South Bengal: স্নানের আনন্দে মৃত্যু, পিসির বাড়িতে পুকুরে নেমেই মর্মান্তিক পরিণতি দুই শিশুর
- Published by:Suman Majumder
- hyperlocal
- Reported by:JULFIKAR MOLLA
Last Updated:
Basirhat- হঠাৎ করে নিখোঁজ হয়ে যায় দুই ভাই-বোন। খোঁজাখুঁজির পর পুকুরে তাদের দেহ ভেসে ওঠে। স্থানীয়রা তাদের উদ্ধার করে স্থানীয় স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন।
উত্তর ২৪ পরগণা: স্নানের আনন্দে মৃত্যু। পিসির বাড়িতে পুকুরেই শেষ হল দুই শিশুর খেলা। আনন্দের বাড়িতে নিমন্ত্রণ রক্ষা করতে এসে মর্মান্তিক পরিণতি হল দুই ভাই-বোনের।
বসিরহাট মহাকুমার স্বরূপনগর থানার বিথারী হাকিমপুর গ্রাম পঞ্চায়েতের বিথারী উত্তরপাড়ায় পুকুরে ডুবে মৃত্যু হল দুই শিশুর। মৃতদের নাম আদিল মন্ডল (৮) ও রিয়া মন্ডল (১০)। তারা বনগাঁর গোপালনগর থানার বেলতা গ্রামের বাসিন্দা। বাবা-মা মুম্বাইয়ে কর্মরত, তাই দিদার সঙ্গে পিসির বাড়িতে বিয়ের অনুষ্ঠানে যোগ দিতে এসেছিল তারা।
পরিবার সূত্রে জানা গিয়েছে, এদিন হঠাৎ করে নিখোঁজ হয়ে যায় দুই ভাই-বোন। খোঁজাখুঁজির পর পুকুরে তাদের দেহ ভেসে ওঠে। স্থানীয়রা তাদের উদ্ধার করে স্থানীয় স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন।
advertisement
advertisement
পুলিশের প্রাথমিক অনুমান, পুকুরে স্নান করতে গিয়েই জলে তলিয়ে যায় দুই শিশু। দুজনের কেউ সাঁতার জানত না, তাই পুকুরে নেমেই ডুবে যায়। তবে প্রশ্ন উঠছে, কীভাবে দুই শিশু বাড়ির লোকের অজান্তে পুকুরের ধারে চলে গেল এবং কেউ তা টের পেল না? মৃত্যুকে ঘিরে তৈরি হয়েছে একাধিক প্রশ্ন।
আরও পড়ুন- আরও বড় ধাক্কা খেতে চলেছেন শামি! এবার হাসিন যা দাবি করলেন, জানলে চমকে যাবেন
ঘটনার খবর পেয়ে স্বরূপনগর থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বসিরহাট জেলা হাসপাতালের মর্গে পাঠায়। পুলিশ জানিয়েছে, মৃত্যুর প্রকৃত কারণ ও অন্য কোনও রহস্য আছে কি না তা জানার জন্য পরিবারের সদস্য ও প্রতিবেশীদের জিজ্ঞাসাবাদ শুরু হয়েছে। শোকের ছায়া নেমে এসেছে বিয়ের আনন্দের বাড়িতে।
advertisement
এলাকার মানুষ এমন মর্মান্তিক দুর্ঘটনায় শোকাহত। শিশুদুটি বাঁচানোর আর কোনো সুযোগ পেলেন না পরিবারের সদস্যরা, যা তাদের কষ্ট আরও বাড়িয়ে দিয়েছে।
জুলফিকার মোল্যা
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
July 03, 2025 8:49 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
South Bengal: স্নানের আনন্দে মৃত্যু, পিসির বাড়িতে পুকুরে নেমেই মর্মান্তিক পরিণতি দুই শিশুর