বর্ষায় হুহু করে বাড়ছে ডেঙ্গি! জেলায় আক্রান্তের সংখ্যা ১০৩ ছাড়াল! জেনে নিন পরিস্থিতি

Last Updated:

বৃহস্পতিবার পর্যন্ত পূর্ব বর্ধমান জেলায় ডেঙ্গি আক্রান্তের সংখ্যা এসে দাঁড়াল ১০৩। যদিও গতবারের তুলনায় মোটের উপর এই সংখ্যা অনেক কম হলেও গত বছরের জুলাই মাসের থেকে এ বছরের জুলাই মাসে আক্রান্তের সংখ্যা বৃদ্ধি পেয়েছে।

+
ডেঙ্গি

ডেঙ্গি প্রতিরোধে সক্রিয় পূর্ব বর্ধমান জেলা পরিষদ, আক্রান্তের সংখ্যা বাড়লেও উদ্বেগের কারণ নেই প্রতীকী ছবি

পূর্ব বর্ধমান: রাজ্য জুড়ে বাড়ছে ডেঙ্গি আক্রান্তের সংখ্যা। গত সপ্তাহে জেলাতে আক্রান্ত ১৩। জেলা জুড়ে চলছে ডেঙ্গি সচেতনতা। বৃহস্পতিবার পর্যন্ত পূর্ব বর্ধমান জেলায় ডেঙ্গি আক্রান্তের সংখ্যা এসে দাঁড়াল ১০৩। যদিও গতবারের তুলনায় মোটের উপর এই সংখ্যা অনেক কম হলেও গত বছরের জুলাই মাসের থেকে এ বছরের জুলাই মাসে আক্রান্তের সংখ্যা বৃদ্ধি পেয়েছে। জেলাতে যেখানে গত জুন মাসে আক্রান্তের সংখ্যা ছিল ১২ সেখানে জুলাই মাসে এখনই আক্রান্তের সংখ্যা ৪৪। ডেঙ্গিতে এখনও পর্যন্ত জেলাতে কোনও মৃত্যুর খবর না থাকলেও বর্ষা আসার সময় ডেঙ্গি আক্রান্তের সংখ্যা বাড়তে শুরু করেছে।
advertisement
গত ১৫ ই জুলাই থেকে ২৪ শে জুলাই পর্যন্ত জেলাতে ডেঙ্গি আক্রান্তের সংখ্যা ১৩। জেলা পরিষদের জনস্বাস্থ্য দফতর সূত্রে জানা গেছে, গোটা জেলায় কালনা মহকুমাতেই ডেঙ্গি আক্রান্তের সংখ্যা ৪৩। জেলায় সব থেকে বেশি রয়েছে এই মহকুমার পূর্বস্থলী ২ ব্লকে। সেখানে ডেঙ্গি আক্রান্তের সংখ্যা ১৯। বর্ধমান উত্তর মহকুমায় ডেঙ্গি আক্রান্তের সংখ্যা মোট ২৯ জন। বর্ধমান সদর দক্ষিণ মহকুমায় ডেঙ্গি আক্রান্ত হয়েছেন মোট ২১ জন। কাটোয়া মহাকুমায় ডেঙ্গি আক্রান্তের সংখ্যা ৬ জন। এরই পাশাপাশি জেলার পুর এলাকার মধ্যে বর্ধমান পুরসভা এলাকায় ৩ জন এবং মেমারী পুরসভায় ১ জন আক্রান্ত হয়েছেন। গত ২৪ জুলাই পর্যন্ত পাওয়া তথ্যে গুসকরা, কালনা, কাটোয়া এবং দাঁইহাট পুরসভায় কেউ ডেঙ্গি আক্রান্ত হননি।
advertisement
জেলা পরিষদের জনস্বাস্থ্য দপ্তর সূত্রে জানা গেছে, গতবছর জানুয়ারী মাসে ডেঙ্গি আক্রান্ত ছিলেন ১৩ জন, ফেব্রুয়ারীতে ১৪জন, মার্চ মাসে ৭জন, এপ্রিল মাসে ১০ জন, মে মাসে ১৭ জন, জুন মাসে ১৫ জন এবং জুলাই মাসে আক্রান্ত হয়েছিলেন ৩৪ জন। সেখানে ২০২৫-এও জানুয়ারী মাসে ডেঙ্গু আক্রান্ত হয়েছেন ১৩জন, ফেব্রুয়ারী মাসে ১১ জন, মার্চ মাসে ৯ জন, এপ্রিল মাসে ৬ জন, মে ৮ জন, জুন মাসে ১২ জন এবং চলতি জুলাই মাসে ৪৪জন আক্রান্ত হয়েছেন।
advertisement
পূর্ব বর্ধমান জেলা পরিষদের জনস্বাস্থ্য কর্মাধক্ষ্য বিশ্বনাথ রায় জানিয়েছেন, ডেঙ্গি নিয়ে উদ্বেগের কোনো কারণ নেই। এবছর তাঁরা অনেক আগে থেকেই ডেঙ্গি রোধে জেলা জুড়ে কাজ শুরু করে দিয়েছেন। সেজন্য ডেঙ্গির যে প্রকোপ বাড়ে এই বর্ষার সময় কার্যত তাঁরা তা অনেকটাই রুখে দিতে পেরেছেন। যে এলাকাগুলোতে ডেঙ্গির প্রকোপ দেখা যাচ্ছে সেই এলাকাগুলিতে বাড়তি নজর দেওয়া হচ্ছে।
advertisement
সায়নী সরকার
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
বর্ষায় হুহু করে বাড়ছে ডেঙ্গি! জেলায় আক্রান্তের সংখ্যা ১০৩ ছাড়াল! জেনে নিন পরিস্থিতি
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement