Purulia News: শুধু পর্যটক না, পড়ুয়াদেরও আকর্ষণ! শিক্ষামূলকই বটে... দেশি-বিদেশি ক্যাকটাস সম্ভার, এই পর্যটন কেন্দ্রে যাবেন নাকি?
- Published by:Rachana Majumder
- hyperlocal
- Reported by:Shantonu Das
Last Updated:
তবে এই চাষ যথেষ্ট খরচ-সাপেক্ষ। সুরঞ্জন জানান, দুটি পলি হাউস তৈরি করতে প্রায় ৫ লক্ষ টাকারও বেশি খরচ হয়েছে।
পুরুলিয়া: পুরুলিয়ার অন্যতম পর্যটন কেন্দ্র জয়চণ্ডী পাহাড়। সেই পাহাড়ের নিচেই ক্যাকটাস চাষ এখন অন্যতম আকর্ষণ হয়ে উঠেছে পর্যটকদের কাছে। দেশি-বিদেশি সাতশোরও বেশি প্রজাতির ক্যাকটাস পরমযত্নে চাষ করে আসছেন রঘুনাথপুর শহরের এক যুবক। ক্যাকটাসের আস্ত একটি বাগান গড়ে তুলেছেন পাহাড়ের নীচে। যে বাগানে উত্তর-পূর্ব ভারতের বিভিন্ন এলাকার পাশাপাশি ক্যাকটাস সংগ্রহ করে রাখা হয়েছে থাইল্যান্ড, আফ্রিকা ও আমেরিকা থেকেও।
সেইসব ক্যাকটাস রাজ্য ছাড়িয়ে ভিন রাজ্যও এখন বিক্রি হচ্ছে দেদার। অনলাইনের মাধ্যমে অনায়াসে যে কেউ কিনতে পারবেন দেশি বিদেশি সাতশো প্রজাতির এই ক্যাকটাস। প্রাইভেট কোম্পানির চাকরি ছেড়ে এই ক্যাকটাস চাষ করেই এখন বিকল্প আয়ের পথ দেখাচ্ছেন রঘুনাথপুরের যুবক সুরঞ্জন সরকার। তিনি জানান, কালিম্পং ঘুরতে গিয়ে পরিকল্পনাটা মাথায় এসেছিল সুরঞ্জনের। ক্যাকটাসের বাগান দেখে আশ্চর্য হয়েছিলেন তিনি। তখনই ভেবেছিলেন, পর্যটকদের মনোরঞ্জনের জন্য একটা ক্যাকটাসের বাগান গড়বেন। কালিম্পং থেকে ফিরেই শুরু হয়েছিল তোড়জোড়। জয়চণ্ডী পাহাড়ের নিচেই প্রায় এক বিঘা জায়গার উপর পলি হাউস বানিয়ে শুরু করেন চাষ। বছর খানেকের চেষ্টায় নিজের পরিশ্রমেই তৈরি হয় ক্যাকটাস ও জেরোফাইট প্রজাতির গাছের বাগান। দেশের বিভিন্ন প্রান্ত থেকে ক্যাকটাসগুলি সংগ্রহ করে শুরু হয় চাষ।
advertisement
আরও পড়ুন: ভাষা আন্দোলনের ডাক মমতার, বিজেপির ভাষা-সন্ত্রাসের বিরোধিতায় তৃণমূল নেত্রীর হাতিয়ার দেশের জাতীয় সঙ্গীত
তবে এই চাষ যথেষ্ট খরচ-সাপেক্ষ। সুরঞ্জন জানান, দুটি পলি হাউস তৈরি করতে প্রায় ৫ লক্ষ টাকারও বেশি খরচ হয়েছে। প্রায় ১০ থেকে ১৫ লক্ষ টাকার মতো ক্যাকটাস গাছ রয়েছে। পাহাড়ের নীচে এই ক্যাকটাস চাষ স্কুল পড়ুয়াদের জন্য শিক্ষামূলক একটি স্থানও হয়ে উঠেছে। এই ক্যাকটাস বা ‘জেরোফাইট’ প্রজাতির গাছ মূলত জন্মায় এমন জায়গায়, যেখানে আবহাওয়া রুক্ষ ও উষ্ণ। ভিটামিন, খনিজ এবং অ্যান্টিঅক্সিডেন্টে সমৃদ্ধ, যা শরীরের জন্য খুবই উপকারি। বিশেষ করে, ক্যাকটাস হজম প্রক্রিয়া উন্নত করতে, ওজন কমাতে এবং হৃদরোগ ও ডায়াবেটিসের ঝুঁকি কমাতে সহায়ক।
advertisement
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
First Published :
July 23, 2025 3:52 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Purulia News: শুধু পর্যটক না, পড়ুয়াদেরও আকর্ষণ! শিক্ষামূলকই বটে... দেশি-বিদেশি ক্যাকটাস সম্ভার, এই পর্যটন কেন্দ্রে যাবেন নাকি?