#পুরুলিয়া: মঙ্গলবার থেকে নিখোঁজ থাকার পর বুধবার সকালে উদ্ধার বিজেপি কর্মীর দেহ। পুরুলিয়ায় বলরামপুরের সুপুরডি গ্রামের ঘটনা। গতকাল সন্ধের পর থেকে কলেজ ছাত্র ত্রিলোচন মাহাতর কোনও খোঁজ পাওয়া যাচ্ছিল না। আজ সকালে গ্রাম সংলগ্ন মাঠের গাছে তাঁর ঝুলন্ত উদ্ধার হয়। ভোটের সময় থেকেই যে তাঁকে খুনের চেষ্টা হচ্ছিল, তা মৃতের গেঞ্জি ও কাগজে লেখা বার্তা থেকে স্পষ্ট।
আরও পড়ুন: এবার ল্যান্ডলাইন থেকেও করা যাবে ভিডিও কল ও ম্যাসেজ !
ঘটনাস্থল থেকে উদ্ধার করা হয়েছে মৃতের মানিব্যাগ, টুপি ও মোবাইল ফোন। দেহ উদ্ধার করতে গেলে বিক্ষোভের মুখে পড়ে পুলিশ। বিজেপির জেলা সভাপতি বিদ্যাসাগর চক্রবর্তীর অভিযোগ, তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরাই খুন করেছে বিজেপি কর্মী ত্রিলোচন মাহাতকে।
আরও পড়ুন: উন্নাওকাণ্ডের ছায়া এবার বরেলিতে ! কাঠগড়ায় ফের বিজেপি বিধায়ক
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: BJP Worker, BJP Worker Found Hanging, Deadbody, Purulia