Crop Insurance: এবার স্থানীয় দুর্যোগেও ক্ষতিপূরণ পাবেন কৃষকরা, নির্দেশ নবান্নের

Last Updated:

Crop Insurance: এবার স্থানীয়ভাবে হওয়া প্রাকৃতিক দুর্যোগেও সাহায্য পাবে কৃষকরা।  স্থানীয়ভাবে তৈরি হওয়া ছোট ঘূর্ণিঝড়, টর্ণেডোতে অনেকসময় ক্ষতি হয়। সেক্ষেত্রে সেই সব কৃষকরা শস্যবীমার আওতাভুক্ত হবেন। 

ক্ষতিগ্রস্ত ধানক্ষেত
ক্ষতিগ্রস্ত ধানক্ষেত
দক্ষিণ ২৪ পরগনা: এবার স্থানীয়ভাবে হওয়া প্রাকৃতিক দুর্যোগেও সরকারের থেকে আর্থিক সাহায্য পাবেন কৃষকরা। স্থানীয়ভাবে তৈরি হওয়া ছোট ঘূর্ণিঝড়, টর্নেডোতে অনেকসময় ক্ষতি হয় কৃষকদের। আগামী দিনে তেমন কোনও ঘটনা ঘটলে ক্ষতিগ্রস্ত কৃষকরা শস্যবিমার আওতাভুক্ত হবেন বলে নির্দেশিকা জারি করেছে নবান্ন।
আরও পড়ুন: তারাপীঠের দ্বারকা নদীর হাল ফেরানোর দাবি বিধানসভায়
নবান্ন সূত্রে খবর, ইতিমধ্যেই মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়ের নির্দেশে কৃষিমন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায় এই নিয়ে দফতরের আধিকারিকদের সঙ্গে একটি বৈঠক করেছেন। সেই খবর জেলায় আসতেই হাসি ফুটেছে কৃষকদের মুখে। দক্ষিণ ২৪ পরগনা জেলা অনেকটাই বড়। স্থানীয়ভাবে অনেক সময় অনেক বিপর্যয় ঘটে। সেক্ষেত্রে কৃষকরা অনেক অসুবিধায় পড়েন। তবে এবার তাঁরা অনেকটাই সুবিধা পাবেন বলে জানিয়েছেন কৃষি আধিকারিক অভিষেক দাস।
advertisement
বিভিন্ন সময় ছোট এলাকাজুড়ে হঠাৎ করে ঘূর্ণিঝড় হয়, তাতে প্রচুর ফসল নষ্ট হয়। এই পরিস্থিতিতে ক্ষতিগ্রস্ত কৃষকদের সুবিধা দেওয়া হবে। তাছাড়া ধান কাটার পর বাড়ি নিয়ে যাওয়ার জন্য যদি ধান মাঠে পড়ে থাকে আর সেই সময় কোনওরকম প্রাকৃতিক দুর্যোগে সেই ধান নষ্ট হয়ে যায়, তা হলেও কৃষকরা শস্যবিমার সুবিধা পাবেন। এছাড়াও একাধিক সুবিধা পাবেন কৃষকরা। আগামী মরসুম থেকেই শুরু হয়ে যাবে এই প্রক্রিয়া। ফলে খুশি কৃষকরা।
advertisement
advertisement
নবাব মল্লিক
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
 Crop Insurance: এবার স্থানীয় দুর্যোগেও ক্ষতিপূরণ পাবেন কৃষকরা, নির্দেশ নবান্নের
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement