Mohammed Shami: আরও বড় ধাক্কা খেতে চলেছেন শামি! এবার হাসিন যা দাবি করলেন, জানলে চমকে যাবেন

Last Updated:

Mohammed Shami, Hasin Jahan: প্রাক্তন ভারতীয় ক্রিকেটার মহম্মদ শামির স্ত্রী হাসিন জাহান তার ও কন্যার জন্য মাসিক ভরণপোষণ বাবদ ৪ লক্ষ টাকা পাওয়ার নির্দেশকে “দীর্ঘ লড়াইয়ের পর জয়” হিসেবে অভিহিত করেছেন।

News18
News18
প্রাক্তন ভারতীয় ক্রিকেটার মহম্মদ শামির স্ত্রী হাসিন জাহান তার ও কন্যার জন্য মাসিক ভরণপোষণ বাবদ ৪ লক্ষ টাকা পাওয়ার নির্দেশকে “দীর্ঘ লড়াইয়ের পর জয়” হিসেবে অভিহিত করেছেন। কলকাতা হাই কোর্টের রায়ে বলা হয়েছে, শামিকে প্রতি মাসে হাসিনকে ১.৫ লক্ষ টাকা এবং তাদের কন্যাকে ২.৫ লক্ষ টাকা দিতে হবে।
২০১৫ সালে এই দম্পতির কন্যা সন্তানের জন্ম হয় এবং ২০১৮ সালে হাসিন শামির বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার অভিযোগ তোলেন। এর পর থেকেই তারা বিবাহবিচ্ছেদ ও ভরণপোষণের মামলা নিয়ে আইনি লড়াইয়ে রয়েছেন। হাসিন জানান, “আমি ঈশ্বরকে ধন্যবাদ জানাই। এখন আমি আমার মেয়েকে ভালো শিক্ষা দিতে পারব ও একটি সম্মানজনক জীবন দিতে পারব। তবে শামির আয় ও জীবনযাত্রার সঙ্গে তুলনা করলে এই টাকা কিছুই নয়।”
advertisement
হাসিন আরও বলেন,”আপনি যদি শামির জীবনযাত্রা দেখেন, তার যেভাবে স্ট্যাটাস রয়েছে, তার আয় যে পরিমাণ, তার তুলনায় এই পরিমাণ টাকা কিছুই নয়… আমরা সাত বছর আগে আদালতে ১০ লক্ষ টাকা দাবি করেছিলাম। তখন থেকে শামির আয়ও বেড়েছে, মূল্যস্ফীতিও বেড়েছে। যে মর্যাদায় ও জীবনযাপন করে, আমার মেয়ে ও আমি সেই একই মর্যাদায় জীবনযাপন করার অধিকার রাখি।”
advertisement
advertisement
হাসিনের আইনজীবী ইমতিয়াজ আহমেদ জানান, “২০১৮ থেকে ২০২৪ পর্যন্ত হাসিন বহু কষ্ট সহ্য করেছেন। শেষমেশ আদালতে ন্যায়বিচার হয়েছে। হাই কোর্ট ট্রায়াল কোর্টকে নির্দেশ দিয়েছে ছয় মাসের মধ্যে মূল মামলার রায় দিতে।” তিনি আরও জানান, ভবিষ্যতে ভরণপোষণের পরিমাণ বাড়িয়ে ৬ লক্ষ পর্যন্ত করা হতে পারে, কারণ হাসিনের দাবি ছিল যথাক্রমে ৭ লক্ষ ও ৩ লক্ষ টাকা।
view comments
বাংলা খবর/ খবর/খেলা/
Mohammed Shami: আরও বড় ধাক্কা খেতে চলেছেন শামি! এবার হাসিন যা দাবি করলেন, জানলে চমকে যাবেন
Next Article
advertisement
Maharashtra Doctor Death Update: কী চলত সরকারি হাসপাতালে, কেন নিজেকে শেষ করে দিলেন মহারাষ্ট্রের তরুণী চিকিৎসক? বিরাট কেলেঙ্কারি ফাঁস
কী চলত সরকারি হাসপাতালে,কেন নিজেকে শেষ করলেন মহারাষ্ট্রের তরুণী চিকিৎসক? কেলেঙ্কারি ফাঁস
  • মহারাষ্ট্রে তরুণী চিকিৎসকের আত্মহত্যার ঘটনায় এবার চাঞ্চল্যকর অভিযোগ তুলল নির্যাতিতার পরিবার৷ মৃতার এক সম্পর্কিত ভাইয়ের অভিযোগ, ওই চিকিৎসককে ময়নাতদন্তের ভুয়ো রিপোর্ট তৈরি করতে বাধ্য করা হত৷

VIEW MORE
advertisement
advertisement