Purulia News : উৎসবের মাঝেও বাঘিনীর আতঙ্কে ঘুম উড়েছে পর্যটকদের!

Last Updated:

রাইকার জঙ্গলে দাপিয়ে বেড়াচ্ছে জিনাত, আতঙ্কে পর্যটকেরা। মাথায় হাত হোটেল ব্যবসায়ীদের।

+
বাঘিনীর

বাঘিনীর আতঙ্কে ভুগছেন পর্যটকেরা

পুরুলিয়া: শুরু হয়েছে উৎসবের মুরশুম কিন্তু তার মাঝেই বাঘের আতঙ্ক ছড়িয়েছে জঙ্গলমহল পুরুলিয়ায়। আতঙ্ক ছড়াচ্ছে পর্যটকদের মধ্যে। তাই বেড়ানোর আমেজ উপভোগ করতে পর্যটকেরা পুরুলিয়া বেড়াতে এলেও মনভোরে আনন্দ করতে পারছেন না তারা। কারণ পর্যটকদের আনন্দের মাঝেও রয়েছে ভয়। ‌সুন্দরী পুরুলিয়ার অফবিট ডেস্টিনেশনে মধ্যে অন্যতম বান্দোয়ান। এখানেই রয়েছে একাধিক পর্যটন কেন্দ্র। এখানে রাজ্যের বিভিন্ন জায়গার পাশাপাশি পার্শ্ববর্তী রাজ্য ঝাড়খন্ড থেকেও বহু পর্যটক বেড়াতে আসেন। বাংলা-ঝাড়খন্ড টুরিজম সার্কিটের অন্যতম অংশ এটি। তাই নিরিবিলিতে ছুটি কাটাতে পর্যটকেরা এখানে এসে থাকেন। তবে বর্তমানে অবাধে যে কোনও জায়গায় যেতে পারছে না পর্যটকেরা। কারণ জঙ্গল সংলগ্ন এলাকাগুলোতে রয়েছে বনদফতরের কড়া নজরদারি। তাই মনে ভয় নিয়ে বেড়ানোর আমেজ উপভোগ করতে হচ্ছে পর্যটকদের।
আরও পড়ুন: বড়দিনে দিঘায় উপচে পড়া ভিড়ের মাঝে এসব কী হচ্ছে? সন্দেহ হতেই পুলিশ যা করল দেখুন
এ-বিষয়ে বান্দোয়ানে বেড়াতে আসা এক পর্যটক হৈমন্তী দাঁ বলেন , তিনি প্রথমবার পুরুলিয়ায় বেড়াতে এসেছেন। পুরুলিয়ার বান্দোয়ান অফবিট ডেস্টিনেশন হিসেবে খুবই জনপ্রিয়। পুরুলিয়ার প্রাকৃতিক সৌন্দর্য তার মন কেড়ে নিয়েছে। বান্দোয়ানের রাইকা পাহাড়ের জঙ্গলে বাঘ বিচরণ করছে এ-কথা তিনি পুরুলিয়ায় আসার পরে জানতে পেরেছেন। তাই কিছুটা হলেও ভয়ের মধ্যে রয়েছেন তিনি। তবুও বেড়ানোর আনন্দ উপভোগ করছেন। তবে বেশ কিছু জায়গায় রেস্ট্রিকশন করে দেওয়া হয়েছে।
advertisement
আরও পড়ুন: বড়দিন কাটাবেন বিশেষ মানুষের সঙ্গে, তাই ক্রিসমাস ইভেই হুগলিতে সাংসদ রচনা! তারপর?
মূলত পর্যটনের এই সময় ব্যাপক হারে পর্যটকদের ঢল নামে পুরুলিয়ায়। জেলার বিভিন্ন প্রান্ত পর্যটকদের ভিড়ে ঠাসা থাকে। তবে পুরুলিয়ার বান্দোয়ানে বাঘের আতঙ্ক ছড়ানোর ফলে সমস্যার মধ্যে পড়তে পারেন পর্যটন ব্যবসায়ীরা এমনটাই মনে করছেন তারা। এ বিষয়ে বান্দোয়ানের একটি হোটেল ব্যবসায়ী সৌরভ মাহাতো বলেন, কম-বেশি সারা বছরই তাদের হোটেলে পর্যটকদের ভিড় থাকে। তবে এই সময় পর্যটকদের সংখ্যা অনেকখানি বেড়ে যায়। কিন্তু বাঘের আতঙ্ক ছড়ানোর ফলে চিন্তায় রয়েছেন তিনি। এর ফলে তাদের ব্যবসায় ক্ষতির আশঙ্কা করছে তিনি।
advertisement
advertisement
২৫ ডিসেম্বর থেকে ১জানুয়ারি মূলত এই সময় সমস্ত টুরিস্ট স্পট গুলিতে পর্যটকদের উপচে পড়া ভিড় লক্ষ্য করা যায়। দিঘা , পুরী, দার্জিলিং-এর পাশাপাশি পর্যটকদের পছন্দের ডেস্টিনেশন জঙ্গলমহলের পুরুলিয়া জেলা। আর তার মধ্যে অন্যতম বান্দোয়ান সার্কিট। তবে সেখানে বাঘের আতঙ্ক ছড়িয়ে পড়ায় কিছুটা হলেও ভয় পাচ্ছেন পর্যটকেরা।
শর্মিষ্ঠা ব্যানার্জি
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Purulia News : উৎসবের মাঝেও বাঘিনীর আতঙ্কে ঘুম উড়েছে পর্যটকদের!
Next Article
advertisement
Parineeti Chopra's Baby Name: ফুটফুটে সন্তানকে আগলে প্রথম ছবি পরিণীতি-রাঘবের, ছেলের কী নাম রাখলেন দেখে নিন
ফুটফুটে সন্তানকে আগলে প্রথম ছবি পরিণীতি-রাঘবের, ছেলের কী নাম রাখলেন দেখে নিন
  • ফুটফুটে সন্তানকে আগলে প্রথম ছবি পরিণীতি-রাঘবের

  • ছেলের কী নাম রাখলেন দেখে নিন

  • নামের অর্থ জানুন

VIEW MORE
advertisement
advertisement