Bangla| Eid-ul-Fitr|| চাহিদা তুঙ্গে, ইদে আগে লাচ্ছা কিনতে সদর বাজারগুলিতে লম্বা লাইন
- Published by:Shubhagata Dey
Last Updated:
Bangla News: দুদিন বাদেই ঈদ। তার আগে যথেষ্ট চাহিদা লাচ্ছার। বৃহস্পতিবার জেলা সদরের বাজারগুলিতে এমনই দৃশ্য দেখা গেল।
বীরভূম: দু'দিন বাদেই ইদ। তার আগে যথেষ্ট চাহিদা লাচ্ছার। বৃহস্পতিবার জেলা সদরের বাজারগুলিতে এমনই দৃশ্য দেখা গেল। ইদে লাচ্ছার কদর একটু বেশি। চোখের পলকে তৈরি করা যায় বলে সকলের কাছেই খুব জনপ্রিয় লাচ্ছা। প্যাকেটজাত এই খাবারটির রান্নার স্বাদ কমবেশি প্রায়ই একইরকম। কিন্তু রান্নায় চাই নতুনত্ব। সে জন্য বাজারেও খামতি নেই।
ব্যবসায়ীদের থেকে জানা গিয়েছে, প্রতিবছর ইদের আগে শহরের বিভিন্ন দোকানে লাচ্ছা সামুই বিক্রি হয়ে থাকে। শহরের কম বেশী সকল ফলের দোকানে ওই প্যাকেটজাত খাবারটি বিক্রি হয়।
advertisement
আরও পড়ুনঃ গরমে পাহাড়ে বিরাট খুশির খবর! দার্জিলিংয়ে এবার দুরন্ত চমক, খুশিতে ভাসছে পর্যটকরা
ব্যবসায়ীদের দাবি, এই বছর ভাল বিকিকিনি হচ্ছে লাচ্ছার। যেহেতু লকডাউনের কারণে গত কয়েক বছর ধরে সেই অর্থে বিকিকিনি হয়নি৷ কিন্তু এ বছর পরিস্থিতি অনেকটাই স্বাভাবিক। তাই চাহিদাও অনেকটাই বেশি রয়েছে।
advertisement
Subhadip Pal
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
April 21, 2023 4:50 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Bangla| Eid-ul-Fitr|| চাহিদা তুঙ্গে, ইদে আগে লাচ্ছা কিনতে সদর বাজারগুলিতে লম্বা লাইন