ভয়ঙ্কর ঘটনা! ইট ছুড়ে গাড়ি দাঁড় করিয়ে যাত্রীদের সর্বস্ব লুট জাতীয় সড়কে

Last Updated:

Memari dacoity- জেলা পুলিশ সূত্রে জানা গিয়েছে, চারচাকা গাড়িটিতে ইট এসে  পড়লে গাড়িটি দাঁড়িয়ে যায়। তখনই চার পাঁচ জন দুষ্কৃতি গাড়ির যাত্রীদের কাছ থেকে পঁচিশ হাজার টাকা ও সোনার গহনা নিয়ে চম্পট দেয়।

News18
News18
মেমারি: কী ভয়ঙ্কর! জাতীয় সড়ক ধরে ছুটছিল গাড়ি। হঠাৎই সামনের কাচে এসে পড়ল থান ইট! কাচ ভেঙে চুরমার। তার টুকরো ছড়িয়ে পড়ল যাত্রীদের শরীরে। চালক গাড়ি দাঁড় করালেন। কিছু বুঝে ওঠার আগেই সেখানে উপস্থিত দুষ্কৃতীরা।
শিশুর মাথায় বন্দুক ঠেকিয়ে সর্বত্র লুঠ করল তারা। পূর্ব বর্ধমানের মেমারির পালসিটে জাতীয় সড়কে এই ঘটনা ঘটেছে। চারচাকা গাড়ির যাত্রীদের থেকে সর্বস্ব লুঠ করে চম্পট দেয় দুষ্কৃতীরা। এই ঘটনাকে কেন্দ্র করে জেলা জুড়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
আরও পড়ুন- ১৮০০ শতকের কেক আজও বড়দিনের বাজার মাতিয়ে রেখেছে…
এই ছিনতাইয়ের ঘটনায় একজনকে গ্রেফতার করে মেমারি থানার পুলিশ। ধৃতের নাম ছোট্টু দাস ওরফে মিনি। তাঁর বাড়ি বর্ধমানের গুডস সেড রোড এলাকায়। এই ঘটনায় জড়িত বাকিদেরও হদিশ পাওয়ার চেষ্টা চালাচ্ছে পুলিশ।
advertisement
advertisement
জেলা পুলিশ সূত্রে জানা গিয়েছে, চারচাকা গাড়িটিতে ইট এসে  পড়লে গাড়িটি দাঁড়িয়ে যায়। তখনই চার পাঁচ জন দুষ্কৃতি গাড়ির যাত্রীদের কাছ থেকে পঁচিশ হাজার টাকা ও সোনার গহনা নিয়ে চম্পট দেয়। কলকাতা থেকে তারাপীঠ যাচ্ছিল গাড়িটির যাত্রীরা। গাড়িতে এক শিশু,এক মহিলা সহ পাঁচজন ছিলো।শিশুর মাথায় বন্দুক ধরে খুন করার ভয় দেখিয়ে লুঠপাট চালায় দুষ্কৃতিরা।
advertisement
পুলিশ সূত্রে জানা গেছে, রবিবার  রাতে ১৯ নং জাতীয় সড়কে পালসিট টোল প্লাজার কাছে কোলকাতা থেকে তারাপীঠের দিকে যাওয়া একটি চারচাকা গাড়িতে ইট ছুড়লে গাড়ির কাচ ভেঙে যায়। গাড়িটি রাস্তার ধারে দাঁড়াতেই দুষ্কৃতিরা সেই গাড়িটিকে ঘিরে ফেলে। এরপর তারা ওই শিশুর মাথায় বন্দুক ঠেকিয়ে লুঠপাট চালায়। বেশ কয়েক মিনিট ধরে অপারেশন চালিয়ে চম্পট দেয় তারা। এরপর যাত্রীরা মেমারি থানায় গিয়ে লিখিত অভিযোগ দায়ের করে।
advertisement
আরও পড়ুন- বেড়াতে এসেও নেই শান্তি, রয়েছে বাঘিনীর আতঙ্ক , কী বলছেন পর্যটকেরা!
চাঞ্চল্যকর এই অপরাধের  খবর পেয়ে নড়েচড়ে বসে পুলিশ। মেমারি থানা জোরদার তদন্ত শুরু করে। এরপরই এই ঘটনায় ছোট্টু দাস ওরফে মিনিকে গ্রেফতার করে পুলিশ। ধৃতকে বুধবার বর্ধমান আদালতে তোলা হয়।বাকী দুষ্কৃতীদের ধরতে তল্লাশি চালাচ্ছে পুলিশ।
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
ভয়ঙ্কর ঘটনা! ইট ছুড়ে গাড়ি দাঁড় করিয়ে যাত্রীদের সর্বস্ব লুট জাতীয় সড়কে
Next Article
advertisement
MGNREGA: মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! কোটি কোটি কৃষক শ্রমিকদের স্বার্থে আঘাত, কেন্দ্রের নয়া ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
  • মনরেগা প্রকল্পের নাম বদল নিয়ে এবার মোদি সরকারের বিরুদ্ধে সরব সোনিয়া গান্ধি

  • কংগ্রেসে নেত্রীর দাবি, মনরেগা প্রকল্পকে কার্যত ধ্বংস করে দিল বিজেপি

  • প্রকল্পকে বদলের আইনকে ‘কালো আইন (ব্ল্যাক ল)’ বলে উল্লেখ্য সোনিয়ার৷

VIEW MORE
advertisement
advertisement