*ঘটনা তদন্ত করে দেখছে কালিয়াচক থানার পুলিশ।আহতদের মধ্যে চার জনের পরিচয় জানা গিয়েছে। বাকি দুজনের পরিচয় জানার চেষ্টা করছে পুলিশ। আহতদের মধ্যে সুজিত আক্তার, নূরী খাতুন, শাহনাজ পারভিনের বাড়ি হাওড়া জেলায়। জানা গিয়েছে, এঁরা সকলেই দার্জিলিঙে বেড়াতে গিয়েছিলেন। ট্রেনের টিকিট না পাওয়াতে তাঁরা শিলিগুড়ি থেকে ওই বেসরকারি বাসে কলকাতায় ফিরছিলেন।
*ওভারলোডিং নিয়ে শিলিগুড়িতেই আপত্তি জানিয়েছিলেন কয়েকজন যাত্রী। কিন্তু, কেউ আমল দেয়নি। শিলিগুড়ি থেকে বেরোনোর পর প্রথমে টোটোকে ধাক্কা মারে বাস। সে সময় সতর্ক করা হয়েছিল। এরপর ডালখোলাতে রাতে খাওয়ার জন্য বাস দাঁড়ায়। সে সময় বাসচালককে ফের একবার সাবধানে গাড়ি চালানোর কথা বলা হয়েছিল। কিন্তু এরপরেও দুর্ঘটনা এড়ানো গেল না। Reporter- সেবক দেবশর্মা