রচার চালানোর পাশাপাশি বিভিন্ন পুরসভার ড্রেনগুলিতে আগেই ছাড়া হয়েছে গাপ্পি মাছ। তারপরও শিল্পাঞ্চল ও শহরে ডেঙ্গির প্রভাব চূড়ান্ত আকার ধারণ করায় বেশ কিছুটা চিন্তিত প্রশাসন।
advertisement
পূর্ব মেদিনীপুর জেলায় জুড়ে ডেঙ্গি প্রতিরোধে বিশেষ ব্যবস্থা করেছে জেলা স্বাস্থ্য দফতর। পূর্ব মেদিনীপুর জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক বিভাস রায় জানান, রাজ্যের তুলনায় পরিসংখ্যানের দিক থেকে পূর্ব মেদিনীপুর জেলায় ডেঙ্গি আক্রান্তের সংখ্যা অনেকটাই কম। কিন্তু গত বছরের তুলনায় এবার ডেঙ্গি আক্রান্তের সংখ্যা জেলায় সবচেয়ে বেশি। ডেঙ্গি মোকাবিলায় প্রতি সপ্তাহে একটি দিন বিশেষ কাজকর্ম করা হচ্ছে। সাধারণ মানুষকে সচেতনতার পাশাপাশি ড্রেন, নালা পরিষ্কার ও আবর্জনা পরিষ্কারের কাজ চলছে। এর পাশাপাশি আশা কর্মীরা বাড়ি বাড়ি গিয়ে ডেঙ্গিতে কেউ আক্রান্ত কিনা তা জানার জন্য স্ক্রিনিং শুরু করেছেন।
advertisement
সৈকত শী
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
July 18, 2024 11:23 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Dengue Infected: বর্ষার শুরুতেই গত বছরকে ছাপিয়ে গেল ডেঙ্গি আক্রান্তের সংখ্যা! পূর্ব মেদিনীপুর নিয়ে চিন্তা