East Bardhaman News: নিউজ ১৮ বাংলার খবরের জের, মঙ্গলকোটে কী ঘটল দেখুন

Last Updated:

শুক্রবার মঙ্গলকোটের এই হাসপাতালের পরিকাঠামো পরিদর্শনে আসেন পূর্ব বর্ধমান জেলার সিএমওএইচ জয়রাম হেমব্রম, জেলা পরিষদের সভাধিপতি শ্যামা প্রসন্ন লোহার, মঙ্গলকোটের বিধায়ক অপূর্ব চৌধুরী, মঙ্গলকোটের বিডিও

+
সভাধিপতি,

সভাধিপতি, বিধায়ক, সিএমওএইচ 

পূর্ব বর্ধমান: কিছুদিন আগে দেখানো হয়েছিল একটা গ্রামীণ হাসপাতালের ছবি। হাসপাতালটির নাম ছিল সিঙ্গত গ্রামীণ হাসপাতাল, যেটা পূর্ব বর্ধমান জেলার মঙ্গলকোট ব্লকের অন্তর্গত। বর্তমানে ওই হাসপাতালের পরিকাঠামোর অবস্থা একদম বেহাল। এই খবরই কয়েকদিন আগে দেখানো হয়েছিল নিউজ ১৮ বাংলায়। এই খবরের জেরে নড়েচড়ে বসল প্রশাসন, নেওয়া হল বড় পদক্ষেপ।
শুক্রবার মঙ্গলকোটের এই হাসপাতালের পরিকাঠামো পরিদর্শনে আসেন পূর্ব বর্ধমান জেলার সিএমওএইচ জয়রাম হেমব্রম, জেলা পরিষদের সভাধিপতি শ্যামা প্রসন্ন লোহার, মঙ্গলকোটের বিধায়ক অপূর্ব চৌধুরী, মঙ্গলকোটের বিডিও সহ অন্যান্য বিশিষ্ট ব্যাক্তিবর্গ। সিএমওএইচ জয়রাম হেমব্রম পরে বলেন, আমরা পুরো পরিকাঠামো ঘুরে দেখলাম। এই হাসপাতালে ৫০ বেডের অনুমোদন আছে। কিন্তু এখন আমরা ৩০ বেডে রান করছি। এবার কীভাবে হাসপাতালের পুরো পরিকাঠামো ভাল ভাবে চালু করা যায়, সমস্ত খামতি মেটানো যায় সেটার জন্যই এই পরিদর্শন।
advertisement
advertisement
উল্লেখ্য, দৈনিক বহু রোগী আসেন এই হাসপাতালে নিয়মিত পরিষেবা নিতে। হাসপাতালের তরফ থেকে পরিষেবাও ঠিকঠাক দেওয়া হয়। কিন্তু সমস্যাটা হল যেখানে ১২ জন চিকিৎসকের থাকার কথা সেই জায়গায় হাসপাতালে আছে মাত্র ৪ জন চিকিৎসক। ২৫ জন নার্সিং স্টাফ থাকার কথা, কিন্তু আছে মাত্র ৮ জন। জিডিএ স্টাফ থাকার কথা ২৫ জন, কিন্তু আছে মাত্র ৩ জন।
advertisement
হাসপাতালে কোনও ফেসিলিটি ম্যানেজার নেই, পাবলিক হেলথ নার্স নেই, রেডিও ডায়াগনস্টিকের কোনও টেকনিশিয়ান নেই, ইসিজি টেকনিশিয়ানও নেই। এমনকি হাসপাতাল পরিস্কার-পরিচ্ছন্ন রাখার জন্য কোনও ঝাড়ুদার পর্যন্ত নেই। এই হাসপতালের নিজস্ব অ্যাম্বুলেন্সও নেই। সব মিলিয়ে যেন নেই রাজ্য। তবে প্রতিনিধি দলের পক্ষ থেকে জানানো হয়েছে, খুব দ্রুত যাবতীয় খামতি মিটিয়ে এই হাসপাতালের আধুনিকীকরণের কাজ শুরু হবে।
advertisement
আরও খবর পড়তে ফলো করুন
এদিনের এই পরিদর্শনের পর খুশি হয়েছেন এলাকার স্থানীয় মানুষজন, রোগী সহ হাসপাতাল কর্তৃপক্ষ । সিঙ্গত গ্রামীণ হাসপাতালের সুপার অমিত কুমার রক্ষিত জানিয়েছেন, তিনিও এবার আশার আলো দেখতে পাচ্ছেন যে হয়তো এবার হাসপাতালের পরিকাঠামোর উন্নত হবে।
বনোয়ারীলাল চৌধুরী
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
East Bardhaman News: নিউজ ১৮ বাংলার খবরের জের, মঙ্গলকোটে কী ঘটল দেখুন
Next Article
advertisement
ঘি-কে ইংরেজিতে কী বলা হয় জানেন? চট করে অনেকের মাথাতেই আসবে না...
ঘি-কে ইংরেজিতে কী বলা হয় জানেন? চট করে অনেকের মাথাতেই আসবে না...
  • ঘি-কে ইংরেজিতে কী বলা হয় জানেন?

  • চট করে অনেকের মাথাতেই আসবে না.

  • দেখে নিন সঠিক উত্তরটা

VIEW MORE
advertisement
advertisement