Crime News: মোবাইল চুরির অভিযোগে যুবককে পিটিয়ে খু*ন, শোরগোল পুরুলিয়ায়!
- Reported by:Sarmistha Banerjee Bairagi
- hyperlocal
- Published by:Salmali Das
Last Updated:
Crime News: মোবাইল চুরির অভিযোগে এক যুবককে পিটিয়ে মারার অভিযোগ। ঘটনাটি ঘটেছে পুরুলিয়ার টামনা থানার অন্তর্গত চাকলতোড় এলাকায়। চাকলতোড় গ্রামের যুবক তাপস মহাপাত্র। বয়স আনুমানিক ২০ বছর।
পুরুলিয়া: মোবাইল চুরির অভিযোগে এক যুবককে পিটিয়ে মারার অভিযোগ। ঘটনাটি ঘটেছে পুরুলিয়ার টামনা থানার অন্তর্গত চাকলতোড় এলাকায়। চাকলতোড় গ্রামের যুবক তাপস মহাপাত্র। বয়স আনুমানিক ২০ বছর। এই ঘটনায় বুধবার ছয় জনের বিরুদ্ধে টামনা থানায় অভিযোগ দায়ের করে মৃতের পরিবারের সদস্যরা। পরিবারের অভিযোগের ভিত্তিতে ইতিমধ্যে পুলিশ পাঁচজনকে গ্রেফতার করেছে ও একজনকে আটক করেছে। তাদের মধ্যে একজন সিভিক ভলেন্টিয়ারও রয়েছেন।
আরও পড়ুনঃ আলিপুরে শিল্পান্ন উদ্বোধন মমতা বন্দ্যোপাধ্যায়ের! কী কী পাওয়া যাবে জানালেন স্বয়ং মুখ্যমন্ত্রী
পুলিশ সূত্রে জানা গিয়েছে, সোমবার রাতে কয়েকজন যুবক তাপস মহাপাত্রের বাড়িতে যায়। এরপরই তাকে বাড়ি থেকে ডেকে নিয়ে যায় তারা। অভিযোগ, রাস্তাতে বেধড়ক মারধর করা হয় ওই যুবককে। তারপর ওই ছয় জন আহত যুবক তাপস মহাপাত্রকে পুরুলিয়া দেবেন মাহাত মেডিক্যাল কলেজ ও গভর্মেন্ট হাসপাতালে ভর্তি করে। চিকিৎসারত অবস্থায় হাসপাতালে মৃত্যু হয় ওই যুবকের।
advertisement
advertisement
এ বিষয়ে যুবকের পরিবারের এক সদস্য জানান , বাড়ি থেকে তার ভাইকে ডেকে নিয়ে গিয়ে বেধড়ক মারধর করে অভিযুক্তরা। তারপরে তারাই ফোন মারফত বাড়ির লোককে জানায় তাপস মহাপাত্র হাসপাতালে ভর্তি রয়েছে। খবর পেয়ে তারা হাসপাতালে আসে। চিকিৎসারত অবস্থাতে হাসপাতালে মৃত্যু হয় তাপস মহাপাত্রের। দোষীদের উপযুক্ত শাস্তির দাবি জানিয়েছে পরিবার।
এ বিষয়ে জেলা পুলিশ সুপার অভিজিৎ বন্দ্যোপাধ্যায় বলেন, এই মৃত্যুর ঘটনায় মামলা রুজু করে তদন্ত শুরু করা হয়েছে। পেশাগত পরিচয় যাই হোক না কোনও দোষীকে ছাড় দেওয়া হবে না। পুলিশ যথাযথ ব্যবস্থা নিচ্ছে। অভিযুক্তদের বৃহস্পতিবার পুরুলিয়া জেলা আদালতে তোলা হয়। দোষীদের উপযুক্ত শাস্তির দাবি করেছে পরিবার।
advertisement
শর্মিষ্ঠা ব্যানার্জি
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
Jul 10, 2025 6:47 PM IST









