বাঁকুড়ায় ডেঙ্গি আতঙ্ক! একের পর দুই! এলাকাজুড়ে শুরু সাফাই অভিযান
- Published by:Soumendu Chakraborty
- hyperlocal
- Reported by:Nilanjan Banerjee
Last Updated:
সম্প্রতি গ্রামে একজনের ডেঙ্গি ধরা পড়ে। পরে ধাপে ধাপে আরও দু'জন আক্রান্ত হন।
নীলাঞ্জন ব্যানার্জী, বাঁকুড়া : খাতড়া ব্লকের দহলা পঞ্চায়েতের হেত্যাশোল গ্রামে প্রায় দেড়’শ পরিবারের বসবাস। সম্প্রতি গ্রামে একজনের ডেঙ্গি ধরা পড়ে। পরে ধাপে ধাপে আরও দুই জন আক্রান্ত হন। এতেই গ্রামে আতঙ্ক ছড়ায়। গ্রামে এসে আশা কর্মীরা গ্রামবাসীদের স্বাস্থ্যের বিষয় খোঁজ নেন। তবে গ্রামবাসীদের দাবি গ্রামে শিবির করে স্বাস্থ্য পরীক্ষার ব্যবস্থা করার।
গ্রামের বাসিন্দা পতিত পাবন মাহাতো বলেন, “প্রথমে একজনের ডেঙ্গি ধরা পড়ে। তিনি কিছুদিন হাসপাতালে ভর্তি থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। পরে গ্রামের একজন ছাত্রী আক্রান্ত হলে তাকে প্রথমে খাতড়া মহকুমা হাসপাতাল এবং সেখান থেকে বাঁকুড়া মেডিক্যালে পাঠান হয়েছে। বর্তমানে সেখানেই চিকিৎসাধীন রয়েছেন। এর মধ্যেই আরও একজনের ডেঙ্গি ধরা পড়েছে।”
বাসিন্দা অলক রায় বলেন, “গ্রামের চারিদিকে ঝোপঝাড় হয়ে রয়েছে। প্রশাসনের তরফে সেগুলি পরিষ্কারের ব্যবস্থা করলে ভাল হয়।” ওই গ্রামের শান্তনু হালদার জানান, তার বাবা মঙ্গলবার ডেঙ্গি নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। গ্রামে আরও বেশ কয়েকজন জ্বরে আক্রান্ত। তাই গ্রামের সবাই আতঙ্কে রয়েছেন। দ্রুত প্রশাসনের তরফে স্বাস্থ্য পরীক্ষা করার ব্যবস্থা করার প্রয়োজন।
advertisement
advertisement
আরও পড়ুন: দিঘা যাওয়া এবারে আরও সহজ! স্পেশ্যাল লোকাল চালাচ্ছে রেল, লক্ষাধিক পর্যটকদের জন্য বড় পদক্ষেপ
খাতড়া মহকুমা হাসপাতালের ভারপ্রাপ্ত সুপার অসিত কুমার হেমব্রম বলেন এই মুহূর্তে দু\’জন ডেঙ্গি আক্রান্ত ভর্তি রয়েছেন। আক্রান্তদের চিকিৎসার জন্য হাসপাতালে সব রকম ব্যবস্থা রয়েছে। তবে বাসিন্দাদের আরও বেশি করে সচেতন থাকতে হবে। এই বর্ষার মরসুমে বাড়ির আশেপাশে কোথাও জল জমে থাকলে তা পরিষ্কারের ব্যবস্থা করতে হবে। কারণ জমা জল থেকেই ডেঙ্গির মশার জন্ম হয়।
advertisement
বিএমওএইচ (খাতড়া) প্রশান্ত মজুমদার বলেন, ওই গ্রামে ব্লক প্রশাসন ও পঞ্চায়েতের তরফে ধারাবাহিকভাবে সাফাই অভিযান সহ জীবাণুনাশক স্প্রে করা হচ্ছে। স্বাস্থ্য দফতরের কর্মীরা নিয়মিত সচেতন করছেন বাসিন্দাদের। ব্লক প্রশাসন সহ স্থানীয় পঞ্চায়েতের সঙ্গে আলোচনা করে প্রয়োজনে স্বাস্থ শিবির করারও ব্যবস্থা করা হবে বলে তিনি বলেন।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
First Published :
July 25, 2025 2:50 PM IST