Dakshin Dinajpur News: সরকারি সহায়ক মূল্যে ধান বিক্রি করতে কাটমানি দিতে হচ্ছে! কৃষকদের অভিযোগে তোলপাড়

Last Updated:

১০ কুইন্টাল ধান বিক্রি করতে অতিরিক্ত ৫০ কিলো ধান দিতে হচ্ছে বলে কৃষকদের দাবি

+
সহায়ক

সহায়ক মূল্যে ধান বিক্রি

দক্ষিণ দিনাজপুর: প্রতি কুইন্টালে পাঁচ কেজি অতিরিক্ত ধান দেওয়ার পরেও কৃষকদের কাছ থেকে নেওয়া হচ্ছে না ধান। তারই প্রতিবাদে হুলস্থূল কাণ্ড বালুরঘাট কিষাণ মান্ডিতে। এদিন দুপুরের ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায় এলাকায়। খবর পেয়ে ঘটনাস্থলে আসে বালুরঘাট থানার পুলিশ।
সূত্রের খবর, প্রথমে কৃষকদের থেকে জোর করে অতিরিক্ত ধান নিচ্ছিল মিল মালিকরা। তারপর নানান অজুহাতে ধান কেনা বন্ধ করে দেয়। আর তাতেই ক্ষুব্ধ হয়ে ওঠেন অসহায় কৃষকরা। তাঁরা ক্ষোভে ফেটে পড়লে পুলিশের পাশাপাশি ছুটে আসেন ডাঙা গ্রাম পঞ্চায়েতের উপ-প্রধান কৌশিক চৌধুরী সহ অন্যান্য আধিকারিকরা৷ এই বিষয়ে কৃষকদের অভিযোগ, কাটমানি দিলে খারাপ ধান‌ও নিয়ে নিচ্ছে মিল মালিকেরা৷ কিন্তু টাকা না দিলে ভাল ধান‌ও নিচ্ছে না।
advertisement
advertisement
আরও খবর পড়তে ফলো করুন
কৃষকদের এই অভিযোগ গুরুত্ব দিয়ে খতিয়ে দেখছে বালুরঘাট ব্লক প্রশাসন। প্রসঙ্গত, গত প্রায় এক মাস ধরে বালুরঘাট ব্লকের কিষান মান্ডিতে সরকারি সহায়ক মূল্যে ধান ক্রয় করা হচ্ছে। প্রতিদিন গড়ে ৬০ জন কৃষকের কাছ থেকে ধান ক্রয় করছেন মিল মালিকরা৷ সরকারি সহায়ক মূল্য ২২০৩ টাকায় ধান কেনার কথা। এদিকে ১০ কুইন্টাল ধান বিক্রি করতে অতিরিক্ত ৫০ কিলো ধান দিতে হচ্ছে বলে কৃষকদের দাবি। বিষয়টি জানাজানি হলে সাড়া পড়ে যায় প্রশাসনিক মহলে।
advertisement
সুস্মিতা গোস্বামী
view comments
বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
Dakshin Dinajpur News: সরকারি সহায়ক মূল্যে ধান বিক্রি করতে কাটমানি দিতে হচ্ছে! কৃষকদের অভিযোগে তোলপাড়
Next Article
advertisement
‘লোকের দু’টো বউ থাকতে পারে, আমার বান্ধবী থাকতে পারে না...? অর্পিতাকে নিয়ে এবার মুখ খুললেন পার্থ চট্টোপাধ্যায়
‘লোকের দু’টো বউ থাকতে পারে, আমার বান্ধবী থাকতে পারে না..? অর্পিতা ইস্যুতে মুখ খুললেন পার্থ
  • ‘অর্পিতা আমার বান্ধবী, তাতে অসুবিধার কী আছে...?’

  • অর্পিতা নিয়ে এবার মুখ খুললেন পার্থ চট্টোপাধ্যায়

  • অর্পিতাকে নিয়ে ‘রং চড়িয়ে’ সংবাদ প্রকাশ করা হয়েছে বলে দাবি

VIEW MORE
advertisement
advertisement