Dakkhina Kali: হালখাতার অনুষ্ঠান, মা কালীর আশীর্বাদ, সদাজাগ্রত দক্ষিণা কালী মন্দিরে উপচে পড়া ভিড়
- Published by:Debalina Datta
- hyperlocal
- Reported by:Sarmistha Banerjee Bairagi
Last Updated:
Dakkhina Kali: নববর্ষের সূচনার দিনে ঝালদা দক্ষিণা কালী মন্দিরের ব্যবসায়ী ও ভক্তদের ভিড়
পুরুলিয়া : আপামর বঙ্গবাসীর কাছে অন্যতম উৎসব হল নববর্ষ। মূলত এই দিন ব্যবসায়ীরা হালখাতার পুজো দিয়ে দিনের সূচনা করেন। এছাড়াও এই দিন মন্দিরে ভিড় জমান বাড়ির মহিলা , পুরুষ সহ কচি-কাঁচারা। নতুন বছরের সূচনা ঈশ্বরের আশীর্বাদ নিয়ে করতে চান সকলে। রাজ্যের অন্যান্য জেলার পাশাপাশি জেলা পুরুলিয়ার বিভিন্ন জায়গাতে দেখা যায় ব্যবসায়ী ও ভক্তবৃন্দদের ভিড়। ঝালদার দক্ষিণাকালী মন্দিরে সকাল থেকেই দেখা যায় ব্যবসায়ী ও ভক্তদের ভিড়। ১৪ এপ্রিল বাংলা নববর্ষের পূর্ণ লগ্নে দক্ষিণা কালীর শরণাপন্ন হন সকলে।
এ বিষয়ে এক ব্যবসায়ী জানান , সারা বছর যাতে ভালোভাবে তার ব্যবসা চলে সেই প্রার্থনা নিয়েই বছরের প্রথম দিনে মায়ের কাছে পুজো দিলেন তিনি। পুজো দেওয়া এই হালখাতায় সারা বছরের হিসাব থাকবে।
আরও পড়ুন – KKR Team News: পয়লা বৈশাখে ইডেন হল পয়া, কেকেআর জার্সিতে সেরা বোলিং করে মন জিতলেন স্টার্ক
advertisement
advertisement
এ বিষয়ে ভক্তরা বলেন , পরিবার ও সন্তানদের মঙ্গল কামনায় তারা মন্দিরে পুজো দিলেন। সকলে যাতে ভালো থাকে ও সুস্থ থাকে ঈশ্বরের কাছে সেই কামনায় করেছেন। বছরের শুরুর এই দিনটাতেই ঈশ্বরের আশীর্বাদ নিয়ে তারা গোটা বছর সুষ্ঠু ভাবে কাটাতে চান।
এ বিষয়ে মন্দিরের পুরোহিত বলেন , হালখাতা চাহিদা আগের থেকে অনেকটা কমে গেলেও পুরুলিয়া জেলার মানুষদের কাছে হালখাতা পুজো করা অন্যরকম আবেগ। তাই কমবেশি সকলেই এই সময় হালখাতার পুজো করে থাকেন। ব্যবসায়ীরা এই খাতায় সারা বছরের হিসাব নিকাশ করে রাখেন।
advertisement
Sharmistha Banerjee
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
April 14, 2024 8:42 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Dakkhina Kali: হালখাতার অনুষ্ঠান, মা কালীর আশীর্বাদ, সদাজাগ্রত দক্ষিণা কালী মন্দিরে উপচে পড়া ভিড়