Crime News: ইশারায় মহিলার চালককে ডাক আর তারপর...! হাড়হিম করা ঘটনায় চমকে উঠল পুলিশও
- Published by:Salmali Das
- news18 bangla
- Written by:Saradindu Ghosh
Last Updated:
Crime News: মহিলা সেজে ছিনতাই, ডাকাতি! জাতীয় সড়কের ধারে মহিলা সেজে ট্রাক চালকদের প্রলোভন। ফাঁদে পড়ছিল অনেক ট্রাক চালকই। ইশারায় ডাকা হচ্ছিল তাঁদের।
বর্ধমানঃ মহিলা সেজে ছিনতাই, ডাকাতি! জাতীয় সড়কের ধারে মহিলা সেজে ট্রাক চালকদের প্রলোভন। ফাঁদে পড়ছিল অনেক ট্রাক চালকই। ইশারায় ডাকা হচ্ছিল তাঁদের। ট্রাক দাঁড় করিয়ে সেই মহিলার পিছু নিত চালকরা। সেই সুযোগে ট্রাকে থাকা টাকা, মোবাইল সহ অন্যান্য সামগ্রী হাতিয়ে নিচ্ছিল বাকিরা। বর্ধমানে এই অভিনব পদ্ধতি সামনে আসতেই নড়েচড়ে বসল পুলিশ। তাতেই মিলল সাফল্য।
গোপন সূত্রে খবর পেয়ে আগ্নেয়াস্ত্র সহ ৪ জন ডাকাতকে গ্রেফতার করল বর্ধমান থানার পুলিশ। ধৃতদের আজ সোমবার বর্ধমান আদালতে তোলা হয়। ধৃতদের নাম বাপন সরকার, সুজিত দাস, সুদীপ দাস, সঞ্জু ঘোষ। তাঁদের বাড়ি বর্ধমানের বেচারহাট, রথতলা আমবাগান এলাকায়।
advertisement
advertisement
পুলিশ সূত্রে জানা গিয়েছে, সোমবার ভোর রাতে উল্লাস এলাকায় জাতীয় সড়কের পাশে একটি নির্জন জায়গায় ৮ থেকে ৯ জনের দল জড়ো হয়েছিল। বর্ধমান থানার পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে সেখানে হানা দিয়ে ৪ জনকে গ্রেফতার করে। এরা মূলত মহিলা সেজে জাতীয় সড়কে যে সমস্ত লরি বা যান চলাচল করে সেই সমস্ত ড্রাইভারদের প্রলোভন দেখিয়ে তাঁদের কাছ থেকে সমস্ত কিছু লুট করে। ধৃতদের কাছ থেকে একটি আগ্নেয়াস্ত্র ও দুটি কার্তুজ উদ্ধার করেছে পুলিশ।
advertisement
ধৃতরা জাতীয় সড়ক ধরে যাতায়াত করা গাড়িতে ডাকাতির পরিকল্পনায় জড়ো হয়েছিল বলে পুলিসের অনুমান। ৭ দিনের পুলিশি হেফাজতের আবেদন জানিয়ে আজ তাঁদের আদালতে পেশ করা হয়।
জেলা পুলিশ সূত্রে জানা গিয়েছে, আগেও এই ধরণের পদ্ধতি অবলম্বন করে ডাকাতি ছিনতাই হত। তবে ইদানিং তা বন্ধ ছিল। ফের এই ধরণের ঘটনা সামনে আসায় পুলিশি অভিযানের পরিকল্পনা নেওয়া হয়। নিজেদের হেফাজতে নিয়ে ধৃতদের বিস্তারিত জিজ্ঞাসাবাদ করা হবে। এই দলের সঙ্গে যুক্ত বাকিদেরও হদিশ পাওয়ার চেষ্টা চালানো হচ্ছে। তাঁরা এই কারবারের সঙ্গে কতদিন যুক্ত, কোথায় কোথায় কী ধরণের অপরাধ করেছে তা বিস্তারিতভাবে জানার চেষ্টা চালানো হচ্ছে।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
July 17, 2023 7:03 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Crime News: ইশারায় মহিলার চালককে ডাক আর তারপর...! হাড়হিম করা ঘটনায় চমকে উঠল পুলিশও

