Howrah News: অশনি আতঙ্ক! প্রশাসনের কাছে বিপদজনক গাছ কাটার আবেদন স্থানীয় মানুষের
- Published by:Pooja Basu
- news18 bangla
Last Updated:
Cyclone Asani: রাস্তার পাশে দাঁড়িয়ে বিপদজনক শুকনো গাছ। যে কোনো মুহূর্তে ভেঙে পড়ে প্রাণহানির মতো ঘটনা ঘটতে পারে বলে অভিযোগ।
#হাওড়া: একটি গাছ একটি প্রাণ৷ কিন্তু তার উলট পুরান হাওড়াতে৷ গাছ ভেঙ্গে পড়ে প্রাণহানীর মত ঘটনা ঘটতে পারে বলে আতঙ্ক তৈরি হয়েছে৷ তাই রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা ওই গাছটিকে কাটতে প্রশাসনের দ্বারস্থ হয়েছেন স্থানীয় মানুষ৷ ধেয়ে আসছে ঘূর্ণিঝড় অশনি৷ ফলে আতঙ্ক আরও ছড়িয়েছে এলাকার মানুষের মধ্যে৷ আমফান পরবর্তী সময় থেকে রাজ্য সড়ক সংলগ্ন একটি প্রকাণ্ড শুকনো গাছ দাঁড়িয়ে রয়েছে৷ যে কোনো মুহূর্তে গাছটি ভেঙ্গে পড়তে পারে, প্রাণহানীর মত ঘটনাও ঘটতে পারে বলে আশঙ্কা স্থানীয়দের৷ মাঝে মধ্যেই গাছের শুকনো ডাল পালা ভেঙ্গে মানুষের মাথার উপর পড়ার ঘটনা ঘটছে।
হাওড়া জেলার সারেঙ্গা কে টি টি এলাকায় রাজ্য সড়কের উপর দাঁড়িয়ে আছে প্রকাণ্ড শুকনো গাছ। ব্যস্ততম ওই রাস্তা দিয়ে বেশ কয়েকটি গ্রামের হাজার হাজার মানুষের যাতায়াত করেন। এই রাস্তা দিয়ে নলপুর থেকে সাঁকরাইল মানিকপুর যেতে হয় সাধারণ মানুষকে৷ প্রাণ হাতে করে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা বিপদজনক ওই গাছের নিচ দিয়ে যেতে হয় তাদের৷ একদিকে শুকনো গাছের ডালপালা ভেঙে ভেঙে পড়ছে অন্যদিকে গাছ সংলগ্ন ইলেকট্রিক পোস্ট দুর্ঘটনার আশঙ্কা আরও বাড়িয়ে দিচ্ছে বলে অভিযোগ৷
advertisement
advertisement
এলাকার মানুষ ঐক্যবদ্ধ হয়ে গাছটিকে কাটার জন্য প্রশাসনের দ্বারস্থ হয়েও কোনও রকম সুরাহা মিলেনি বলে অভিযোগ। সাধারণ মানুষ ও একটি স্বেচ্ছাসেবী সংগঠনের যৌথ উদ্যোগে সাঁকরাইল বিডিওর কাছে লিখিত আবেদন জমা দিয়েছেন৷ এক মাস অতিক্রান্ত হয়ে যাবার পরও কোনও রকম ব্যবস্থা গ্রহণ করেনি প্রশাসন৷ সমস্যা সমাধান না হলে আগামীতে আরও বৃহত্তর আন্দোলন নামবে বলে জানিয়েছে আন্দোলনকারীরা৷
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷
Location :
First Published :
May 10, 2022 9:35 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Howrah News: অশনি আতঙ্ক! প্রশাসনের কাছে বিপদজনক গাছ কাটার আবেদন স্থানীয় মানুষের