Bus Accident: বীভৎস দুর্ঘটনা, থেঁতলে গেল বাসের মাথা, ছবি দেখলে গায়ে কাঁটা দেবে

Last Updated:
মালদহে কলকাতাগামী বাস দুর্ঘটনা, জখম অন্তত ৩০ যাত্রী।
1/7
*মালদহে দূরপাল্লার বেসরকারি বাস দুর্ঘটনা। বাস উল্টে জখম ৩০ যাত্রী। শিলিগুড়ি থেকে কলকাতা যাচ্ছিল যাত্রীবাহী বাস। সকালে কালিয়াচক থানার সুলতানগঞ্জ এলাকায় ৩৪ নম্বর জাতীয় সড়কে দুর্ঘটনা ঘটে। চলন্ত অবস্থায় বাসের চাকা ফেটে দুর্ঘটনা বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা।
*মালদহে দূরপাল্লার বেসরকারি বাস দুর্ঘটনা। বাস উল্টে জখম ৩০ যাত্রী। শিলিগুড়ি থেকে কলকাতা যাচ্ছিল যাত্রীবাহী বাস। সকালে কালিয়াচক থানার সুলতানগঞ্জ এলাকায় ৩৪ নম্বর জাতীয় সড়কে দুর্ঘটনা ঘটে। চলন্ত অবস্থায় বাসের চাকা ফেটে দুর্ঘটনা বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা।
advertisement
2/7
*আহতদের চিকিৎসা চলছে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে। অধিকাংশ যাত্রীকে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হলেও হাসপাতালে ভর্তি রয়েছেন ছয় জন।
*আহতদের চিকিৎসা চলছে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে। অধিকাংশ যাত্রীকে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হলেও হাসপাতালে ভর্তি রয়েছেন ছয় জন।
advertisement
3/7
*শিলিগুড়ি থেকে বাসে ওভারলোডিং ছিল, দাবি আহত যাত্রীদের। বাসের মাথায় প্রচুর আলু ও পেঁয়াজের বস্তা চাপানো হয়েছিল বলে অভিযোগ। শিলিগুড়ি থেকে বাস ছাড়ার পরে এক টোটোকে প্রথমে ধাক্কা মারে বাসটি। যাত্রীদের অভিযোগ, সেই সময়ই চালককে সতর্ক করা হলেও কর্ণপাত করেননি তিনি।
*শিলিগুড়ি থেকে বাসে ওভারলোডিং ছিল, দাবি আহত যাত্রীদের। বাসের মাথায় প্রচুর আলু ও পেঁয়াজের বস্তা চাপানো হয়েছিল বলে অভিযোগ। শিলিগুড়ি থেকে বাস ছাড়ার পরে এক টোটোকে প্রথমে ধাক্কা মারে বাসটি। যাত্রীদের অভিযোগ, সেই সময়ই চালককে সতর্ক করা হলেও কর্ণপাত করেননি তিনি।
advertisement
4/7
*একে ওভারলোডিং, তার উপর বেপরোয়া গতি, এই দুই কারণে দুর্ঘটনা বলে অভিযোগ আহতদের। কালিয়াচক থানার পুলিশ এবং স্থানীয়রা আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠান।
*একে ওভারলোডিং, তার উপর বেপরোয়া গতি, এই দুই কারণে দুর্ঘটনা বলে অভিযোগ আহতদের। কালিয়াচক থানার পুলিশ এবং স্থানীয়রা আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠান।
advertisement
5/7
*ঘটনা তদন্ত করে দেখছে কালিয়াচক থানার পুলিশ।আহতদের মধ্যে চার জনের পরিচয় জানা গিয়েছে। বাকি দুজনের পরিচয় জানার চেষ্টা করছে পুলিশ। আহতদের মধ্যে সুজিত আক্তার, নূরী খাতুন, শাহনাজ পারভিনের বাড়ি হাওড়া জেলায়। জানা গিয়েছে, এঁরা সকলেই দার্জিলিঙে বেড়াতে গিয়েছিলেন। ট্রেনের টিকিট না পাওয়াতে তাঁরা শিলিগুড়ি থেকে ওই বেসরকারি বাসে কলকাতায় ফিরছিলেন।
*ঘটনা তদন্ত করে দেখছে কালিয়াচক থানার পুলিশ।আহতদের মধ্যে চার জনের পরিচয় জানা গিয়েছে। বাকি দুজনের পরিচয় জানার চেষ্টা করছে পুলিশ। আহতদের মধ্যে সুজিত আক্তার, নূরী খাতুন, শাহনাজ পারভিনের বাড়ি হাওড়া জেলায়। জানা গিয়েছে, এঁরা সকলেই দার্জিলিঙে বেড়াতে গিয়েছিলেন। ট্রেনের টিকিট না পাওয়াতে তাঁরা শিলিগুড়ি থেকে ওই বেসরকারি বাসে কলকাতায় ফিরছিলেন।
advertisement
6/7
*আহত অন্য এক যাত্রী সুমন বিশ্বাস কোচবিহারের মাথাভাঙার বাসিন্দা। বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত সুমন কাজের প্রয়োজনে বেসরকারি বাসে কলকাতা যাচ্ছিলেন। তাঁর অভিযোগ, বাসের ভেতরের সমস্ত আসন পূর্ণ হয়ে গিয়েছিল। বাসে অন্তত ৮০ জন যাত্রী ছিলেন।
*আহত অন্য এক যাত্রী সুমন বিশ্বাস কোচবিহারের মাথাভাঙার বাসিন্দা। বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত সুমন কাজের প্রয়োজনে বেসরকারি বাসে কলকাতা যাচ্ছিলেন। তাঁর অভিযোগ, বাসের ভেতরের সমস্ত আসন পূর্ণ হয়ে গিয়েছিল। বাসে অন্তত ৮০ জন যাত্রী ছিলেন।
advertisement
7/7
*ওভারলোডিং নিয়ে শিলিগুড়িতেই আপত্তি জানিয়েছিলেন কয়েকজন যাত্রী। কিন্তু, কেউ আমল দেয়নি। শিলিগুড়ি থেকে বেরোনোর পর প্রথমে টোটোকে ধাক্কা মারে বাস। সে সময় সতর্ক করা হয়েছিল। এরপর ডালখোলাতে রাতে খাওয়ার জন্য বাস দাঁড়ায়। সে সময় বাসচালককে ফের একবার সাবধানে গাড়ি চালানোর কথা বলা হয়েছিল। কিন্তু এরপরেও দুর্ঘটনা এড়ানো গেল না। Reporter- সেবক দেবশর্মা
*ওভারলোডিং নিয়ে শিলিগুড়িতেই আপত্তি জানিয়েছিলেন কয়েকজন যাত্রী। কিন্তু, কেউ আমল দেয়নি। শিলিগুড়ি থেকে বেরোনোর পর প্রথমে টোটোকে ধাক্কা মারে বাস। সে সময় সতর্ক করা হয়েছিল। এরপর ডালখোলাতে রাতে খাওয়ার জন্য বাস দাঁড়ায়। সে সময় বাসচালককে ফের একবার সাবধানে গাড়ি চালানোর কথা বলা হয়েছিল। কিন্তু এরপরেও দুর্ঘটনা এড়ানো গেল না। Reporter- সেবক দেবশর্মা
advertisement
advertisement
advertisement