বাবা আর নেই...! মৃতদেহ ঘরে রেখেই মাধ্যমিক দিতে গেল মেয়ে, শোক সামলে চলল কলম!

Last Updated:

বাবার মৃত্যুর শোক সামলেও মুসকান খাতুন মাধ্যমিক পরীক্ষায় বসে বাবার স্বপ্ন পূরণে দৃঢ়প্রতিজ্ঞ। তার সাহসিকতায় কুর্নিশ জানিয়েছে গোটা এলাকা।


পান্ডুয়া হাতনী উচ্চ বিদ্যালয়ের ছাত্রী মুসকানের পরীক্ষা কেন্দ্র পড়েছে বৈঁচি বাটিকা উচ্চ বিদ্যালয়ে। (প্রতীকী ছবি)
পান্ডুয়া হাতনী উচ্চ বিদ্যালয়ের ছাত্রী মুসকানের পরীক্ষা কেন্দ্র পড়েছে বৈঁচি বাটিকা উচ্চ বিদ্যালয়ে। (প্রতীকী ছবি)
সোমনাথ ঘোষ, পান্ডুয়া: হুগলির পান্ডুয়া ব্লকের তারাজল গ্রামের মুসকান খাতুনের জীবনের প্রথম বড় পরীক্ষা শুরু হল চরম শোকের মধ্যে দিয়ে। বুধবার হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান তাঁর বাবা আব্দুল কায়েম। পূর্ব বর্ধমানের একটি হাসপাতালে ভর্তি ছিলেন তিনি। কিন্তু মৃত্যুর শোক সামলেও বাবার স্বপ্ন পূরণ করতে পরীক্ষা কেন্দ্রে হাজির হলেন মুসকান।
advertisement
পান্ডুয়া হাতনী উচ্চ বিদ্যালয়ের ছাত্রী মুসকানের পরীক্ষা কেন্দ্র পড়েছে বৈঁচি বাটিকা উচ্চ বিদ্যালয়ে। আজ যখন সে মাধ্যমিকের প্রথম পরীক্ষা দিচ্ছে, তখনই বাড়িতে চলছে বাবার শেষকৃত্য। কিন্তু বাবার ইচ্ছা ছিল, মেয়ে পড়াশোনা করে নিজের পায়ে দাঁড়াবে। সেই স্বপ্ন পূরণ করতেই শোক সামলে কলম ধরেছে মুসকান।
advertisement
পরিস্থিতির কথা জানতে পেরে বাটিকা বৈঁচি পঞ্চায়েতের উপপ্রধান দীপ্তেন্দু বন্দ্যোপাধ্যায় দ্রুত ব্যবস্থা নেন, যাতে মুসকানের পরীক্ষায় কোনও সমস্যা না হয়। তিনি জানান, “পরীক্ষা কেন্দ্রের কাছেই অ্যাম্বুলেন্স ও অন্যান্য জরুরি ব্যবস্থা রাখা হয়েছে। এই পরিস্থিতিতেও মেয়েটির মানসিক দৃঢ়তা দেখে ভাল লাগছে।”
advertisement
মুসকান জানায়, “বাবা সবসময় চাইতেন আমি পড়াশোনায় ভাল করি, বড় হয়ে নিজের পায়ে দাঁড়াই। তাই বাবার স্বপ্ন পূরণ করতেই পরীক্ষায় বসেছি।” শোকের মাঝেও এক অদম্য লড়াইয়ের প্রতিচ্ছবি হয়ে উঠেছে মুসকান। তার এই সাহসিকতায় কুর্নিশ জানিয়েছে গোটা এলাকা।
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
বাবা আর নেই...! মৃতদেহ ঘরে রেখেই মাধ্যমিক দিতে গেল মেয়ে, শোক সামলে চলল কলম!
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement