বাবা আর নেই...! মৃতদেহ ঘরে রেখেই মাধ্যমিক দিতে গেল মেয়ে, শোক সামলে চলল কলম!
- Published by:Tias Banerjee
Last Updated:
বাবার মৃত্যুর শোক সামলেও মুসকান খাতুন মাধ্যমিক পরীক্ষায় বসে বাবার স্বপ্ন পূরণে দৃঢ়প্রতিজ্ঞ। তার সাহসিকতায় কুর্নিশ জানিয়েছে গোটা এলাকা।
সোমনাথ ঘোষ, পান্ডুয়া: হুগলির পান্ডুয়া ব্লকের তারাজল গ্রামের মুসকান খাতুনের জীবনের প্রথম বড় পরীক্ষা শুরু হল চরম শোকের মধ্যে দিয়ে। বুধবার হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান তাঁর বাবা আব্দুল কায়েম। পূর্ব বর্ধমানের একটি হাসপাতালে ভর্তি ছিলেন তিনি। কিন্তু মৃত্যুর শোক সামলেও বাবার স্বপ্ন পূরণ করতে পরীক্ষা কেন্দ্রে হাজির হলেন মুসকান।
advertisement
পান্ডুয়া হাতনী উচ্চ বিদ্যালয়ের ছাত্রী মুসকানের পরীক্ষা কেন্দ্র পড়েছে বৈঁচি বাটিকা উচ্চ বিদ্যালয়ে। আজ যখন সে মাধ্যমিকের প্রথম পরীক্ষা দিচ্ছে, তখনই বাড়িতে চলছে বাবার শেষকৃত্য। কিন্তু বাবার ইচ্ছা ছিল, মেয়ে পড়াশোনা করে নিজের পায়ে দাঁড়াবে। সেই স্বপ্ন পূরণ করতেই শোক সামলে কলম ধরেছে মুসকান।
advertisement
পরিস্থিতির কথা জানতে পেরে বাটিকা বৈঁচি পঞ্চায়েতের উপপ্রধান দীপ্তেন্দু বন্দ্যোপাধ্যায় দ্রুত ব্যবস্থা নেন, যাতে মুসকানের পরীক্ষায় কোনও সমস্যা না হয়। তিনি জানান, “পরীক্ষা কেন্দ্রের কাছেই অ্যাম্বুলেন্স ও অন্যান্য জরুরি ব্যবস্থা রাখা হয়েছে। এই পরিস্থিতিতেও মেয়েটির মানসিক দৃঢ়তা দেখে ভাল লাগছে।”
advertisement
মুসকান জানায়, “বাবা সবসময় চাইতেন আমি পড়াশোনায় ভাল করি, বড় হয়ে নিজের পায়ে দাঁড়াই। তাই বাবার স্বপ্ন পূরণ করতেই পরীক্ষায় বসেছি।” শোকের মাঝেও এক অদম্য লড়াইয়ের প্রতিচ্ছবি হয়ে উঠেছে মুসকান। তার এই সাহসিকতায় কুর্নিশ জানিয়েছে গোটা এলাকা।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
February 15, 2025 3:40 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
বাবা আর নেই...! মৃতদেহ ঘরে রেখেই মাধ্যমিক দিতে গেল মেয়ে, শোক সামলে চলল কলম!