Chicken Burger: ২০০ নয়, ১০০ নয়, ১০ টাকাও নয়...গোটা চিকেন বার্গারের দাম মাত্র ১ টাকা! কোথায় মিলছে জানেন?
- Published by:Ankita Tripathi
- hyperlocal
- Reported by:SUSMITA GOSWAMI
Last Updated:
১ টাকার বিনিময়ে পাওয়া যাচ্ছে চিকেন লোডেড বার্গার। শুনতে অবাক লাগলেও এটাই সত্যিই। বড় বড় রেস্তোরাঁর বার্গারের স্বাদকেও হার মানাবে ছোট্ট এই দোকানের ১ টাকার বার্গার। তবে এর জন্য রয়েছে ছোট্ট একটি অফার।
দক্ষিণ দিনাজপুর: ১ টাকার বিনিময়ে পাওয়া যাচ্ছে চিকেন লোডেড বার্গার। শুনতে অবাক লাগলেও এটাই সত্যি। দ্রব্যমূল্যের বাজারে এক টাকায় চিকেন বার্গার এও আবার সম্ভব! খাদ্য রসিক বাঙালির জীবনে অনেকটাই জায়গা দখল করে নিয়েছে।
এই খবর ছড়িয়ে পড়তে এই দোকানের সামনে লম্বা লাইন। ১ টাকার বার্গার হলে কি হবে, স্বাদে কোনও কমতি নেই। যেমন দেখতে তেমন সুস্বাদু। একবার খেলেই মন ভরে যাবে। বালুরঘাট শহরের স্টেট বাসস্ট্যান্ড সংলগ্ন রেস্তোরাঁয় মিলছে মাত্র ১ টাকার বার্গার।
advertisement
advertisement
সাধারণত বড় বড় রেস্তোরাঁয় গেলে যেমন বার্গার পাওয়া যায় তার থেকে কোন অংশেই যেন কম নেই বালুরঘাটের BFC এর বার্গার। সেই রকমই বড় সাইজের বানের মাঝে মেয়োনিজ, চাটনি, লোডেড চিকেন, লেটুস পাতা, টম্যাটো, পেঁয়াজ থেকে শুরু করে কোনও কিছুরই যেন কমতি নেই।
বড় বড় রেস্তোরাঁর বার্গারের স্বাদকেও হার মানাবে ছোট্ট এই দোকানের ১ টাকার বার্গার। তবে এর জন্য রয়েছে ছোট্ট একটি অফার। মাত্র ২৯৯ টাকার যেকোন স্ন্যাকস অর্ডার করলেই মিলবে এই দুর্দান্ত অফার। মাত্র ১ টাকায় ভেজ বা ননভেজ বার্গার।
advertisement
এবিষয়ে রেস্তোরাঁর কর্ণধার সঙ্গীতা পাল জানান, “বরাবরই একটা ইচ্ছা ছিল এই ধরনের একটি কাউন্টার খোলার। পাশাপাশি সাধারণ মানুষেরা যাতে খুব সহজেই এই ধরনের খাবারের স্বাদ নিতে পারে সেই বিষয়টি মাথায় রেখেই ন্যূনতম মূল্যে খাবারের দাম রাখা হয়েছে। যার স্বাদ নিতে প্রতিদিন ক্রেতাদের ব্যাপক ভিড় লক্ষ করা যাচ্ছে দোকানে।”
advertisement
দুপুর গড়াতেই এই বার্গার কিনতে শহরবাসীর ব্যাপক ভিড় লক্ষ্য করা যায়। আট থেকে আশি যে কাউকে জিজ্ঞাসা করলেই দেখিয়ে দেবে এই দোকান। তবে শুধুই বার্গারই নয়, এই দোকানে পাওয়া যায় অনেক গুণগত মানের ফ্রায়েড স্ন্যাকস।
যা একবার খেলেই মন ও পেট দুই ভরবে। সঙ্গে রয়েছে বাড়িতেই বসেই অর্ডার অনুযায়ী খাবার পাওয়ার সুযোগ। তবে, শুধুমাত্র চিকেনই নয়, গ্রাহকের চাহিদা অনুযায়ী মিলছে নিরামিষ বার্গারও। এই খবর ছড়িয়ে পড়তেই রীতিমত ভাইরাল বার্গার বিক্রেতা সঙ্গীতা পাল।
advertisement
সুস্মিতা গোস্বামী
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
May 24, 2025 8:47 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Chicken Burger: ২০০ নয়, ১০০ নয়, ১০ টাকাও নয়...গোটা চিকেন বার্গারের দাম মাত্র ১ টাকা! কোথায় মিলছে জানেন?