ভিন রাজ্যে গিয়ে ফের মর্মান্তিক পরিণতি পরিযায়ী শ্রমিকের! দেহ কবে ফিরবে? জানে না পরিবার

Last Updated:

কীভাবে এবং কোন পরিস্থিতিতে অসুস্থ হয়ে তাঁর মৃত্যু হয়েছে, সে বিষয়ে এখনও পর্যন্ত স্পষ্ট কিছু জানাতে পারেনি কর্তৃপক্ষ।

মৃতের বাড়ির সামনে প্রতিবেশীদের ভিড়।
মৃতের বাড়ির সামনে প্রতিবেশীদের ভিড়।
দেগঙ্গা, উত্তর 24 পরগণা, জিয়াউল আলম : আবারও ভিনরাজ্যে কাজ করতে গিয়ে মৃত্যু হল এক শ্রমিকের। দেগঙ্গা থানার বেড়াচাঁপা ১ নম্বর গ্রাম পঞ্চায়েতের পূর্ব চ্যাংদানা গ্রামের বাসিন্দা তিনি। জানা গিয়েছে হরষিত হীরা (৪০) নামে এক ব্যক্তি কাজের খোঁজে গিয়েছিলেন ভিন রাজ্যে। কিন্তু সেখানেই আকস্মিক মৃত্যু হয়েছে তার। আর এই ঘটনাকে কেন্দ্র করে শোকের ছায়া নেমে এসেছে এলাকায়।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, প্রায় ১৫ বছর আগে সংসারের হাল ধরতে লোহার কারখানায় কাজে যোগ দিয়েছিলেন হরষিত হীরা। তখন থেকেই বাড়ি ছাড়েন তিনি। তারপর দেড় বছর আগে শেষবারের মতো বাড়ি এসেছিলেন। সেখান থেকে বেরিয়ে তিনি চলে যান তামিলনাড়ুর কর্মক্ষেত্রে। তামিলনাড়ুর চিচিড়াপল্লি এলাকায় কাজ করতেন তিনি।
আরও পড়ুন : সার্ভিসিংয়ে নিয়ে যাওয়া হচ্ছিল গাড়ি, কিন্তু হঠাৎ এমন হল… দেখে শিহরিত হয়ে যাবেন আপনিও
সূত্রের খবর, রবিবার সকালে তাঁর কর্মস্থল থেকে পরিবারের কাছে ফোন আসে, অসুস্থ হয়ে মারা গিয়েছেন হরষিত বাবু। তবে কীভাবে এবং কোন পরিস্থিতিতে অসুস্থ হয়ে তাঁর মৃত্যু হয়েছে, সে বিষয়ে এখনও পর্যন্ত স্পষ্ট কিছু জানাতে পারেনি কর্তৃপক্ষ। অন্যদিকে এই শ্রমিকের অকাল প্রয়াণের খবর ছড়িয়ে পড়তেই শোকস্তব্ধ হয়ে পড়েছে গ্রাম। ভেঙে পড়েছে মৃতের পরিবার।
advertisement
advertisement
আরও পড়ুন : শান্তিপুরের ‘এই’ গ্রামে এখন আর শান্তির লেশমাত্র নেই! সরে যাচ্ছে পায়ের তলার মাটি! কী চলছে এখানে?
স্ত্রী এবং দুই ছোট কন্যা সন্তানকে নিয়ে চারজনের সংসার চালানোর দায়িত্ব ছিল তার ওপরেই। যে কারণে খুব স্বাভাবিকভাবে তার মৃত্যুতে দিশেহারা পরিবার। ফলে শুধু হরষিত বাবুর পরিবারই নন, স্থানীয়রাও এই খবরে কার্যতা ভেঙে পড়েছেন। অসহায় এই পরিবারটির পাশে দাঁড়ানোর জন্য প্রশাসনের সাহায্যের দাবি জানিয়েছেন প্রতিবেশীরা। এমনকি মৃত ব্যক্তির দেহ কিভাবে এবং কবে ফিরিয়ে আনা হবে তা নিয়েও অনিশ্চয়তা দেখা গিয়েছে।
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
ভিন রাজ্যে গিয়ে ফের মর্মান্তিক পরিণতি পরিযায়ী শ্রমিকের! দেহ কবে ফিরবে? জানে না পরিবার
Next Article
advertisement
Parineeti Chopra's Baby Name: ফুটফুটে সন্তানকে আগলে প্রথম ছবি পরিণীতি-রাঘবের, ছেলের কী নাম রাখলেন দেখে নিন
ফুটফুটে সন্তানকে আগলে প্রথম ছবি পরিণীতি-রাঘবের, ছেলের কী নাম রাখলেন দেখে নিন
  • ফুটফুটে সন্তানকে আগলে প্রথম ছবি পরিণীতি-রাঘবের

  • ছেলের কী নাম রাখলেন দেখে নিন

  • নামের অর্থ জানুন

VIEW MORE
advertisement
advertisement