Jhargram News: লোকালয়ের ঝোপ থেকে উদ্ধার হরিণ
- Published by:kaustav bhowmick
Last Updated:
নয়াগ্ৰামের নিগুই মধ্যমপাড়া এলাকার জঙ্গল লাগোয়া ঝোপে আটকে পড়েছিল প্রাপ্তবয়স্ক হরিণটি। স্থানীয়রা লক্ষ্য করেন সে ওই ঝোপ থেকে বের হওয়ার অনেক চেষ্টা করছে কিন্তু কিছুতেই পারছে না। এরপর তাঁরা খবর দেন বন দফতরে।
ঝাড়গ্রাম: নয়াগ্রামের মধ্যমপাড়া থেকে উদ্ধার হল একটি প্রাপ্তবয়স্ক হরিণ। সে জঙ্গল লাগোয়া একটি ঝোপে আটকে পড়ে। শত চেষ্টা করেও কিছুতে বের হতে পারছিল না। শেষে বন দফতরের কর্মীরা এসে তাকে উদ্ধার করে।
নয়াগ্ৰামের নিগুই মধ্যমপাড়া এলাকার জঙ্গল লাগোয়া ঝোপে আটকে পড়েছিল প্রাপ্তবয়স্ক হরিণটি। স্থানীয়রা লক্ষ্য করেন সে ওই ঝোপ থেকে বের হওয়ার অনেক চেষ্টা করছে কিন্তু কিছুতেই পারছে না। এরপর তাঁরা খবর দেন বন দফতরে। বনকর্মীরা এসে হরিণটিকে ঝোপ থেকে উদ্ধার করেন। তবে সে অসুস্থ হওয়ায় চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয় খড়গপুরের হিজলি প্রাণী চিকিৎসা কেন্দ্রে।
advertisement
advertisement
এদিকে লোকালয় লাগোয়া ঝোপে প্রাপ্তবয়স্ক হরিণের আটকে পড়া নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। এর পিছনে চোরা শিকারিদের কোনও হাত আছে কিনা সেই প্রশ্নও উঠছে। এমনিতে প্রায়ই শোনা যায় নয়াগ্ৰামের জঙ্গলে হরিণ শিকার করে চোরাশিকারীরা। তাই স্থানীয়দের অনুমান, হয়ত চোরা শিকারিদের তাড়া খেয়ে হরিণটি ওই ঝোপে আটকে পড়েছিল।
রাজু সিং
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
April 10, 2023 11:02 PM IST