Howrah News: এলাকায় তীব্র দুর্গন্ধ উৎসব খুঁজতে গিয়ে মিলল এ কী! ঘুম উড়ে গেল পুলিশের

Last Updated:

Howrah News: এলাকায় ছড়িয়েছে তীব্র দুর্গন্ধ! একেবারে অসহ্য দুর্গন্ধ গ্রাস করেছে এলাকা। কিসের গন্ধ খোঁজ শুরু হতেই স্থানীয়দের নজরে যা পড়ল, তাতে চক্ষু চড়কগাছ সকলের। আমতা-রানিহাটি রাজ্য সড়কের পাশে একটি কালভার্টের নিচে পড়ে মৃতদেহ।

তীব্র দুর্গন্ধ উৎসের খোঁজ করতেই মিলল দেহ
তীব্র দুর্গন্ধ উৎসের খোঁজ করতেই মিলল দেহ
জগৎবল্লভপুর: এলাকায় ছড়িয়েছে তীব্র দুর্গন্ধ! একেবারে অসহ্য দুর্গন্ধ গ্রাস করেছে এলাকা। কিসের গন্ধ খোঁজ শুরু হতেই স্থানীয়দের নজরে যা পড়ল, তাতে চক্ষু চড়কগাছ সকলের। আমতা-রানিহাটি রাজ্য সড়কের পাশে একটি কালভার্টের নিচে পড়ে মৃতদেহ। অজ্ঞাত পরিচয় এক ব্যক্তির পচা গলা দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য এলাকায়।
advertisement
advertisement
রানিহাটি-আমতা রাজ্য সড়কের পাঁচলা বিধানসভা কেন্দ্রের অন্তর্গত জগৎবল্লভপুর থানার শ্যামচক মনসাতলায় এই ঘটনা। বুধবার বিকেলে ইসলামপুর গ্রাম পঞ্চায়েতের শ্যামচক মনসাতলার এলাকার কিছু মানুষ একটা অস্বাভাবিক গন্ধ পায়। গন্ধের উৎস খোঁজার চেষ্টা করেন তাঁরা, রাজ্য সড়কের দুই পাশে চাষের জমি ও কলকারখানা। রাস্তা ঘেঁষে দুই দিকে রয়েছে নয়নজুলি। সেখানেই একটি দেহ ভাসতে দেখে স্থানীয় মানুষ।
advertisement
রাস্তার পাশে আগাছায় পূর্ণ নয়নজুলির জলে ভাসছে একটি দেহ। তা দেখে স্থানীয় মানুষ খবর দেন পুলিশে। জগৎবল্লভপুর থানা পুলিশ এসে দেহটিকে উদ্ধার করে নিয়ে যায়। অজ্ঞাত পরিচয় দেহটি পাঠানো হয় ময়নাতদন্তে। মৃতের নাম পরিচয় জানার চেষ্টা চালাচ্ছে পুলিশ। ঘটনার তদন্ত শুরু করেছে জগৎবল্লভপুর থানার পুলিশ।
advertisement
রাকেশ মাইতি
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Howrah News: এলাকায় তীব্র দুর্গন্ধ উৎসব খুঁজতে গিয়ে মিলল এ কী! ঘুম উড়ে গেল পুলিশের
Next Article
advertisement
West Bengal Weather Update: সাগরে ঘনাচ্ছে নিম্নচাপ ! সপ্তাহান্তে বঙ্গে হালকা বৃষ্টির সম্ভাবনা
সাগরে ঘনাচ্ছে নিম্নচাপ ! সপ্তাহান্তে বঙ্গে হালকা বৃষ্টির সম্ভাবনা
  • সাগরে ঘনাচ্ছে নিম্নচাপ !

  • সপ্তাহান্তে বঙ্গে হালকা বৃষ্টির সম্ভাবনা

  • তবে আগামী দু’দিন রাজ্যে বৃষ্টির কোনও সম্ভাবনা নেই

VIEW MORE
advertisement
advertisement