Purulia News: বিপদ ঘণ্টির দিন শেষ, ব্যাঙ্কে ডাকাত পড়লে দেওয়ালে হাত ছোঁয়ালেই চলে আসবে পুলিশ

Last Updated:

আর্থিক লেনদেনের প্রতিষ্ঠানে বা বাড়িতে লুকিয়ে রাখা সুইচে আলতো হাতের ছোঁওয়া লাগলেই খবর চলে যাবে পুলিশের কন্ট্রোলরুমে

সুরক্ষা অ্যাপের প্রচার
সুরক্ষা অ্যাপের প্রচার
পুরুলিয়া: স্বর্ণ-বিপণী সহ শোরুম মালিকদের সুরক্ষা দিতে পুরুলিয়া জেলা পুলিশ নিয়ে এল নতুন একটি অ্যাপ। বিপদ ঘটলে এই অ্যাপের মাধ্যমে দ্রুত পুলিশের কাছে খবর পৌঁছে যাবে। ফলে মুহূর্তের মধ্যে সংশ্লিষ্ট বিপণির সামনে হাজির হয়ে যাবে পুলিশ।
পুরুলিয়ার এসপি অভিজিৎ বন্দ্যোপাধ্যায় ‘সুরক্ষা’ নামে এই নতুন অ্যাপটির সঙ্গে সকলের পরিচয় করিয়ে দেন। আক্ষরিক অর্থেই ‘সুরক্ষা’-র কাজ করছে এই অ্যাপ। এর ফলে আর বিপদ ঘণ্টির দরকার পড়ছে না। আর্থিক লেনদেনের প্রতিষ্ঠানে বা বাড়িতে লুকিয়ে রাখা সুইচে আলতো হাতের ছোঁওয়া লাগলেই খবর চলে যাবে পুলিশের কন্ট্রোলরুমে।
advertisement
advertisement
এই বিষয়ে এসপি অভিজিৎ বন্দ্যোপাধ্যায় বলেন, সহায়ের কার্যকারিতার সুফল পাচ্ছে জেলার মানুষ। মানুষের মধ্যে যথেষ্ট সাড়া ফেলেছে সহায় অ্যাপ। তাই আমরা চাই নতুন অ্যাপ সুরক্ষা-এর মধ্য দিয়ে আর্থিক লেনদেন সংস্থাগুলিকে আরও আধুনিক নিরাপত্তার সুবিধা পৌঁছে দিতে। এই অ্যাপের মাধ্যমে বড় স্বর্ণ বিপণি, বড় দোকান, মল, বিভিন্ন ব্যাঙ্ক, গোল্ড লোন সংস্থা সহ মোটা অঙ্কের আর্থিক লেনদেন হয় এমন আর্থিক প্রতিষ্ঠানে ডাকাতরা হানা দিলে বিপদ ঘন্টি বাজানো ছাড়াই মুহূর্তের মধ্যে হাজির হয়ে যাবে পুলিশ।
advertisement
এর আগে বিপদ ঘটলে বিপদ ঘন্টি বাজাতে গিয়ে অনেক সমস্যা দেখা দিত। তা অনেক সময় ডাকাতদের চোখেও পড়ে যেত। অথচ সুরক্ষা অ্যাপের বিশেষ সুইচ বিপণির ৭-৮ জায়গায় লুকিয়ে রাখা থাকবে। সেই সুইচে শুধু হাত ছোঁয়ালেই খবর চলে যাবে জেলা পুলিশ অফিসের কন্ট্রোলরুমে। এমনকি বাথরুমের ফ্ল্যাশেও ওই গোপন সুইচ রেখে বিপদ বার্তা দেওয়া যাবে অনায়াসেই।
advertisement
আরও খবর পড়তে ফলো করুন
এই নতুন অ্যাপের হাত ধরে কিছুটা হলেও স্বস্তি অনুভব করছেন পুরুলিয়ার আর্থিক প্রতিষ্ঠানগুলি। কারণ এই জেলায় গত কয়েক মাসে ডাকাতির ঘটনা অনেকটাই বেড়ে গিয়েছে। সকলের আশা, জেলা পুলিশের এই নতুন প্রযুক্তির হাত ধরে পরিস্থিতি বদলাবে।
শর্মিষ্ঠা ব্যানার্জি
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Purulia News: বিপদ ঘণ্টির দিন শেষ, ব্যাঙ্কে ডাকাত পড়লে দেওয়ালে হাত ছোঁয়ালেই চলে আসবে পুলিশ
Next Article
advertisement
Indian Manager Beheaded in Texas: কাটা মাথায় লাথি মেরে ডাস্টবিনে ফেলল খুনি! আমেরিকায় স্ত্রী-ছেলের সামনে নৃশংস পরিণতি ভারতীয়ের
লাথি মারতে মারতে ডাস্টবিনে কাটা মাথা! আমেরিকায় স্ত্রী-ছেলের সামনে ভারতীয়ের নৃশংস পরিণতি
  • আমেরিকার টেক্সাসে স্ত্রী-ছেলের সামনে মাথা কেটে হত্যা করা হল এক ভারতীয়কে৷ শুধু তাই নয়, কর্ণাটকের বাসিন্দা ৫০ বছর বয়সি ওই ব্যক্তির কাটা মাথায় লাথিও মারতে দেখা যায় খুনিকে৷ মৃত ওই ব্যক্তির নাম চন্দ্র নাগামাল্লাইয়া৷

VIEW MORE
advertisement
advertisement