Curzon Gate : ৯৯% মানুষই ভুল জানেন! কোনও কালেই নাম ছিল না কার্জন গেট! কেন তৈরি হয়েছিল, প্রথম কী নাম ছিল জানেন?
- Published by:Soumendu Chakraborty
- hyperlocal
- Reported by:Bonoarilal Chowdhury
Last Updated:
এখনও অনেকেই হয়তো জানেন না এই কার্জন গেটের নাম কখনও কার্জন গেট ছিলনা!
বনোয়ারীলাল চৌধুরী, পূর্ব বর্ধমান: বর্ধমানের শহরের কার্জন গেট। পূর্ব বর্ধমান জেলার বর্ধমান শহরের মূল আইকন যেন এই কার্জন গেট। অনেকেই আবার শহরের প্রাণকেন্দ্রও বলে থাকেন। আজও শহরবাসী তথা জেলার আম জনতার কাছে এটি কার্জন গেট নামেই পরিচিত। তবে এখনও অনেকেই হয়ত জানেন না এই কার্জন গেটের নাম কখনই কার্জন গেট ছিল না! এবার প্রশ্ন হচ্ছে যদি এই নাম না থাকে তাহলে সকলে এটাকে কার্জন গেট কেনও বলেন? এই প্রশ্নের উওর জানতে গেলে সর্বপ্রথম জেনে নিতে হবে কিছু সংক্ষিপ্ত ইতিহাস। বর্ধমান বিশ্ববিদ্যালয়ের মিউজিয়াম এন্ড আর্ট গ্যালারির ইনচার্জ তথা গবেষক শ্যামসুন্দর বেরার কথায়, বর্ধমানের যেটা মূল আইকন সেটা হচ্ছে কার্জন গেট।
তিনি বলেন, এই কার্জন গেট তৈরি হয়েছিল মূলত বর্ধমানের রাজা বিজয়চাঁদের রাজ্যাভিষেক উপলক্ষে। আর এই রাজ্যাভিষেক অনুষ্ঠানটি হয়েছিল ১৯০৩ সালের ১০ ফেব্রুয়ারি। এই অনুষ্ঠান উপলক্ষে লর্ড কার্জন বর্ধমানে আমন্ত্রিত ছিলেন এবং তার আগমনকে স্মরণীয় করে রাখতে, লর্ড কার্জনকে স্বাগত করার জন্যই এই কার্জন গেট তৈরি করেছিলেন বর্ধমানের রাজা বিজয়চাঁদ।
advertisement
advertisement
যদিও কোনও কালেই এই কার্জন গেটের নাম কার্জন গেট ছিল না। কিন্তু এখনও আমজনতার কাছে এটি কার্জন গেট নামে পরিচিত। শ্যামসুন্দর বাবু এই প্রসঙ্গে বলেন, “যখন এটি তৈরি হয়েছিল তখন নাম ছিল “স্টার অফ ইন্ডিয়া”। পরবর্তীকালে স্বাধীনতার পরে প্রতিষ্ঠাতার নাম অনুসারে এর নাম হয় বিজয় তোরণ।”
আরও পড়ুন: আপনি কি বয়স্ক, ট্রেনে বার্থ রিজার্ভ করছেন, জানেন কি ভারতীয় রেল আপনার জন্য এক সে বড়কর এক
advertisement
লর্ড কার্জন সেই সময় বর্ধমানে আমন্ত্রিত ছিলেন কিন্তু সেই সময় তিনি আসতে পারেননি। তিনি পরের বছর ১৯০৪ সালে বর্ধমানে এসেছিলেন। আর রাজ্যাভিষেক অনুষ্ঠানে বর্ধমানে এসেছিলেন ব্রিটিশ প্রতিনিধি বার্ডেলিয়ান। এই ইতিহাস প্রসঙ্গে শ্যামসুন্দর বাবু আরও জানিয়েছেন, \”ইতিহাস হল বর্তমান এবং অতীতের অসমাপ্ত কথোপকথন। বিভিন্ন পুরানো ঐতিহাসিক জিনিস এক প্রজন্ম থেকে আরেক প্রজন্ম জানানোর কাজ করে ইতিহাস। ইতিহাস প্রত্যেকটা মানুষের জানার প্রয়োজন রয়েছে।”
advertisement
সব মিলিয়ে বর্ধমান শহরের এই প্রাণকেন্দ্র কার্জন গেটের আসল নাম হল বিজয়তোরণ। আর প্রথম যখন প্রতিষ্ঠিত হয়েছিল তখন নাম ছিল স্টার অফ ইন্ডিয়া। তবে আসল নাম বিজয় তোরণ হলেও আজও লোকমুখে কার্জন গেট নামটিই বহুল পরিচিত। এখনও শহরের বুকে মাথা উঁচু করে দাঁড়িয়ে রয়েছে এই প্রাচীন ইতিহাস।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
First Published :
May 24, 2025 4:19 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Curzon Gate : ৯৯% মানুষই ভুল জানেন! কোনও কালেই নাম ছিল না কার্জন গেট! কেন তৈরি হয়েছিল, প্রথম কী নাম ছিল জানেন?