Potato Price Hike: আরও চড়বে আলুর দাম, আশঙ্কার কথা শোনালেন কৃষক- ব্যবসায়ীরা

Last Updated:
1/7
তেলের দাম আকাশছোঁয়া, হু হু করে বাড়ছে চালের দামও৷ নিম্নবিত্ত মানুষ যে আলু সেদ্ধ-ভাত খাবেন, তাতেও দামের ছেঁকা৷ কারণ আর পাঁচটা জিনিসের মতোই চড়চড় করে বাড়ছে আলুর দামও৷ আগামী কয়েকদিনে দাম আরও বাড়ার আশঙ্কা রয়েছে৷
তেলের দাম আকাশছোঁয়া, হু হু করে বাড়ছে চালের দামও৷ নিম্নবিত্ত মানুষ যে আলু সেদ্ধ-ভাত খাবেন, তাতেও দামের ছেঁকা৷ কারণ আর পাঁচটা জিনিসের মতোই চড়চড় করে বাড়ছে আলুর দামও৷ আগামী কয়েকদিনে দাম আরও বাড়ার আশঙ্কা রয়েছে৷
advertisement
2/7
বাজারে চন্দ্রমুখী আলুর দাম অনেক জায়গাতেই চল্লিশ টাকা ছুঁয়েছে৷ জ্যোতি আলুও বিকোচ্ছে ৩০ থেকে ৩৫ টাকা কেজিতে৷ আলুর পাইকারী ব্যবসায়ীরা বলছেন, পরিবহণ খরচের পাশাপাশি হিমঘরের ভাড়া বৃদ্ধিও আলুর দাম বাড়ার অন্যতম কারণ৷
বাজারে চন্দ্রমুখী আলুর দাম অনেক জায়গাতেই চল্লিশ টাকা ছুঁয়েছে৷ জ্যোতি আলুও বিকোচ্ছে ৩০ থেকে ৩৫ টাকা কেজিতে৷ আলুর পাইকারী ব্যবসায়ীরা বলছেন, পরিবহণ খরচের পাশাপাশি হিমঘরের ভাড়া বৃদ্ধিও আলুর দাম বাড়ার অন্যতম কারণ৷
advertisement
3/7
এরই প্রতিবাদে আজ সারা রাজ্য ব্যাপী একদিনের কর্মবিরতির ডাক দিয়েছে পশ্চিমবঙ্গ প্রগতিশীল আলু ব্যাবসায়ী সমিতি। সকাল থেকে সংগটনের সদস্যরা সিঙ্গুরের রতনপুর আলুর আড়ৎ বন্ধ রেখেছে। হিমঘর থেকে বের হয়নি কোনও আলু।
এরই প্রতিবাদে আজ সারা রাজ্য ব্যাপী একদিনের কর্মবিরতির ডাক দিয়েছে পশ্চিমবঙ্গ প্রগতিশীল আলু ব্যাবসায়ী সমিতি। সকাল থেকে সংগটনের সদস্যরা সিঙ্গুরের রতনপুর আলুর আড়ৎ বন্ধ রেখেছে। হিমঘর থেকে বের হয়নি কোনও আলু।
advertisement
4/7
ব্যবসায়ীরা বলছেন, এ বছর আলু চাষের মরসুমে ঘূর্ণিঝড় জাওয়াদের ফলে প্রচুর আলু বীজ জমিতেই নষ্ট হয়েছিল। পুনরায় কৃষকরা আলুর বীজ বসিয়েও  ভালো ফলন পাননি। এর ফলে কৃষকরা বাড়তি লাভের আশায় হিমঘরে আলু রেখে পড়েছেন বিপাকে। কারণ হিমঘরের ভাড়াই বেড়ে গিয়েছে৷
ব্যবসায়ীরা বলছেন, এ বছর আলু চাষের মরসুমে ঘূর্ণিঝড় জাওয়াদের ফলে প্রচুর আলু বীজ জমিতেই নষ্ট হয়েছিল। পুনরায় কৃষকরা আলুর বীজ বসিয়েও ভালো ফলন পাননি। এর ফলে কৃষকরা বাড়তি লাভের আশায় হিমঘরে আলু রেখে পড়েছেন বিপাকে। কারণ হিমঘরের ভাড়াই বেড়ে গিয়েছে৷
advertisement
5/7
এই বছর রাজ্য সরকার বস্তা প্রতি ৭.৩৭  টাকা করে হিমঘরের ভাড়া বাড়িয়েছে। গতবছর হিমঘরের ভাড়া ছিল বস্তা প্রতি ৮২.৮৮ টাকা। এ বছর তা বেড়ে হয়েছে ৯০.২৫ টাকা।
এই বছর রাজ্য সরকার বস্তা প্রতি ৭.৩৭ টাকা করে হিমঘরের ভাড়া বাড়িয়েছে। গতবছর হিমঘরের ভাড়া ছিল বস্তা প্রতি ৮২.৮৮ টাকা। এ বছর তা বেড়ে হয়েছে ৯০.২৫ টাকা।
advertisement
6/7
সিঙ্গুর আলু ব্যাবসায়ী সমিতির সহ সম্পাদক প্রল্হাদ মণ্ডল জানিয়েছেন, গত মরসুমে রাজ্যে আলু উৎপাদন হয়েছে ৯০ লক্ষ মেট্রিকটন। তার মধ্যে ৬৩ লক্ষ মেট্রিক টন আলু হিমঘরে মজুত করা হয়েছে। ভীন রাজ্য থেকে আসা ২ লক্ষ মেট্রিকটন আলু এই রাজ্যের ৪৬৬ টি হিমঘরে মজুত রাখা হয়েছে।
সিঙ্গুর আলু ব্যাবসায়ী সমিতির সহ সম্পাদক প্রল্হাদ মণ্ডল জানিয়েছেন, গত মরসুমে রাজ্যে আলু উৎপাদন হয়েছে ৯০ লক্ষ মেট্রিকটন। তার মধ্যে ৬৩ লক্ষ মেট্রিক টন আলু হিমঘরে মজুত করা হয়েছে। ভীন রাজ্য থেকে আসা ২ লক্ষ মেট্রিকটন আলু এই রাজ্যের ৪৬৬ টি হিমঘরে মজুত রাখা হয়েছে।
advertisement
7/7
হিমঘরে মজুত ছিল ১৪ কোটি ৪৮০লক্ষ প্যাকেট। এই বছর তা কমে ১২ কোটি ৬৫ লক্ষ প্যাকেট আলু মজুত রয়েছে।  হিমঘরে আলুর বস্তা প্রতি ভাড়া বৃদ্ধি পাওয়ায় আজকের এর কর্মবিরতিকে নৈতিক সমর্থন জানিয়েছে কৃষকরা। ফলে হিমঘরের ভাড়া না কমলে আরও বাড়তে পারে আলুর দাম৷
হিমঘরে মজুত ছিল ১৪ কোটি ৪৮০লক্ষ প্যাকেট। এই বছর তা কমে ১২ কোটি ৬৫ লক্ষ প্যাকেট আলু মজুত রয়েছে। হিমঘরে আলুর বস্তা প্রতি ভাড়া বৃদ্ধি পাওয়ায় আজকের এর কর্মবিরতিকে নৈতিক সমর্থন জানিয়েছে কৃষকরা। ফলে হিমঘরের ভাড়া না কমলে আরও বাড়তে পারে আলুর দাম৷
advertisement
advertisement
advertisement